Baruipur News: বারুইপুরের ভোটার তালিকায় মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির লোকেদের নাম, ভূতুড়ে কাণ্ডে তোলপাড়

Baruipur News: ভোটার তালিকার স্ক্রুটিনি করতে গিয়েই এমন ভূতুড়ে কাণ্ড টের পেয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। ভিনজেলার ভোটারদের নামও উঠে এসেছে তালিকায়।

author-image
Mina Mondal
আপডেট করা হয়েছে
New Update
VOTER LIST

প্রতীকী ছবি।

In Champahati of Baruipur the number of voters has increased by 3-4 thousand in just one year: মহারাষ্ট্র ও দিল্লির ভোটে অস্বাভাবিক হারে ভোটার সংখ্যা বৃদ্ধি নিয়ে বেশ কিছু 'তথ্য' সহ বিস্তর অভিযোগ এনেছে বিরোধীরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করেছেন প্রকৃতদের বাদ দিয়ে বহিরাগতদের নাম ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। এই আবহেই বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকার স্ক্রুটিনি করতে গিয়ে বেরিয়ে এসেছে ভুতুড়ে কাণ্ড। মালদহ, মুর্শিদাবাদ, শিলিগুড়ির লোকজনের নাম উঠে এসেছে ভোটার তালিকায়। 

Advertisment

এবার ভুয়ো ভোটার দক্ষিণ ২৪ পরগনাতেও? চম্পাহাটি এলাকায় এমনই অভিযেগা সামনে আসতেই বিতর্কের ঝড় উঠেছে। ভোটার তালিকার স্ক্রুটিনি করতে গিয়ে দেখা গিয়েছে একই ফোন নম্বর যুক্ত রয়েছে চার-পাঁচজনের নামে, যার খোঁজ করতে গিয়ে বিস্মিত হয়েছেন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সদস্যরা। 

গত লোকসভা নির্বাচনে এই পঞ্চায়েত এলাকার ভোটার সংখ্যা ছিল সাড়ে ১৮ হাজার থেকে ১৯ হাজার। চলতি বছরের জানুয়ারি মাসে ভোটার তালিকা প্রকাশিত হয়। তাতে দেখা গিয়েছে ভোটার বেড়ে হয়ে গিয়েছে ২২ হাজার ৪০০। এরপর স্ক্রুটিনি করতে গিয়ে ভুতুড়ে কাণ্ড সামনে এসেছে। পঞ্চায়েতের ২২টি সংসদের মধ্যে কোনও বুথে বেড়ে গিয়েছে ২০০ ভোটার। আবার কোনও বুথে বেড়েছে ৩০০ ভোটার। 

আরও পড়ুন- West Bengal News Live:বাংলাদেশ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচারের চেষ্টা, BSF-এর জালে ১

Advertisment

ভোটার তালিকা ধরে স্ক্রুটিনি করতে গিয়ে দেখা গিয়েছে পঞ্চায়েতের ৪১ নম্বর বুথে গত লোকসভা ভোটে ভোটার সংখ্য্যা ছিল ১০৫৩ জন। এবার তা অস্বাভাবিক বেড়ে গিয়ে ১৩৫৭ জন হয়েছে।যাঁদের এলাকায় কোনও অস্তিত্ব নেই। এদের কারুর বয়স ৬৬ বছর, কারর বা ৬০ বছর বয়স। 

South 24 Pgs Bengali News Today Voter news in west bengal news of west bengal