Mamata Banerjee :বেনজির বিশৃঙ্খলা বিধানসভায়! সাসপেন্ড BJP-র শঙ্কর ঘোষ, 'চুরি, ডাকাতিতে বেঁচে আছেন', তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

Huge uproar in wb Assembly: তুমুল হট্টগোল রাজ্য বিধানসভায়। প্রধান বিরোধী দল বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Huge uproar in wb Assembly: তুমুল হট্টগোল রাজ্য বিধানসভায়। প্রধান বিরোধী দল বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Assembly  ,BJP vs TMC  ,Shankar Ghosh suspended,  Agnimitra Paul , Bengali harassment issue,  Assembly ruckus  ,Marshal scuffle  ,Mamata Banerjee , Speaker Biman Banerjee,পশ্চিমবঙ্গ বিধানসভা  ,বিজেপি বনাম তৃণমূল,  শঙ্কর ঘোষ সাসপেন্ড,  অগ্নিমিত্রা পল,  বাঙালি হেনস্তা  ,বিধানসভা হট্টগোল,  মার্শাল ধস্তাধস্তি  ,মমতা বন্দ্যোপাধ্যায়  ,বিমান বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: বিধানসভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

BJP vs TMC: রাজ্য বিধানসভায় এমন ছবি শেষ কবে দেখা গিয়েছে তা মনে করে অনেকেই বলতে পারবেন না! এককথায় বিধানসভায় আজ যা হল...সংবাদমাধ্যমের দৌলতে সেই ছবি ছড়িয়ে পড়তেই দিকে দিকে চর্চা ছড়িয়েছে। 

Advertisment

বিধানসভার বিশেষ অধিবেশনে শাসক তৃণমূল এবং বিরোধী BJP বিধায়কদের মধ্যে তুমুল বাকবিতণ্ডায় রীতিমতো স্বরগরম পরিস্থিতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কাগজ ছুঁড়লেন BJP-র বিধায়করা। তেলেবেগুনে জ্বলে উঠে মুখ্যমন্ত্রী পাল্টা বলে উঠলেন, 'বিধানসভায় কাগজ ছুঁড়ছেন, এটা অনৈতিক।' গত মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশনে হট্টগোলের জেরে সাসপেন্ড করা হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আজও তুমুল হট্টগোলের দায় চাপিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করেছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষদের। এরপরেই কার্যত রণক্ষেত্রের চেহারা নয় বিধানসভার কক্ষ।

শংকর ঘোষকে টেনে হিঁচড়ে বিধানসভার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন ১০ থেকে ১২ জন মার্শাল। শংকর ঘোষ কিছুতেই বোরোতে চাইছিলেন না, তিনি নিজের চেয়ারেই শুয়ে পড়েন। তাঁকে কার্যত চ্যাংদোলা করে বিধানসভার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা নিরাপত্তারক্ষীদের। এরই মধ্যে বিজেপির অন্যান্য বিধায়করা নেমে আসতেই তাঁদের সঙ্গে হাতাহাতি পর্যন্ত বেধে যায় বিধানসভার রক্ষীদের।

Advertisment

এতক্ষণে বক্তব্য রাখতে শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও যারপরনাই ক্ষুব্ধ হয়ে বিজেপিকে তুলোধোনা করতে শুরু করেন। "বিজেপি চোর চোর চোর চোর", স্লোগানে বিধানসভায় কার্যত ঝড় তোলেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রী যত বিষোদগার করতে শুরু করেছেন পাল্টা ততই সুর চড়িয়ে চলেছেন বিজেপির বিধায়করা।

আরও পড়ুন- Mamata Banerjee: 'অযোগ্য' শিক্ষকরা ফের সরকারি চাকরিতেই ফিরছেন? শিক্ষক দিবসের আগে যুগান্তকারী ঘোষণা মুখ্যমন্ত্রীর!

মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, "এমন একটা দিন আসবে যখন এখানে একটা বিজেপিকেও দেখতে চাইবে না মানুষ। সব কটা হারবে। বাংলা ভাষার ওপর অত্যাচার করে বাঙালিদের ওপর অত্যাচার করে বাংলায় জেতা যায় না এটা মনে রাখবেন। এই একই জিনিস আমি সংসদেও দেখেছি। আমাদের এমপিদের গায়ে হাত তোলা হয়েছে, BSF,CISF ঢুকিয়েছে।"

আরও পড়ুন- Mamata Banerjee: 'অযোগ্য' শিক্ষকরা ফের সরকারি চাকরিতেই ফিরছেন? শিক্ষক দিবসের আগে যুগান্তকারী ঘোষণা মুখ্যমন্ত্রীর!

বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "জনগণের ধাক্কা দিয়ে বিজেপিকে শূন্য করে দেব। আগামী দিন আপনারা কেউ আসবেন না, আপনাদের মানুষ পাঠাবে না এখানে। আপনারা মানুষ বিরোধী, আপনারা বাংলা বিরোধী। আপনাদের নেতারা চোর, আপনারা চোর। চুরি, ডাকাতি করে আপনারা বেঁচে আছেন। দেশটাকে বিক্রি করে দিয়েছেন।"

গেরুয়া দলকে বিঁধে মুখ্যমন্ত্রী আরও বলেন, "সংসদে আমাদের লোকেদের মারা হয়েছে, এখানে আমরা সেটা করব না। এই বাংলা নবজাগরণের বাংলা। এরা গদি চোর, এরা ভোট চোর। বাংলা ভাষার ওপর এরা অত্যাচার করে। এই বাংলার মানুষ স্বাধীনতার আন্দোলনে রক্ত দিয়েছেন বিজেপির তখন তো জন্মই হয়নি।"

আরও পড়ুন-Mamata Banerjee: মমতার মন্তব্যের তীব্র বিরোধীতা, মেয়ো রোডে এবার ধরনা প্রাক্তন সেনাকর্তাদের

মুখ্যমন্ত্রীর কথায়, "এবার মানুষ বলবে কেন্দ্রে বিজেপি সরকার আর নেই দরকার। চোর চোর চোর চোর বিজেপি চোর। মোদী সরকার আর নেই দরকার। এদের নৈতিক কোনও অধিকার নেই কেন্দ্রীয় শাসন চালানোর। অপেক্ষা করুন, আর কিছুদিনের মধ্যেই চলে যাবেন। সবচেয়ে বড় চোর যাদের কন্ঠে বেশি কথা। প্রত্যেকের কথা আমরা জানি বলছি না তাই ভদ্রতা করে। এদের মত এত নির্লজ্জ এত অসভ্য এত অপদার্থ রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি।"

মুখ্যমন্ত্রী যখন এসব কথা বলছেন তখন পাল্টা বিজেপির বেঞ্চ থেকে তুমুল স্লোগান উঠেছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী তার দলের বিধায়কদের বলতে শুরু করেন, "এবার ওরা যখন বলবে আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ থেকে ওদের কাউকে বলতে দেবে না।" মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলার পরেই ফিরহাদ হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস, শশী পাঁজা সহ তৃণমূলের সব বিধায়করা তারস্বরে চিৎকার শুরু করেন। মন্ত্রীরাও নেমে এসে বিজেপির বিরুদ্ধে পাল্টা বিষোদগার করতে শুরু করেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় গোটা পরিস্থিতি সামলাতে কার্যত হিমশিম খেয়েছেন আজ। মুখ্যমন্ত্রী নিজেই এরপর ওয়েলে নেমে আসেন। দলের বিধায়কদের তিনি ফের নিজেদের আসনে গিয়ে বসতে বলেন। এক কথায়, নজিরবিহীন এক ঘটনার সাক্ষী রইল আজকের বিধানসভা।

tmc bjp CM Mamata banerjee