West Bengal News Highlights: দুমড়ে মুচড়ে গেল যাত্রী বোঝাই বাস, চিৎকার, আর্তনাদ...! ভয়াবহ দুর্ঘটনার বলি কমপক্ষে ৪, আহত বহু

West Bengal News Updates Today 22 Feb, 2025:পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
minakha bus accident

দুমড়ে মুচড়ে গেল যাত্রী বোঝাই বাস, চিৎকার, আর্তনাদ...! ভয়াবহ দুর্ঘটনার বলি কমপক্ষে ৪

Latest West Bengal News Updates: ভয়াবহ বাস দুর্ঘটনার বলি ৪। হুড়মুড়িয়ে চায়ের দোকানে ঢুকে পড়ল বরযাত্রী বোঝাই বাস। বাসন্তী হাইওয়েতে এই ভয়াবহ দুর্ঘটনায় চরম চাঞ্চল্য। জানা গিয়েছে বরযাত্রী বোঝাই বাস মালঞ্চের দিক থেকে মিনাখাঁর দিকে আসছিল। একটি বাইককে বাঁচাতে গিয়ে রাস্তার ধারে একটি চায়ের দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে বাসটি। দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাঁদের সকলকে কলকাতার বিভিন্ন হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কার্যে এগিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন মিনাখাঁ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কমপক্ষে ২০-২২ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার জেরে বাসটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে আহতদের উদ্ধার করতে গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে। আহতদের মধ্যে অনেকযাত্রীকেই কলকাতার একাধিক হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। 

Advertisment

বিরাট দুর্ঘটনা থেকে রক্ষা নিউ জলপাইগুড়ি- চেন্নাই সুপার ফাস্ট  এক্সপ্রেস। ওড়িশার সাবিরা হল্ট স্টেশনের কাছে খুলে গেল ইঞ্জিনের নিচ থেকে খুলে যায় ব্যাটারি। যার ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। চূড়ান্ত দুর্ভোগের মুখে যাত্রীরা। ঘটনার জেরে প্রায় ২ ঘন্টা ওড়িশার সাবিরা হল্ট স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। এই ঘটনা ফের রেলের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই খবর। 

প্রয়াগরাজে যাওয়ার পথে আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা। মহাকুম্ভের উদ্দেশে যাওয়ার পথে ধানবাদের রাজগঞ্জ এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু এরাজ্যের ৪ পুণ্যার্থীর। জানা গিয়েছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে পুণ্যার্থীদের গাড়ি। তারই জেরে ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটে। গাড়িতে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় গুরুতর জখম আরও কয়েকজন পুণ্যার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় মৃতরা পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

সবকিছু ঠিকঠাক চললে আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা। বাংলাদেশের জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে চলেছে নতুন এই রাজনৈতিক দল। তবে অনেকেই বলছেন এই নতুন দল তৈরির নেপথ্যে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বাংলাদেশের সংবাদমাধ্য প্রথম আলোয়'য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সেদেশের নতুন এই দলে 'সমঝোতা'র ভিত্তিতে রাজনৈতিক শীর্ষ পদে ৪ জনের বদলে ৬ জনকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisment

 

  • Feb 22, 2025 18:09 IST

    West Bengal News Live: বিরাট দুর্ঘটনা থেকে রক্ষা নিউ জলপাইগুড়ি-চেন্নাই সুপার ফাস্ট এক্সপ্রেস

    বিরাট দুর্ঘটনা থেকে রক্ষা নিউ জলপাইগুড়ি- চেন্নাই সুপার ফাস্ট  এক্সপ্রেস। ওড়িশার সাবিরা হল্ট স্টেশনের কাছে খুলে গেল ইঞ্জিনের নিচ থেকে খুলে যায় ব্যাটারি। যার ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। চূড়ান্ত দুর্ভোগের মুখে যাত্রীরা। ঘটনার জেরে প্রায় ২ ঘন্টা ওড়িশার সাবিরা হল্ট স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। এই ঘটনা ফের রেলের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই খবর। 



