Suvendu Adhikari-Mamata Banerjee: আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে তুলোধনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর অভিযোগ, রাজ্যের প্রশাসনের অন্দরেও ঢুকে পড়ছে I-PAC। এর আগেও শাসকদল তৃণমূলের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত এই সংস্থার বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী।
তৃণমূলের পরামর্শদাতা হিসেবে গত কয়েক বছর ধরে কাজ করছে I-PAC নামক একটি সংস্থা। নানা সময়ে তৃণমূলের নেতা-মন্ত্রী থেকে শুরু করে পদাধিকারীদের তরফে নানা রকম নির্দেশ দেওয়া হয়ে থাকে। মাঝেমধ্যেই আইপ্যাকের অতি সক্রিয়তা নিয়ে সরব হতে দেখা গিয়েছে তৃণমূলের নেতা-মন্ত্রীদের।
এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই আইপ্যাকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন। এক্স হ্যান্ডলে পোস্ট করে এই ব্যাপারে শুভেন্দু অধিকারী লিখেছেন, "আমলাতান্ত্রিক দায়িত্ব পালনের জন্য ভাড়া করা অস্ত্র - মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রশাসনিক দায়িত্ব I-PAC-এর কাছে আউটসোর্স করেছেন। তাই I-PAC অ্যাসোসিয়েটরা পশ্চিমবঙ্গের প্রশাসনের পবিত্র করিডোরে ঢুকে পড়েছে!!!"
আরও পড়ুন- West Bengal News live Updates:দেনার দায়ে শেষমেশ চরম সিদ্ধান্ত! দু'জনের বীভৎস মৃত্যু, আশঙ্কাজনক আরও ১
তিনি আরও লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যেমন অবৈধ বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে থাকার অনুমতি দিয়েছিলেন, তেমনই তিনি এখন 'কর্পোরেট স্টুজ'দের একটি দলকে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রশাসনিক সীমানা লঙ্ঘনের অনুমতি দিয়েছেন। একবার ভাবুন, রাজনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠানের কিছু নীচু পর্যায়ের সহযোগী/নির্বাহী, একজন WBCS (নির্বাহী) কর্মকর্তার কাছে শর্তাবলী নির্ধারণ করছেন, যিনি তথ্য পরিচালক এবং পদাধিকারবলে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব পদে অধিষ্ঠিত!!!"