/indian-express-bangla/media/media_files/2024/10/22/dlqqMjZDO4ip1tzJ8X3R.jpg)
ঘূর্ণিঝড় 'শক্তি' নিয়ে বিরাট আপডেট, কী জানালো আইএমডি? কবে, কোথায় ল্যান্ডফল?
cyclone shakti IMD updates: ধেয়ে আসছে অতি শাক্তিশালী 'ঘূর্ণিঝড় শক্তি'? একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে আর মাত্র কয়েকটা দিন, আছড়ে পড়বে শক্তিশালী 'ঘূর্ণিঝড় শক্তি'। এবার এই ঘূর্ণিঝড় নিয়ে 'লেটেস্ট' তথ্য দিয়েছে IMD। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় সংক্রান্ত সংবাদ একেবারে বিভ্রান্তিকর। এই ধরণের প্রতিবেদন নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত আবহাওয়া দফতর। IMD এক সরকারি বিবৃতিতে সংস্থা স্পষ্ট জানিয়েছে, আইএমডির তরফে এমন কোনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়াই হয়নি এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত 'ঘূর্ণিঝড় শক্তি'-র খবর সম্পূর্ণ ভিত্তিহীন।
'আগুনে গরমে' নাজেহাল কলকাতা, জেলায় জেলায় তীব্র অস্বস্তি! স্বস্তির বৃষ্টি নিয়ে বিরাট আপডেট
আইএমডি-র দাবি, ১৩ মে-র আবহাওয়া বুলেটিনে আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্তের উপস্থিতির কথা বলা হয়েছিল, ঘূর্ণিঝড়ের নয়। আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণাবর্ত (cyclonic circulation) ও ঘূর্ণিঝড় (cyclone) এক নয়। একটি ঘূর্ণাবর্ত বায়ুমণ্ডলের উপরের স্তরে ঘূর্ণায়মান নিম্নচাপের ক্ষেত্র, যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বা নাও পারে। আইএমডি অভিযোগ করেছে, কিছু সংবাদমাধ্যম অনুমান নির্ভর ও ভুল তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে এবং সংস্থার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলছে। পাশাপাশি আইএমডি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, বারবার এমন 'ভুল' প্রতিবেদন প্রকাশিত হলে সংবাদমাধ্যমকে আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান বন্ধ করতে বাধ্য হবে আবহাওয়া দফতর।
অত্যাধুনিক সামরিক অস্ত্রের দাপট, হাতে পায়ে ধরল পাকিস্তান, আকাশ থেকে মাটি কোন কোন ক্ষেপনাস্ত্রে কামাল দেখাল ভারত
আইএমডি-র সর্বশেষ বুলেটিন অনুযায়ী, পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহার অঞ্চলের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উপরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আগামী ১৫ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে। বিচ্ছিন্নভাবে একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের কিছু জেলায় বজ্রঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গে কালবৈশাখী, বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী কয়েক দিনের জন্য।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us