  • Feb 22, 2025 17:56 IST

    West Bengal News Live: 'ডি কোম্পানি'র নামে তোলা চেয়ে ফোন কাণ্ডে গ্রেফতার এক

    'ডি কোম্পানি'র নামে তোলা চেয়ে ফোন, না দিলে খুনের হুমকি। অবশেষে মালদা জেলার দাপুটে তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর ফোনে হুমকি দেওয়ার ঘটনায় কালিয়াচক থেকে 'মাস্টারমাইন্ড'কে  গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই একজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে অভিযুক্তের নাম শেখ সাহাদাত। পাশাপাশি এই ঘটনায় আরও চার জনকে আটক করেছে পুলিশ। তাদের ভুমিকাও খতিয়ে দেখা হচ্ছে। প্যানিক সৃষ্টি করে তৃণমূলকে দমিয়ে রাখার চেষ্টায় এই ধরণের কাজ করছেন দুষ্কৃতীরা। মন্তব্য কৃষ্ণেন্দুনারায়ণের। 



  • Feb 22, 2025 17:46 IST

    West Bengal News Live: রাজ্যে ফের ভুতুড়ে ভোটার

    রাজ্যে ফের হদিস ভুতুড়ে ভোটারের। একই ফোন নম্বরের সঙ্গে যুক্ত ৪-৫ জন ভোটার। বারুইপুরের তালিকায় শিলিগুড়ি, মালদার ভোটার। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকায় স্ক্রুটিনি পর্বে সামনে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। যাকে ঘিরে প্রশাসনের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। লোকসভা ভোটের পর গত কয়েক মাসে ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় চার হাজার। গোটা বিষয়টি নিয়ে বারুইপুর মহকুমা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। যদিও গোটা ঘটনায় শাসকদলের দিকেই আঙ্গুল তুলেছে সিপিএম, বিজেপি। যদিও শাসকের তৃণমূল গোটা বিষয়ে বিজেপিকেই দুষেছে। 



  • Feb 22, 2025 15:56 IST

    West Bengal News Live: মহাকুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত বাংলার ৬ পুণ্যার্থী

    প্রয়াগরাজে যাওয়ার পথে আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা। মহাকুম্ভের উদ্দেশে যাওয়ার পথে ধানবাদের ডালুডিহিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু এরাজ্যের ৬ পুণ্যার্থীর। জানা গিয়েছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে পুণ্যার্থীদের গাড়ি। তারই জেরে ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটে। গাড়িতে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজন হুগলি জেলার বাসিন্দা। দুর্ঘটনায় আহত কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন।



  • Feb 22, 2025 15:43 IST

    West Bengal News Live: লুঠের রূপো উদ্ধার, ধৃত ১

    কলকাতার বড়বাজার থেকে বাসে ফিরছিলেন এক ব্যক্তি, তাঁর সঙ্গে ছিল একটি ব্যাগ। ওই ব্যাগেই সাড়ে ৬ কেজি রূপো ছিল। হঠাৎই বাসে উঠে কয়েকজন নিজেদের পুলিশ পরিচয় দেয়। তারা ওই ব্যক্তিকে জানায় যে তাঁর কাছে থাকা ব্যাগে অবৈধ রূপো রয়েছে। মুহূর্তের মধ্যে ওই ব্যক্তির সঙ্গে থাকা রূপোর ব্যাগটি ছিনিয়ে নিয়ে তারা বাস থেকে নেমে যায়। পরে লেক টাউন থানায় গোটা ঘটনা জানান ওই ব্যক্তি। তদন্তে নেমে একে একে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। সেই সঙ্গে লুঠের রূপোও উদ্ধার করা হয়েছে। 



