Advertisment

Loksabha Election 2024: উদ্ধার পাহাড় প্রমাণ টাকা, ভোটের আগেই ঘাটালে ধৃত বিজেপি নেতা, চাঞ্চল্য

ষষ্ঠ দফা ভোটের ঠিক একদিন আগে বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। যাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
huge cash seized from bjp leader in ghatal

উদ্ধার পাহাড় প্রমাণ টাকা, ভোটের আগেই ঘাটালে ধৃত বিজেপি নেতা, চাঞ্চল্য

ষষ্ঠ দফা ভোটের ঠিক একদিন আগে বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। যাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

Advertisment

এর আগেও লোকসভা ভোট চলাকালীন একাধিক বিজেপি নেতার কাছ থেকে লক্ষাধিক টাকা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। এবার ঘাটাল লোকসভা আসনে ভোটের ঠিক একদিন আগে দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরার কাছ থেকে উদ্ধার হয়েছে আনুমানিক ২৪ লক্ষ টাকা।

ঘাটাল লোকসভার অন্তর্গত দাসপুর থানার খুকুড়দা এলাকায় নাকা চেকিং চলাকালীন পুলিশ এই বিপূল পরিমাণ টাকা উদ্ধার করে। সেই সঙ্গে আটক করা হয়েছে ওই বিজেপি নেতার গাড়িও। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই নেতার কাছ থেকে ২৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এখনও গণনা চলছে। টাকার অঙ্কটা আরও বাড়তে পারে বলেই পুলিশের অনুমান।

আরও পড়ুন - BJP Leader Arrested in Keshpur: থানায় ঢুকেই হাউহাউ করে কান্না BJP নেতার! ভিডিও পোস্ট হিরণের

সম্প্রতি পূর্ব মেদিনীপুরের খেজুরিতে পুলিশের নাকা চেকিং চলাকালীন এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় নগদ সাত লক্ষ টাকা, সঙ্গে ছিল বিজেপির পতাকা। পুলিশের দাবি জেরায় ধৃত ওই ব্যক্তি জানিয়েছিলেন, কাঁথিতে বিজেপির কার্যালয় থেকে ওই বিপূল পরিমাণ টাকা খেজুরিতে দলের বুথ সভাপতি ও কর্মীদের মধ্যে বিলি করতে যাচ্ছিলেন তিনি।

Ghatal bjp
Advertisment