বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী রাজনীতিকে বিদায় জানানোর কথা ঘোষণা করেছেন। অনুগামীরা টিকিট না পাওয়ায় পঞ্চায়েত নির্বাচন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। উত্তর দিনাজপুরের ইসলামপুরের তৃণমূল বিধায়ক অব্দুল করিম চৌধুরী কিন্তু সেই পথে হাটেননি। নিজেকে বিদ্রোহী তৃণমূল বিধায়ক ঘোষণা করার পাশাপাশি পঞ্চায়েতে নির্দল প্রার্থীদের জয়ী করতে দিনরাত এক করে দিচ্ছেন ৭৬ বছরের প্রবীণ রাজনীতিবিদ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে আব্দুল করিম চৌধুরী বলেন, 'কানহাইয়ালাল ও জাকির টাকা নিয়ে পঞ্চায়েতের টিকিট বিক্রি করে দিয়েছে। ওই কাজের জন্য পার্টিটাকে ঘেন্নার চোখে দেখছে মানুষজন। আমি তো এখন তৃণমূলের বিদ্রোহী এমএলএ। অন্যায়ের প্রতিবাদ করার জন্যই বিদ্রোহী বিধায়ক বলে ঘোষণা করেছি। কানহাইয়া সাংসদ হওয়ার চেষ্টা করছে। মেয়ে হেমা আগরওয়ালকে বিধায়ক পদে প্রার্থী করতে চাইছে। লোকে কেন মানবে?'
আরও পড়ুন- কেন্দ্রের পদক্ষেপে তিতিবিরক্ত রাজ্য নির্বাচন কমিশন, পাল্টা নজিরবিহীন পদক্ষেপ
বিদ্রোহী হওয়ার পর কালীঘাট বা তৃণমূল ভবন থেকে কোনও বার্তা পেয়েছেন? করিম চৌধুরী বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠন দেখছে না। অভিষেক বাচ্চাই আছে।' অন্য দিকে মনোরঞ্জন ব্যাপারী প্রসঙ্গে তিনি বলেন, 'অনেক জায়গায় এরকম হবে। নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য আমরা নিজেরাই নির্দলকে সমর্থন করব। আমাকে অস্তিত্ব বজায় রাখার জন্য নির্দলকে জেতাতে হবে।'
পঞ্চায়েতে তৃণমূলের হয়ে প্রচার করছেন না এই প্রবীণ তৃণমূল বিধায়ক। ইসলামপুরে নির্দলদের জেতাতে মাটি কামড়ে পড়ে আছেন। শুক্রবার প্রথম দিনের প্রচারে বেরিয়ে নির্দলদের জয়ের ব্যাপারে অনেকটাই নিশ্চিত তিনি। করিম চৌধুরী বলেন, 'আমার তো গ্রামপঞ্চায়েতে ১০৮ জন, পঞ্চায়েত সমিতিতে ২৭ জন ও জেলা পরিষদে ২ জন প্রার্থী আছে। আশা করছি সবটাতেই আমরা জিতব। এখানে টাকার বিনিময়ে টিকিট বিক্রি হওয়ায় মানুষ খুব খেপে গিয়েছে। মিছিলে আজ প্রচুর মানুষ এসেছে। প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছি।' করিম চৌধুরীর দাবি, 'আমার নিজস্ব ভোট ব্যাংক আছে। কানহাইয়ারা হুমকি দিচ্ছে। ভোটে তো তা হবেই।' তবে পুলিশ এখনও এখানে নিরপেক্ষ আছে, থাকবে বলেই মনে করছেন করিম চৌধুরী।
আরও পড়ুন- পঞ্চায়েতে সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ, কী নির্দেশ ডিভিশন বেঞ্চের?
দল ছাড়ার কোনও পরিকল্পনা আছে? করিম চৌধুরীর জবাব, 'আমি ৫৪ বছরের বিধায়ক। এখন আমি তৃণমূলেই থাকছি। অন্য দলে যাব না। কিন্তু বিদ্রোহী বিধায়ক আছি।' দল বের করে দিলেও বিধায়ক পদ ছাড়ব না। জানিয়ে দিলেন দীর্ঘ বছরের ইসলামপুরের বিধায়ক।
নির্দল প্রার্থীকে সমর্থন থেকে টাকা নিয়ে টিকিট দেওয়া, করিম চৌধুরীর অভিযোগ নিয়ে উত্তর দিনাজপুরের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কালহাইয়ালাল আগরওয়াল বলেন, 'পুরো বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে। তাঁরা সিদ্ধান্ত নেবেন। তবে টাকা নিয়ে একজনকেও দল প্রার্থী করেনি।' তাঁর সাংসদ পদে প্রার্থী হওয়া বা মেয়েকে বিধায়ক পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা একেবারে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন কানহাইয়ালাল।