West Bengal News live updates: 'আদি-নব্যদের নিয়েই চলতে হবে', বার্তা দিলীপের, বিকেলেই শমীকের সঙ্গে সাক্ষাৎ

West Bengal News live updates July 8 2025:রাজ্য তথা দেশের সব বড় খবরের টাটকা আপডেট পড়ুন। রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া জগতের বড় খবরের আপডেট জানুন।

West Bengal News live updates July 8 2025:রাজ্য তথা দেশের সব বড় খবরের টাটকা আপডেট পড়ুন। রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া জগতের বড় খবরের আপডেট জানুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Dilip Ghosh reaction Shamik Bhattacharya Bengal BJP,Dilip Ghosh acceptance of new state president BJP West Bengal,Dilip Ghosh on democratic process BJP WB Shamik Bhattacharya,দিলীপ ঘোষ প্রতিক্রিয়া শমীক ভট্টাচার্য্য বিজেপি সভাপতি,দিলীপ ঘোষ দলের গণতন্ত্র মন্তব্য শমীক নিয়োগ,দিলীপ ঘোষ শমীককে চেনার বার্তা,Dilip Ghosh,Samik Bhattacharya,দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata live updates July 8 2025:গত কয়েকদিন ধরেই দিলীপ ঘোষের BJP ছাড়ার জল্পনা বাড়ছে। তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলেও জল্পনা তৈরি হয়েছে। এরই মাঝে আজ দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি আজ বিকেলেই বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে যাবেন। দিলীপ ঘোষ বলেছেন, "শমীকবাবু রাজ্য সভাপতি পদে বসার সময় আমি বাইরে ছিলাম। তাই দেখা করতে পারিনি। আজ ওনার সঙ্গে দেখা করতে বিকেলে কার্যালয়ে যাচ্ছি। বাংলার মানুষ চাইছে পরিবর্তন। তাই আদি-নব্যদের নিয়েই চলতে হবে। সংসার বড় হলে সমস্যা হয়, সেটা মাথায় রেখেই চলতে হবে।"

Advertisment

মঙ্গলবার সকালে তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় রেলক্রসিংয়ে একটি স্কুল ভ্যানে ধাক্কা দেয় ট্রেন। মারাত্মক এই দুর্ঘটনায় দুই স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে। আরও চারজন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে ওই লেভেল ক্রসিংটিতে গেট পড়েনি। দুরন্ত বেগে ছুটে যাচ্ছিল ট্রেন। গেট না পড়ায় লেঙেল ক্রসিংয়ে ঢুকে পড়েছিল ওই স্কুল গাড়িটি। তাতেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে যায়। আজ সকাল ৭.৪৫ মিনিটে স্কুলভ্যানটি কুমারপুরমের কৃষ্ণস্বামী বিদ্যানিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুলে শিশুদের নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। কুড্ডালোরের পুলিশ সুপারিনটেনডেন্ট এস জয়াকুমার জানিয়েছেন, ভিল্লুপুরম-মায়িলাদুথুরাই যাত্রীবাহী ট্রেনটি গাড়িটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ১৬ বছর বয়সী এক মেয়ে এবং ১২ বছর বয়সী এক ছেলে নিহত হয়েছে। আহতদের মধ্যে ভ্যানের চালক, দুই শিশু - একজনের অবস্থা আশঙ্কাজনক - এবং একজন স্থানীয় বাসিন্দা রয়েছেন।

আরও পড়ুন- Kolkata rainfall update:ভরা বর্ষায় ফুঁসছে নিম্নচাপ, আর কয়েক ঘন্টাতেই প্রবল বৃষ্টি এই জেলাগুলিতে

আরও পড়ুন- Siddiqullah Chowdhury:তৃণমূল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন, এবার দলের জেলা সভাপতিকে বেনজির কটাক্ষ সিদ্দিকুল্লা চৌধুরীর

