/indian-express-bangla/media/media_files/2025/02/10/uKGR1V6nEMWHKmd8JkGz.jpg)
Bengal Weather Update: সপ্তাহ ঘুরতেই আবহাওয়ার ম্যাজিক বদল, জেলায় জেলায় বৃষ্টির দাপট বাংলা জুড়ে ।
IMD Weather Update Today February 16: দক্ষিণবঙ্গ থেকে প্রায় বিদায় নিয়েছে শীত। এর মাঝেই আবহাওয়ার বিরাট বদল। দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পুর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের জেলাগুলিতে থাকলেও উত্তরের জেলাগুলিতে এখনই বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তীব্র শীতের দাপট রয়েছে উত্তরের প্রায় সব জেলাতেই। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে তেমনটাই ইঙ্গিত।
আগামী সপ্তাহেই ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের একাধিক জেলায়। বুধবার থেকে শুক্রবারের মধ্যে বজ্র-বিদ্যুত সহ বৃষ্টির পুর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পুর্বাভাস না থাকলেও কুয়াশার দাপট অব্যাহত থাকবে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
উপচে পড়া ভিড়, মহাকুম্ভে যাওয়ার পথে বিরাট বিপর্যয়, নয়া দিল্লি স্টেশনে মৃত্যুমিছিল
রবিবার সকালে কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘন্টার তাপমাত্রায় বিরাট বদলের ইঙ্গিত নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। ২০ ফেব্রুয়ারির পর থেকে ফের পারদ চড়বে। উষ্ণ অনুভূতি ফিরতে শুরু করবে।
পারদ পতনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠাণ্ডার অনুভূতি বেড়েছে। আপাতত দিন কয়েক উত্তরবঙ্গের আবহাওয়ায় বিশেষ বদল চোখে পড়বে না। মোটের উপর মনোরম আবহাওয়া এখন উত্তরবঙ্গের জেলায়-জেলায়। তবে কুয়াশার দাপট আগামী ২৪ ঘন্টায় আরও বাড়বে।