  • Feb 22, 2025 15:18 IST

    West Bengal News Live: 'ডি কোম্পানি'র নামে হুমকি ফোনে ধৃত ১

    মালদহের ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোনে হুমকির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ইংরেজবাজারের নিউ যদুপুরের কমলা বাড়ির বাসিন্দা সাহাদাত শেখকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, 'ডি কোম্পানি'র ভুয়ো পরিচয় ব্যবহার করে কৃষ্ণেন্দুকে ফোনে হুমকি দেয় সাহাদাত। ঘটনায় আরও চার জনকে পুলিশ আটক করেছে। এর মধ্যে বিহারেরও একজন রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে কৃষ্ণেন্দু নারায়ণকে ফোন করার জন্য কলকাতায় গিয়েছিল এই ধৃত যুবক। সেখান থেকে ফোন করে আবার সে মালদায় ফিরে আসে। জমির ব্যাবসায় লোকসান হয় সাহাদাতের। এই পরিস্থিতিতে দ্রুত টাকা পেতে এমন ছক কষেছিল সাহাদাত।



  • Feb 22, 2025 14:43 IST

    West Bengal News Live:গোপনাঙ্গে সোনা লুকিয়ে পাচারের চেষ্টা

    গোপনাঙ্গে সোনা লুকিয়ে পাচারের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল BSF। পেট্রাপোল বন্দরে ওই ব্যক্তিকে গ্রেফতার করে কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা। বিএসএফ সূত্রে খবর, ওই ব্যক্তির কাছ থেকে প্রায় এক কোটি টাকার সোনার বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্ত হওয়া ওই সোনা কলকাতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতের। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে থেকে আসা ওই ভারতীয়কে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হলে তার শরীরে ধাতব বস্তুর উপস্থিতি লক্ষ্য করা যায়। তার কথায় অসঙ্গতি মেলে। এরপরেই বাজেয়াপ্ত হয় প্রায় এক কোটি টাকার সোনা।



  • Feb 22, 2025 13:52 IST

    West Bengal News Live:আত্মঘাতী যুগল

    সাতসকালে উদ্ধার হল যুগলের মৃতদেহ। বীরভূমের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একটি গাছে একসঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে ওই যুগল। প্রাথমিক তদন্তে এমনই অনুমান পুলিশের। তবে যুবকের মৃতদেহটি পড়েছিল গাছের নিচে মাটিতে। পুলিশের অনুমান, যুবকের ওজনের ভারেই দড়ি ছিঁড়ে এই পরিস্থিতি হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলছে পুলিশ।

    বিস্তারিত পড়ুন- West Bengal News Live:আবারও উত্তপ্ত বীরভূম, কাঁকড়তলায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুন, নিশানায় শাসকদলেরই অপর গোষ্ঠী



  • Feb 22, 2025 13:02 IST

    West Bengal News Live:পোর্টালের মাধ্যমেই অনলাইনে স্নাতকস্তরের পড়ুয়া ভর্তি

    আসন্ন নয়া শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমেই অনলাইনে স্নাতকস্তরের পড়ুয়া ভর্তি নেওয়ার ব্যাপারে উদ্যোগ শুরু করে দিয়েছে উচ্চশিক্ষা দফতর। বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন উচ্চশিক্ষা দফতরের আধিকারিকরা। গোটা প্রক্রিয়া পরিচালনা নিয়ে বিস্তারিত কথা হয়েছে তাঁদের। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর পরপরই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে পড়ুয়া ভর্তি নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।



  • Feb 22, 2025 12:54 IST

    West Bengal News Live:লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে গ্রেফতার অভিযুক্ত

    নিজেকে কেন্দ্রীয় সরকারের এক পদস্থ আধিকারিক বলে পরিচয় দিয়েছিলেন নিউ টাউনের এক বাসিন্দা। সৌরভ কুমার নামে ওই ব্যক্তির ফ্ল্যাটেই পরিচারিকার কাজ করতেন যাত্রাগাছির দিপালী মণ্ডল। দিপালীর স্বামী বিশেষ চাহিদা সম্পন্ন। তাঁকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সৌরভের বিরুদ্ধে। শেষমেশ নিউটউন থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত দীপালি মণ্ডল নামে ওই মহিলা। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে।

