Operation Sindoor: দেশপ্রেম প্রকাশে ধর্ষণের হুমকি, বাংলার বুকে হাড়হিম ঘটনা, টানটান উত্তেজনা

Operation Sindoor: অপারেশন সিন্দুরের সাফল্যে 'দেশপ্রেম' প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছিলেন এক গৃহবধূ। আর সেই পোস্ট ঘিরেই প্রকাশ্য ধর্ষণের হুমকির মুখে পড়তে হল তাঁকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবারে।

Operation Sindoor: অপারেশন সিন্দুরের সাফল্যে 'দেশপ্রেম' প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছিলেন এক গৃহবধূ। আর সেই পোস্ট ঘিরেই প্রকাশ্য ধর্ষণের হুমকির মুখে পড়তে হল তাঁকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবারে।

author-image
IE Bangla Web Desk
New Update
i-love-my-india-post-threat-diamond-harbour

দেশপ্রেম প্রকাশে ধর্ষণের হুমকি, বাংলার বুকে হাড়হিম ঘটনা, টানটান উত্তেজনা

Operation Sindoor: "I LOVE MY INDIA" পোস্ট করতেই ধর্ষণের হুমকি গৃহবধূকে। চিন্তায় শেষমেষ পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। 

Advertisment

অপারেশন সিন্দুরের সাফল্যে 'দেশপ্রেম' প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছিলেন এক গৃহবধূ। আর সেই পোস্ট ঘিরেই প্রকাশ্য ধর্ষণের হুমকির মুখে পড়তে হল তাঁকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবারে। ঘটনার পর থেকেই ওই গৃহবধূ ও তাঁর পরিবার প্রবল আতঙ্কের মধ্যে রয়েছেন। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপারের অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। 

শেষ রক্ষা হলনা, মৃত্যুর কোলে ঢলে পড়লেন মমতা ঘনিষ্ঠ দাপুটে শাসক বিধায়ক, বিরাট 'শূন্যতা'য় শোকের পরিবেশ

Advertisment

ঘটনার সূত্রপাত চার দিন আগে। নিজের ফেসবুক প্রোফাইল থেকে এক পোস্টে তিনি লেখেন, “ইতিহাসের পাতায় আরও একটা যুদ্ধের নাম যুক্ত হলো সিঁদুর, ভাগ্য করে একটি দেশ পেয়েছি, যে দেশ কখনো হারতে শেখেনি, আমি গর্বিত আমি ভারতীয়।”এই পোস্টের পরই একটি আইডি থেকে অশালীন মন্তব্য ও ওই গৃহবধূকে ধর্ষণের  হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। গৃহবধূ জানান তার বাপের বাড়ি ডায়মন্ড হারবার লোকসভার কেন্দ্রের  ফলতা বিধানসভা  লাকায় বেলসিনহাতে। তার শ্বশুর বাড়ি বেহালায়। ঘটনার পর থেকে বাড়ির লোকজন যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। ডায়মন্ড হারবার জেলা বিজেপি পক্ষ থেকে গৃহবধূকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার অফিসে নিয়ে আসা হয়। ঘটনায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভয়ঙ্কর, অবিশ্বাস্য! পর্দা ফাঁস ইউনূসের, 'আল কায়েদা' মডেলে কলকাতায় হামলার ছক! চূড়ান্ত চাঞ্চল্য

ঘটনার জেরে রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, ফেসবুকে দেশপ্রেমের প্রকাশেও কী এভাবে হুমকির মুখে পড়তে হবে? প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য না এলেও, পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এই ঘটনার নিন্দা জানিয়ে কড়া পদক্ষেপের দাবি তুলেছে এলাকাবাসী ও বিজেপি নেতৃত্ব। পরিস্থিতির দিকে নজর রাখছে স্থানীয় প্রশাসন।

OPERATION SINDOOR