Kolkata weather Update today:আজ তুমুল বৃষ্টির প্রবল সম্ভাবনা এই জেলাগুলিতে, সপ্তাহভর চলবে দুর্যোগ?

West Bengal monsoon forecast 3 July, 2025: মৌসুমী অক্ষরেখা প্রবলভাবে সক্রিয় রয়েছে সেই সঙ্গে ঝাড়খণ্ডে রয়েছে একটি নিম্নচাপ, তারই বড়সড় প্রভাব বাংলায়। সপ্তাহভর ঝড়-জলের পূর্বাভাস বাংলার জেলায়-জেলায়।

West Bengal monsoon forecast 3 July, 2025: মৌসুমী অক্ষরেখা প্রবলভাবে সক্রিয় রয়েছে সেই সঙ্গে ঝাড়খণ্ডে রয়েছে একটি নিম্নচাপ, তারই বড়সড় প্রভাব বাংলায়। সপ্তাহভর ঝড়-জলের পূর্বাভাস বাংলার জেলায়-জেলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata weather July 3, 2025,West Bengal monsoon forecast July 2025,Kolkata July weather rain temperature, Kolkata thunderstorm July forecast,Kolkata daily weather monsoon July 3,৩ জুলাই ২০২৫ কলকাতা আবহাওয়া, কোলকাতা বর্ষা পূর্বাভাস জুলাই,পশ্চিমবঙ্গ monsoon ২০২৫ তাপমাত্রা,কলকাতা ৩ জুলাই বজ্রসহ বৃষ্টি,কলকাতা দৈনিক আবহাওয়া জুলাই"

Kolkata weather Update today: আজ কলকাতা শহরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

চলতি সপ্তাহ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টির এই দাপট চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঝড়-বৃষ্টি চললেও আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে। 

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালের দিকে দক্ষিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে। দিনভর দফায় দাফায় সেই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ দক্ষিণবঙ্গের উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পূর্ব বর্ধমান ও পশ্চিমের বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূমের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে থাকবে ঝোড়ো হাওয়া দাপট।

চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র পালা করে ঝড় জল চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে মৌসুমী অক্ষরেখা প্রবলভাবে সক্রিয় থাকার জেরে ও ঝাড়খন্ডে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রভাব বাংলায় পড়ছে। তারই জেরে ভরা বর্ষায় এই টানা দুর্যোগ।

Advertisment

আরও পড়ুন- sexually assaults:হাঁটুর বয়সী ছাত্রকে শারীরিক সম্পর্কে বাধ্য করানোর অভিযোগ, শহরের নামজাদা স্কুলের শিক্ষিকা গ্রেফতার

কলকাতার আবহাওয়ার খবর 

আজ কলকাতা শহরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তিলোত্তমা মহানগরীতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আপাত শহর কলকাতার তাপমাত্রারও বিশেষ হেরফের হবে না।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আপাতত আগামী কয়েক দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কম।

weather Bengal Weather Forecast Kolkata Weather