Hul Day 2025: হুল দিবসে আদিবাসী সমাজকে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঐতিহাসিক এই দিনটিতে সাঁওতাল সমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফের একবার সিধো-কানহুর নেতৃত্বে সাঁওতালদের লড়াইয়ের সোনালী সেই স্মৃতি সামনে আনলেন মুখ্যমন্ত্রী।
আজ ৩০ জুন 'হুল দিবস'। প্রতি বছর সাঁওতাল বিদ্রোহের স্মরণে এই দিনটি পালন করা হয়। ১৮৫৫ সালের এই ৩০ জুন সাঁওতালরা তৎকালীন ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। সিধো-কানহুর নেতৃত্বে সাঁওতালদের সেই বিদ্রোহ ইতিহাসের পাতায় 'সাঁওতাল হুল' নামেও পরিচিত। 'হুল' শব্দের অর্থ হল বিদ্রোহ।
আজ হুল দিবসে সাঁওতাল সমাজের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডলের পোস্টে তিনি লিখেছেন, "'হুল দিবস' উপলক্ষে আমার সকল আদিবাসী ভাইবোন সহ সবাইকে জানাই অন্তরের শ্রদ্ধা। শাসকের অত্যাচারের প্রতিবাদে তথা শোষণের বিরুদ্ধে সিধো-কানহোর নেতৃত্বে সাঁওতালদের লড়াই আজও আমাদের প্রেরণা জোগায়। সাঁওতাল বিদ্রোহের এই দুই নায়ককে সম্মান জানিয়ে তাঁদের নাম জড়ানো আছে জঙ্গলমহলে আমাদের একটি বিশ্ববিদ্যালয়ে।"
আরও পড়ুন- West Bengal News Live Updates:ফের ভূমিকম্প! রবিবারের পর সোমবারেও চরম আতঙ্কে তোলপাড়
তৎকালীন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মুখ খুলে ছিলেন সাঁওতালরা। ইংরেজদের সঙ্গেই তখনকার অত্যাচারী কিছু জমিদার, মহাজনদের অত্যাচারে রীতিমতো অতিষ্ট হয়ে উঠেছিল সাঁওতাল সমাজ। বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল সাঁওতালদের মধ্যে। সাঁওতাল সমাজের হয়ে সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সিধো-কানহু।
আরও পড়ুন- weekend getaway:এবেলা বেরিয়ে ওবেলা ফিরুন! বর্ষায় কলকাতার কাছের এপ্রান্তের অনির্বচনীয় শোভার প্রেমে পড়বেনই!
সেই বিদ্রোহই 'সাঁওতাল বিদ্রোহ' বা 'সাঁওতাল হুল' নামে পরিচিত ইতিহাসের পাতায়। আর এই 'হুল দিবস' গোটা সাঁওতাল জনগোষ্ঠীর সাহস ও আত্মত্যাগের প্রতীক হিসেবে রয়ে গেছে। প্রতি বছর সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন মহা সমারোহে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই হুল দিবসটি উদযাপন করে থাকেন।