Weather Update: বঙ্গোপসাগর ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি দীঘা পেরিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে বাংলায় মুহূর্তে বদলে যেতে আবহাওয়া। পুজোর আগে বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
আজ রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া বইতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি এলাকাতেও।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুসারে সোমবারের মধ্যে ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হবে। ফলে আজ বিকেলের পর থেকে আবহাওয়ার বিরাট বদল লক্ষ্য করা যাবে। আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে।
নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মাঝেই ফের আরেকটি নিম্নচাপের ভ্রুকুটি। যার জেরে ভাসতে পারে দক্ষিণ বঙ্গের একাধিক জেলা এমনই পূর্বাভাস আলিপুর হওয়া অফিসের।
বঙ্গে শেষ অধীর জমানা, প্রদেশ কংগ্রেস সভাপতি পদে এবার রাহুল ঘনিষ্ঠ শুভঙ্কর
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের কারণে এই অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। আলিপুর হওয়া অফিস জানিয়েছে, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ ও আগামীকাল।
কলকাতাতেও দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে ঝোড়ো হওয়াও বইতে পারে । দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
পুজোয় পাতে পড়বে পদ্মার রূপোলি শষ্য, চুটিয়ে হোক রসনাতৃপ্তি
কেমন থাকবে কলকাতার আবহাওয়া
আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী ১২ ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।