ISC class 12 toppers list 2025: এই বছরের ICSE ও ISC 2025 পরীক্ষার ফলাফল বুধবার প্রকাশ করল CISCE (Council for the Indian School Certificate Examinations)। এবারও ছেলেদের তুলনায় দাপট দেখালো মেয়েরা। ১০০ শতাংশ নম্বর পেয়ে ICSE-তে সেরা বাংলার দেবত্রী মজুমদার। তার প্রাপ্ত নম্বর পাঁচশো ৫০০। অপরদিকে রাণি কুঠির ফিউচার ফাউন্ডেশনের ছাত্রী সৃজনী ISC তে গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, ইংরেজি চারটি বিষয়ে একশো'য় ১০০ পেয়ে রাজ্যে মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম।
আজ, সোমবার, কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE) দশম শ্রেণি (ICSE) ও দ্বাদশ শ্রেণি (ISC)-এর ২০২৫ সালের ফলাফল প্রকাশ করেছে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট cisce.org, results.cisce.org, অথবা DigiLocker-এর মাধ্যমে স্কোরকার্ড ডাউনলোড করতে পারবেন।
ICSE ২০২৫: মেয়েরা এগিয়ে
দশম শ্রেণির মোট পাসের হার ৯৯.০৯ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৯৮.৮৪ শতাংশ, অন্যদিকে মেয়েদের পাসের হার ৯৯.৩৭ শতাংশ।
ISC ২০২৫: দ্বাদশেও মেয়েরাই এগিয়ে
ISC দ্বাদশ শ্রেণিতে মোট ৯৯,৫৫১ জন পরীক্ষায় বসেছিলেন। তার মধ্যে ৯৮,৫৭৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯৯.০২ শতাংশ। ছেলেদের পাসের হার ৯৮.৬৪ শতাংশ, যেখানে মেয়েদের পাসের হার ৯৯.৪৫ শতাংশ।
সোদপুর সেন্ট জেভিয়ার্স স্কুলের জোড়া কৃতিত্ব
ISC-তে ছেলেদের মধ্যে সম্ভাব্য প্রথম হয়েছেন কার্তিক দাস, যিনি পেয়েছেন ৪০০-র মধ্যে ৩৯৯। তার এই অসাধারণ সাফল্যে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নিরলস সাহায্যের কথা বারেবারে উল্লেখ করেছে। কোনও প্রাইভেট টিউশন ছাড়া স্রেফ স্কুলের উপর নির্ভর করে চমকে দেওয়া ফল কার্তিকের। ভবিষ্যতে আইআইটি-তে পড়ার ইচ্ছা রয়েছে তার।
অন্যদিকে, ICSE-তে ছেলেদের মধ্যে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে আদিত্য তিওয়ারি, যার প্রাপ্ত নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯। এই সাফল্যের কৃতিত্ব পরিবার এবং স্কুলকে দিয়েছে আদিত্য। ভবিষ্যতে UPSC তার লক্ষ্য। অপরদিকে হেরিটেজ স্কুলের দেবাংশ গর্গ পেয়েছেন ৯৯.৮ শতাংশ।
ISC- ICSE-তে বাংলার জোড়া সাফল্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়ে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন। যে সকল ছাত্র-ছাত্রী রি-চেক করাতে আগ্রহী পড়ুয়াদের স্কুলের মাধ্যমে সিআইএসসিই-র পোর্টালে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য পোর্টাল ৪ মে পর্যন্ত চালু থাকবে।