  • Jul 08, 2025 13:55 IST

    Kolkata News Live Updates:হাইকোর্টে কার্তিক মহারাজের আবেদনের শুনানি

    ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে বেশ কয়েক বছর আগের একটি অভিযোগ ফের সামনে এসেছে। এক মহিলা কার্তিক মহারাজের বিরুদ্ধে তাঁকে ধর্ষণ ও জোর করে গর্ভপাতের অভিযোগ এনেছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তলব করেছিল কার্তিক মহারাজকে। পুলিশি পদক্ষেপকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্ন্যাসী। তাঁর দাবি, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। আজ কার্তিক মহারাজের মামলার শুনানি হওয়ার কথা হাইকোর্টে।



  • Jul 08, 2025 13:54 IST

    Kolkata News Live Updates:নবান্ন অভিযানে SSC-এর চাকরিহারা শিক্ষাকর্মীরা

    নবান্ন অভিযানে SSC-এর চাকরিহারা শিক্ষাকর্মীরা। মঙ্গলবার এসএসসির চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা হাওড়া ময়দান চত্বরে জমায়েত করে নবান্নের দিকে অভিযান করবেন বলে জানা গিয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের একাংশ এই অভিযানে সামিল থাকবেন। ইতিমধ্যেই এই নবান্ন অভিযান ঘিরে চূড়ান্ত সতর্কতা নিয়ে রেখেছে পুলিশ। নবান্ন চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। দিকে দিকে বসানো হয়েছে পুলিশি ব্যারিকেড। চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীদের পুনর্বহাল, OMR প্রকাশ, যোগ্য শিক্ষাকর্মীদের সার্টিফায়েড তালিকা প্রকাশ সহ একাধিক দাবিতে তাদের এই অভিযান। তাদের এই দাবি একত্রে নবান্নে পেশ করতে চান চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা।



  • Advertisment
  • Jul 08, 2025 13:34 IST

    Kolkata News Live Updates:NRC নোটিশে ফুঁসছেন মমতা, দিলেন নয়া হুঙ্কার

    ফের NRC নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার। ১৫ জুলাইয়ের মধ্যে তাঁকে প্রমাণপত্র দেওয়ার কথা বলা হয়েছে। এই নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। উত্তমকুমার ব্রজবাসী সংবাদ মাধ্যমে দাবি করেছেন, তাঁর জন্ম দিনহাটায়। ১৯৬৬ সাল থেকে তাঁর বাবার নামও রয়েছে ভোটার তালিকায়।  

    বিস্তারিত পড়ুন- Mamata Banerjee:বছর ঘুরলেই '২৬-র ভোট, বাংলার বাসিন্দাকে NRC নোটিশে ফুঁসছেন মমতা, দিলেন নয়া হুঙ্কার



  • Jul 08, 2025 12:15 IST

    Kolkata News Live Updates:আমেরিকায় মর্মান্তিক মৃত্যু চার ভারতীয়র

    মার্কিন মুলুকে চার ভারতীয়ের মর্মান্তিক মৃত্যু। সোমবার আমেরিকার গ্রিন কাউন্টিতে একটি গাড়ি দুর্ঘটনায় হায়দরাবাদ থেকে আসা একটি পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন  বি স্রিভেনকাত (৪০) এবং তাঁর স্ত্রী তেজসউইিনী (৩৬)  এবং তাঁদের দুই সন্তান, সিদ্ধার্থ (৯) এবং মিরিদা (৭)। আটলান্টা থেকে ডালাসে যাওয়ার পথে ভয়াবহ ওই দুর্ঘটনাটি ঘটেছিল। 

    বিস্তারিত পড়ুন- car crash:মার্কিন মুলুকে ভয়াবহ কাণ্ড! মর্মান্তিক মৃত্যু চার ভারতীয়র



  • Jul 08, 2025 11:49 IST

    Kolkata News Live Updates:জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ প্রান্ত

