RG Kar Case: কলকাতার আরজিকর কাণ্ডের মধ্যেই এবার আইএমএ (ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন) মালদা শাখার সভাপতি ড. তাপস চক্রবর্তীকে অপসারিত করা হল। শনিবার রাতে মালদা শহরের মিশন রোড সংলগ্ন আইএমএ ভবনে চিকিৎসকদের চরম অসন্তোষের মুখে পড়তে হয় ড. তাপস চক্রবর্তীকে। এদিন রাতে ডাক্তারদের এই সংগঠনের একটি জরুরিকালীন সভা ডেকে সেখানেই সংশ্লিষ্ট সংগঠনের মালদা শাখার সভাপতিকেই অপসারিত করা হয়েছে। আর এই ঘটনায় চিকিৎসক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
সংশ্লিষ্ট সংগঠনের একটি সূত্র থেকে জানা গিয়েছে, কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধারের পরের দিনই ওই মেডিক্যাল কলেজে দেখা গিয়েছিল আইএমএ'র মালদা শাখা সংগঠনের সভাপতি ডাঃ তাপস চক্রবর্তীকে। আর এ নিয়েই মালদার চিকিৎসক মহলের ব্যাপক অসন্তোষ তৈরি হয়। সেই অসন্তোষের মধ্যেই ৭ সেপ্টেম্বর আইএমএ'র মালদা শাখা সংগঠনের সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেন ড. তপন হালদার। এরপরই তড়িঘড়ি ডাকা হয় বৈঠক। যদিও সহ-সভাপতি তপনবাবুর পদত্যাগ পত্র গ্রহণ করেনি আইএমএ সংগঠন। তারপরেই রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে বিভিন্ন প্রশ্ন তুলে দেওয়া হয় সংগঠনের মালদা শাখার সভাপতির বিরুদ্ধে। এরপরই অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
আইএমএ'র মালদা শাখা সংগঠনের একটি সূত্র থেকে জানা গিয়েছে, এদিন রাত আটটা নাগাদ মিশন রোড সংলগ্ন সংশ্লিষ্ট ভবনে চিকিৎসকদের বৈঠক শুরু হয়। আর সেই বৈঠক চলে গভীর রাত পর্যন্ত। বৈঠকের মাঝেই চিকিৎসকদের একটা বড় অংশ বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। সেই বৈঠকেই ডাঃ তপন হালদারের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ পত্র আরও উসকে দেয়। যদিও ওই চিকিৎসক স্বেচ্ছায় পদত্যাগ করার কথা তিনি সভাতেই জানিয়ে দেন।
সংশ্লিষ্ট সংগঠনের একটি সূত্র থেকে জানা গিয়েছে, গত ৮ আগস্ট আরজি কর মেডিক্যালস কলেজের চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয়। এরপরের দিন ৯ আগস্ট ওই মেডিক্যাল কলেজে দেখা যায় আইএমএ'র মালদা শাখা সংগঠনের সভাপতি ডাঃ তাপস চক্রবর্তীকে। যে ঘটনা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে। তারই মধ্যে চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যেই ওঁকে কেন আরজি কর মেডিক্যাল কলেজে দেখা গেল। তার কৈফিয়ত তিনি দিতে পারেননি বলে অভিযোগ। যদিও সংগঠনের পক্ষ থেকে এ প্রসঙ্গে সাংবাদিকদের খোলামেলা ভাবে কিছুই জানানো হয়নি। তবে চরম উত্তেজনা এবং তুমুল বাকবিতণ্ডার মধ্যেই আইএমএ'র মালদা শাখা সংগঠনের সভা শেষ হলেও তার আগেই সভাপতিকে অপসারিত করা হয়েছে।
আরও পড়ুন আগামীকালই সুপ্রিম শুনানি, তার আগে সন্দীপ ঘনিষ্ঠ তিন ডাক্তারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের
আইএমএ'র মালদা শাখা সংগঠনের সহ সভাপতি ডাঃ হিমাচল দাস বলেন, আপাতত ড. সায়ন্তন গুপ্তকে এই সংগঠনের মালদার শাখার সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পীযূষ কান্তি মণ্ডল সম্পাদক হিসেবে রয়েছেন। তাঁকে সাহায্য করবেন ড. নীলাদ্রি সাহা।