Advertisment

IIM Calcutta: যৌন হেনস্থার অভিযোগ, অপসারিত আইআইএম-সির ডিরেক্টর অধ্যাপক সহদেব সরকার

Sexual harassment complaint: অধ্যাপক সহদেব সরকারের অপসারণের ফলে তিনি তিন বছরের মধ্যে তৃতীয় আইআইএম ডিরেক্টর যিনি মেয়াদ শেষ হওয়ার আগে পদ থেকে সরে গেলেন।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
IIM Calcutta removed director-in-charge Sahadeb Sarkar sexual harassment complaint , যৌন হেনস্থার অভিযোগে আইআইএম-ক্যালকাটা-র ডিরেক্টর পদ থেকে অপসারিত অধ্যাপক সহদেব সরকার

IIM Calcutta: আইআইএম-সি কলকাতায় চাঞ্চল্য।

IIM Calcutta removed its director-in-charge: যৌন হেনস্থার অভিযোগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার-র (আইআইএম-সি) ডিরেক্টর-ইন-চার্জ পদ থেকে সহদেব সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জারি করা এক বিবৃতিতে আইআইএম-সি কর্তৃপক্ষ জানিয়েছে, অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (আইসিসি) সুপারিশের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে।

Advertisment

সহদেব সরকারকে সরানোর পর পরই আইআইএম-সি-র পরবর্তী ডিরেক্টর-ইন-চার্জ হিসাবে নিয়োগ করা হয়েছে ওই প্রতিষ্ঠানের সবচেয়ে সিনিয়র ফ্যাকাল্টি সদস্য অধ্যাপক শৈবাল চট্টোপাধ্যায়কে।

আরও পড়ুন- Suvendu Adhikari: রামমন্দিরের উদ্বোধনের দিনই কেন মমতার সংহতি মিছিল, হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

আইআইএম-সি-র তরফে জারি করা বিবৃতিতে উল্লেখ, 'প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা (প্রতিরোধ, নিষেধাজ্ঞা ও প্রতিকার) আইন, ২০১৩ (POSH ACT)-এর অধীনে তৎকালীনডিরেক্টর-ইন-চার্জ অধ্যাপক সহদেব সরকারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছে। অভ্যন্তরীণ অভিযোগ কমিটি নিশ্চিত করেছে যে, প্রাথমিকভাবে অভিযোগটি খতিয়ে দেখতে তদন্ত প্রয়োজন এবং তা বোর্ড অফ গভর্নরসকে (বিওজি) জানানো হয়েছিল।' এরপর তদন্তের 'নিরপেক্ষতা' নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। যাতে তদন্তটি আক্ষরিক অর্থেই ন্যায়বিচারের পক্ষে হয়।

এছাড়াও ওই বিবৃতিতে উল্লেখ রয়েছে, 'আইআইএম-সি বোর্ড অফ গভর্নর ৬ জানুয়ারি ২০২৪-এ একটি বিশেষ সভা করেছে এবং অভ্যন্তরীণ অভিযোগ কমিটির সুপারিশ গ্রহণ করেছে। সুপারিশে জানানো হয়েছে যে, অধ্যাপক সহদেব সরকার ডিরেক্টর-ইন-চার্জ পদে কাজ করতে পারবেন না। তাঁকে উল্লিখিত পদ এবং অন্য যেকোনও পদ থেকে সরিয়ে দিতে হবে।'

আরও পড়ুন- Saheb Chor: সাহেবরাও কম চোর নন! গ্রেফতার করেছেন বাঙালি গোয়েন্দা, শুনলে অবাক হবেন

অধ্যাপক সহদেব সরকারের অপসারণের ফলে তিনি তিন বছরের মধ্যে তৃতীয় আইআইএম ডিরেক্টর যিনি মেয়াদ শেষ হওয়ার আগে পদ থেকে সরে গেলেন।

এর আগে, উত্তম কুমার সরকার তাঁর পাঁচ বছরের মেয়াদের মাত্র দু'বছর দায়িত্ব পালন করতে পেরেছিলেন। ২০২৩ সালের অগাস্টে ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেছিলেন। তার আগে ২০২১ সালের মার্চ মাসে, তৎকালীন ডিরেক্টর অঞ্জু শেঠ তাঁর মেয়াদের চতুর্থ বছরে পদত্যাগ করেছিলেন।

West Bengal Sexual harassment IIM Calcutta
Advertisment