Greene County accident:মার্কিন মুলুকে চার ভারতীয়ের মর্মান্তিক মৃত্যু। সোমবার আমেরিকার গ্রিন কাউন্টিতে একটি গাড়ি দুর্ঘটনায় হায়দরাবাদ থেকে আসা একটি পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন
বি স্রিভেনকাত (৪০) এবং তাঁর স্ত্রী তেজসউইিনী (৩৬) এবং তাঁদের দুই সন্তান, সিদ্ধার্থ (৯) এবং মিরিদা (৭)। আটলান্টা থেকে ডালাসে যাওয়ার পথে ভয়াবহ ওই দুর্ঘটনাটি ঘটেছিল।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তাদের গাড়িটিকে একটি মিনিট্রাক ধাক্কা দেয়। তারই জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ছোট গাড়িটি। মুহূর্তের মধ্যেই গাড়িটিতে আগুন ধরে গিয়েছিল। ভয়াবহ ওই কাণ্ডে ভারতীয় পরিবারটির চার সদস্যের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, পরিবারটি তিন বছর আগে আমেরিকার ডালাসে চলে এসেছিল। শ্রীভেনকাতের বাবা পশুপাতিনাথ এবং মা গিরিজাও হায়দরাবাদ থেকে ডালাসে চলে এসেছিলেন। পরিবারটি হায়দরাবাদের ট্রিমুলহেরির বাসিন্দা।
আরও পড়ুন- US-India trade deal:দক্ষিণ কোরিয়া, জাপানের উপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, ভারতের নজর সময়সীমার বৃদ্ধিতে
৬ জনের পরিবারটি গত ৪ জুলাই (আমেরিকার স্বাধীনতা দিবস)-এর জন্য আটলান্টায় গিয়েছিল। যেখানে শ্রীভেনকাতের বোন দীপিকা থাকেন। কিছু দিন থাকার পরে, দাদু-দিদা দীপিকার সঙ্গে ফিরে এসেছিলেন। শ্রীভেনকাতের পরিবারটি গাড়িতে ডালাসে ফিরে এসেছিলেন। স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছে, মৃতদেহগুলির পরিচয় নিশ্চিত করার জন্য ডেন্টাল রেকর্ড যাচাইকরণ এবং ডিএনএ পরীক্ষা সহ ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে।
আরও পড়ুন- West Bengal News live updates: ভয়াবহ ভয়ঙ্কর দুর্ঘটনা! চলন্ত ট্রেনের ধাক্কা স্কুলবাসে, মর্মান্তিক মৃত্যু পড়ুয়াদের, আর্তনাদ-হাহাকার!