    রাতভর দফায় দফায় বৃষ্টি হয়েছে শহর কলকাতায়। স্বাভাবিকভাবেই টানা বৃষ্টিতে জল জমে দুর্ভোগের চেনা ছবি ফিরেছে শহরে। দিকে দিকে জল জমে যারপরনাই দুর্ভোগ শহরবাসীর।কলকাতায় ফের জল-যন্ত্রণার পুরনো ছবি সামনে এল। ভরা বর্ষায় নিম্নচাপ, একটানা বৃষ্টি শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র। বেলা বাড়লেও বৃষ্টির বিরাম নেই। কলকাতা শহরের দিকে দিকে কোথাও হাঁটু সমান জল কোথাও বা কোমর সমান জল দাঁড়িয়ে গেছে।

    বিস্তারিত পড়ুন- Weather Update: আকাশ ভেঙে পড়ার জোগাড়! লাগাতার বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ প্রান্ত, ব্যাহত ট্রেন চলাচল



  • Jul 08, 2025 11:09 IST

    Kolkata News Live Updates:সন্দীপ-অভিজিৎকে আদালতে হাজিরার নির্দেশ

    আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ফের চর্চায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই দু'জনকেই আবারও সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দু'জনকেই সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে। শুনানিতে রাজ্যের তরফ থেকে সরকারি আইনজীবীকেও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।



  • Jul 08, 2025 09:46 IST

    Kolkata News Live Updates:চলন্ত বাসে বিজ্ঞান প্রদর্শনী

    সাধারণ যাত্রীবাহী বাসকে বদলে ফেলা হয়েছে খোলনলচে। তার ভিতরেই সাজিয়ে রাখা রয়েছে বিজ্ঞানের ছোট-বড় নানা মডেল। বাসের বাইরের অংশেও নানা মডেল দিয়ে সাজানো হয়েছে। ভ্রাম্যমাণ প্রদর্শনী নিয়ে সেই বাসটিই ঘুরছে স্কুলে-স্কুলে। বিড়লা ইন্ড্রাস্ট্রিয়াল ও টেকনোলজিক্যাল মিউজিয়ামের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহায়তায় প্রত্যন্ত এলাকায় ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনতা বাড়াতে এই ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সম্প্রতি কুলতলির জামতলা ভগবানচন্দ্র স্কুলে প্রদর্শনীর সূচনা হয়। উদ্যোক্তারা জানান, চলতি মাসে কুলতলি ব্লকের বিভিন্ন স্কুলে ঘুরবে বাসটি।

    বিস্তারিত পড়ুন- mobile science exhibition:চলন্ত বাসে বিজ্ঞান প্রদর্শনী, প্রত্যন্ত এলাকার স্কুলে স্কুলে বিপুল উৎসাহ ছাত্রছাত্রীদের



  • Jul 08, 2025 09:25 IST

    Kolkata News Live Updates:ভুয়ো IPS গ্রেফতার

    ভুয়ো আইপিএস গ্রেফতার। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়ার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার সাসপেন্ডেড হোমগার্ডই নিজেকে IPS অফিসার বলে পরিচয় দেয়। হাড়োয়ার একটি মেয়ে সঙ্গে ওই পরিচয় দিয়েই সে সম্পর্ক তৈরি করে। পরে মেয়েটির পরিবারের সদস্যদের প্রতারণা করে হাতিয়ে নেয় প্রায় ১১ লক্ষ টাকা। তবে শেষ রক্ষা হয়নি। থানায় অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। 

    বিস্তারিত পড়ুন- fraud case:IPS পরিচয়ে তরুণীর সঙ্গে 'প্রেম', লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে উধাও যুবক, শেষমেশ কী হল?



  • Jul 08, 2025 08:44 IST

    Kolkata News Live Updates: আর কয়েক ঘন্টাতেই প্রবল বৃষ্টি এই জেলাগুলিতে

    ভরা বর্ষায় নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ গোটা দিন মঙ্গলবার দিনভর দফায় দফায় দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ঝিরঝিরে বৃষ্টি চলছে। বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলিতেও।

    বিস্তারিত পড়ুন- Kolkata rainfall update:ভরা বর্ষায় ফুঁসছে নিম্নচাপ, আর কয়েক ঘন্টাতেই প্রবল বৃষ্টি এই জেলাগুলিতে



Bengali News Today news in west bengal news of west bengal