Advertisment

আগামীকালই সুপ্রিম শুনানি, তার আগে সন্দীপ ঘনিষ্ঠ তিন ডাক্তারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের

RG Kar Case: আগামীকালই সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডে দ্বিতীয় শুনানি। আজ রবিবার ফের রাত জাগবে বাংলা। তার আগে সন্দীপ ঘনিষ্ঠ তিন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে ও রঞ্জিত সাহার বিরুদ্ধে বউবাজার থানায় অভিযোগ দায়ের করল জুনিয়ার ডাক্তাররা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
FIR logged aganist sadip ghosh three subordinate

আগামীকালই সুপ্রিমে আরজি কর কাণ্ডের শুনানি।


RG Kar Case: আগামীকালই সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডে দ্বিতীয় শুনানি। আজ রবিবার ফের রাত জাগবে বাংলা। তার আগে সন্দীপ ঘনিষ্ঠ তিন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে ও রঞ্জিত সাহার বিরুদ্ধে বউবাজার থানায় অভিযোগ দায়ের করল জুনিয়ার ডাক্তাররা। তিন চিকিৎসকের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে ইমেলের মাধ্যমে তিন চিকিৎসকের নামে অভিযোগ জানানো হয়েছে।  

Advertisment

মডেলিংয়ের নামে তরুণীর শ্লীলতাহানি, আরজি কর কাণ্ডের মাঝে ভয়ঙ্কর অভিযোগে উত্তাল তিলোত্তমা

এর আগে প্রবল চাপের মুখে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে'কে সাসপেন্ড করা হয় স্বাস্থ্য ভবনের তরফে। আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দুই চিকিৎসকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। উল্লেখ্য ৯ অগাস্ট আরজি করে ২ চিকিৎসক উপস্থিত ছিলেন বলেও জানা গিয়েছে। এরপরই প্রবল চাপের মুখে দুই চিকিৎসককে সাসপেণ্ড করা হয়। আরজি কাণ্ডে সেমিনার হলের যে ভিডিও ভাইরাল হয়েছে তাতেও দেখা গিয়েছে দুই চিকিৎসককে এমনই অভিযোগ IMA-র রাজ্য শাখা। এনিয়ে কলকাতা পুলিশের দাবিতে কার্যত উড়িয়ে দেওয়া হয়েছে।

আগামীকাল সুপ্রিমে শুনানি

আগামীকালই সুপ্রিম শুনানি, তার আগে সন্দীপ ঘনিষ্ঠ তিন ডাক্তারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের

আগামীকাল আরজি কর ধর্ষণ ও খুনের এক মাস। আগামীকালই সুপ্রিমে আরজি কর কাণ্ডের শুনানি। তার আগে আজ ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। প্রতিবাদে গর্জে উঠেছে কোচবিহার থেকে কলকাতা। জেলায় জেলায় বিক্ষোভে সামিল হয়েছে একাধিক স্কুলের প্রাক্তনীরা। এদিকে আজ ধর্মতলায় চিকিৎসকদের মিছিলে যোগ দেবেন নির্যাতিতার মা-বাবা। ৫২ টি স্কুলের প্রাক্তনীরা রাসবিহারী অ্যাভিনিউ থেকে মিছিল শুরু করেছেন বিচারের দাবিতে। পাশাপাশি রঙ তুলিতে অভিনব প্রতিবাদ কুমোরটুলিতে। যোগ দিয়েছেন শিল্পী সনাতন দিন্দা। প্রত্যেকের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর।  

'এদের টিকিট দেওয়াই ঠিক নয়', জহর সরকারের ইস্তফায় বললেন সৌগত, কী মত কুণালের?

RG Kar Medical College sandip ghosh
Advertisment