Kolkata Weather Today: ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি করল ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। শনিবার এক বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় প্রবল বৃষ্টিপাত হতে পারে। ওইসব এলাকায় জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা
দার্জিলিং এবং কোচবিহার সহ উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, “উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু এলাকায় হড়পা বানের সম্ভাবনাও রয়েছে"।
দক্ষিণবঙ্গে হালকা-মাঝারি বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে।
কলকাতায় দিনভর মেঘলা আকাশ এবং আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮°C এবং সর্বনিম্ন ২৬.৮°C। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৮১ শতাংশ। আজ রবিবার শহরের কিছু অংশে একাধিক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক দিন ধরে কলকাতায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৮ আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে।