Advertisment

BJP Leader Arrested in Keshpur: থানায় ঢুকেই হাউহাউ করে কান্না BJP নেতার! ভিডিও পোস্ট হিরণের

Lok Sabha Election 2024: রাত পোহালেই নির্বাচন ঘাটালে। তার আগে ঘাটালের অন্তর্গত কেশপুরে এক BJP নেতাকে গ্রেফতার করল পুলিশ। তন্ময় ঘোষ নামে বিজেপির ওই সাধারণ সম্পাদককে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। মিথ্যা মামলায় তাঁকে পুলিশ ফাঁসিয়েছে বলে অভিযোগ ওই বিজেপি নেতার।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Election 2024 BJP Leader Arrested in Keshpur

Lok Sabha Election 2024: কেশপুরে BJP নেতা গ্রেফতার। রাজ্যকে তুলোধনা করে সরব হিরণ।

BJP Leader Arrested in Keshpur: ভোটের মুখে গ্রেফতার কেশপুরের BJP নেতা তন্ময় ঘোষ। মিথ্যা মামলায় জড়িয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে দাবি গেরুয়া দলের। BJP নেতার গ্রেফতারি পর্বের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঘাটালের BJP প্রার্থী হিরণ।

Advertisment

তাঁকে মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি বিজেপি সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের। কেশপুর থানায় বসেই তিনি বলেন, "কারও ক্ষতি করলে স্বেচ্ছায় জেল খাটব। জীবনে কারও ক্ষতি করিনি। প্রত্যেকটা মিথ্যা কেসে আমাকে ঢুকিয়েছে। ২০১৯ সালে আমার নামে কেসই ছিল না। SP অফিস ঘেরাও করেছে। আমি যেতেও পারিনি। ওই FIR-এ আমার নামও ছিল না। শোন অ্যারেস্ট দেখিয়ে আমাকে আটকে রেখেছিল। আমার ৫০ দিনেও জামিন হয়নি। প্রায় ৬ মাস আমাকে আটকে দিয়েছিল। বিভিন্ন কেসে আমাকে আটকে রেখেছিল। শুধু BJP করার অপরাধে।"

আরও পড়ুন- CV Ananada Bose-Nandigram: নন্দীগ্রামে BJP সমর্থক খুন, অত্যন্ত কঠিন পদক্ষেপ রাজ্যপালের, মমতা-সরকারকে তুলোধনা!

এই কথাগুলি বলতে-বলতে তাঁকে বারবার কাঁদতে দেখা গিয়েছে। তন্ময় ঘোষের সঙ্গে থাকা BJP-র অন্য কর্মী-সমর্থকরা তাঁকে সান্তনা দেন। সেই সঙ্গে ঘাটালের তৃণমূল প্রার্থী অভিনেতা দেবকে তারা তুলোধনা করেছেন। দলের নেতার গ্রেফতারির পিছনে দেবের হাত রয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। এক্স হ্যান্ডলে কেশপুরে দলের নেতার এই গ্রেফতারি পর্বের ভিডিও পোস্ট করেছেন ঘাটালের BJP প্রার্থী হিরণ।

আরও পড়ুন- Suvendu on Arjun: অর্জুনকে হঠাৎ সাবধানে থাকার পরামর্শ শুভেন্দুর, কেন জানেন?

তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, "কেশপুর থানায় এসেছি আমরা । তন্ময় ঘোষ, সাধারণ সম্পাদককে গ্রেফতার করলো মমতার দলদাস পুলিশ! আরো অনেক কর্মীকে গ্রেফতার করেছে । এইভাবে বিজেপিকে আটকে রাখতে পারবেন না আপনারা। মানুষকে সন্ত্রাস করে, ভয় দেখিয়ে কতদিন আটকে রাখবেন ??? যত আটকাবেন, তত পদ্মফুল ফুটবে।"

Dev Keshpur Arrested BJP Leader bjp loksabha election 2024 Ghatal Hiran Chatterjee
Advertisment