New Congress State President: বঙ্গ কংগ্রেসে বড়সড় রদবদল! শেষ হল অধীর জমানা। বাংলায় কংগ্রেসের নতুন সভাপতি পদে মনোনীত হয়েছেন রাহুল ঘনিষ্ঠ শুভঙ্কর সরকার।
বঙ্গে শেষ হল অধীর জমানা। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে মনোনীত হলেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার। এদিন কংগ্রেসের তরফে এক বিবৃতিতে বাংলায় নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করা হয়।
কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল এক বিবৃতিতে বাংলার নতুন কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করেছেন। পাশাপাশি এদিনের বিবৃতিতে দলের অধীরের অবদানের প্রশংসাও করা হয়।
'RG Kar করে দেব', সরকারি হাসপাতালে নার্সকে 'ভয়ঙ্কর' হুমকি! গ্রেফতার এক
উল্লেখ্য লোকসভা ভোটে অধীর গড়ে হারের পরই কংগ্রেসের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি। অবশেষে তাঁকে বাংলার দলের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় দলের তরফে। তাঁর জায়গায় বাংলায় কংগ্রেসের নতুন সভাপতি হলেন শুভঙ্কর সরকার যিনি রাহুল গান্ধীর অত্যন্ত আস্থাভাজন।
Hon'ble Congress President Shri @kharge has appointed Shri @subhankar_cong as the President of the West Bengal Pradesh Congress Committee with immediate effect.
— Congress (@INCIndia) September 21, 2024
The party appreciates the contributions of the outgoing PCC President Shri @adhirrcinc pic.twitter.com/XAUJ3xuAtV
শনিবার রাত্রে কংগ্রেসের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, শুভঙ্কর সরকারকে বাংলা প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত করা হচ্ছে। পাশাপাশি তাঁকে সর্বভারতীয় কংগ্রেস কমিটিতে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার এর আগে অরুণাচল প্রদেশ, মেঘালয় এবং মিজোরামে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (AICC) সেক্রেটারি হিসাবে তাঁর দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্ব পালন করার জন্য তাঁকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে দল।
মাঝ সমুদ্রে তুমুল ঝড়ের মুখে মৎসজীবীরা, উল্টে গেল ট্রলার, নিখোঁজ ৯, শোকের ছায়া
২৬- এর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাংলায় কংগ্রেসের শক্তি বাড়ানোর পাশাপাশি সংগঠনকে ঢেলে সাজানোর মত বিরাট চ্যালেঞ্জকে সামনে রয়েছে শুভঙ্করের কাঁধে । সেই সঙ্গে বিজেপি বিরোধীতায় তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে আগামী দিনে সম্পর্ক কোন দিকে গড়ায় সেদিকেই লক্ষ্য রাজনৈতিক মহলের।