/indian-express-bangla/media/media_files/2025/07/03/rain-2025-07-03-08-25-53.jpg)
Kolkata weather Update today: আজ কলকাতা শহরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
চলতি সপ্তাহ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টির এই দাপট চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঝড়-বৃষ্টি চললেও আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালের দিকে দক্ষিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে। দিনভর দফায় দাফায় সেই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ দক্ষিণবঙ্গের উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পূর্ব বর্ধমান ও পশ্চিমের বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূমের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে থাকবে ঝোড়ো হাওয়া দাপট।
চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র পালা করে ঝড় জল চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে মৌসুমী অক্ষরেখা প্রবলভাবে সক্রিয় থাকার জেরে ও ঝাড়খন্ডে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রভাব বাংলায় পড়ছে। তারই জেরে ভরা বর্ষায় এই টানা দুর্যোগ।
কলকাতার আবহাওয়ার খবর
আজ কলকাতা শহরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তিলোত্তমা মহানগরীতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আপাত শহর কলকাতার তাপমাত্রারও বিশেষ হেরফের হবে না।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আপাতত আগামী কয়েক দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কম।