    বিস্তারিত পড়ুন- New Town Incident: পরিচারিকার স্বামীকে সরকারি চাকরির 'টোপ', লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে গ্রেফতার অভিযুক্ত



  • Feb 22, 2025 12:22 IST

    West Bengal News Live:মাধ্যমিক শেষেই বই-খাতা ছিঁড়ে 'সেলিব্রেশন'

    পড়ুয়া জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক (Madhyamik)। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর পড়ুয়াদের উচ্ছ্বাস-উদ্দীপনার বিষয়টি নতুন ঘটনা নয়। তবে এবারের মাধ্যমিক শেষে শহর কলকাতার পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় একাংশের পড়ুয়ারা যেভাবে সেলিব্রেশনে মাতলেন তাতে অবাক হয়েছেন অনেকেই। মাধ্যমিক পরীক্ষা শেষের পর বই-খাতা ছিঁড়ে কুচি কুচি করে রাস্তায় উড়িয়ে চলে সেলিব্রেশন। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে এমনই বেশ কিছু ভিডিও। যা দেখে শিক্ষানুরাগী মানুষজন বেশ উদ্বিগ্ন। পড়ুয়াদের একাংশের এই ধরনের মানসিকতার পিছনে সোশ্যাল মিডিয়াকে দায়ী করছেন শিক্ষক-শিক্ষিকাদের কেউ কেউ।

    বিস্তারিত পড়ুন- Madhyamik 2025: মাধ্যমিক শেষেই বই-খাতা ছিঁড়ে 'সেলিব্রেশন', পড়ুয়াদের মানসিকতায় উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষিকারাও



  • Feb 22, 2025 11:14 IST

    West Bengal News Live: ট্যাংরা-কাণ্ডে রহস্য যেন কিছুতেই কাটছে না

    ট্যাংরা-কাণ্ডে রহস্য যেন কিছুতেই কাটছে না। দে বাড়ি থেকে তিন মহিলার দেহ উদ্ধারের পর তিনদিন কেটে গেলেও এখনও নিশ্চিতভাবে কোনও তথ্যই সামনে আনতে পারেনি পুলিশ। দে বাড়ির দুই স্ত্রীর হাতের শিরা কেটে কে খুন করল তা এখনও স্পষ্ট হয়নি তদন্তকারীদের কাছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন দুই ভাইয়ের কথায় একাধিক অসঙ্গতি রয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন। এই গোটা ঘটনা রীতিমতো পরিকল্পনা করেই ঘটানো হয় বলে মনে করছেন তদন্তকারীরা।



  • Feb 22, 2025 11:04 IST

    West Bengal News Live: ইতিহাস গড়ার লক্ষ্যে এগোলেন পাঁচ বাঙালি

    শেরপা ছাড়াই এবার পর্বত অভিযানে সোনারপুর 'আরোহী'র ৫ সদস্যের পর্বতারোহী দল। সফলভাবে এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা আরোহনকারী বাংলার বিশিষ্ট পর্বতারোহী রুদ্রপ্রসাদ হালদারের নেতৃত্বে ২২ ফেব্রুয়ারি সকালে রওনা দেওয়ার কথা এই দলটির। তাঁদের লক্ষ্য হিমাচল প্রদেশের ৬০৩০ মিটারের সিনকুন সাউথ। পূর্বা এক্সপ্রেসে হাওড়া থেকে রওনা দেবেন তাঁরা। দিল্লি থেকে বাসে ২৪ তারিখ মানালি পৌঁছোবে পর্বতারোহীদের এই দলটি। মানালি থেকে কেলং পৌঁছে প্রয়োজনীয় কাজ সেরে ছিকা গ্রামে ২ দিন রাত কাটাবেন তাঁরা। ভূপৃষ্ঠ থেকে ১২ হাজার ফুট উচ্চতায় রয়েছে এই গ্রামটি। 

    বিস্তারিত পড়ুন- mountain climbing: পর্বতারোহনে নয়া ইতিহাস গড়ার লক্ষ্যে এগোলেন পাঁচ বাঙালি, কঠিন অভিযানে শেরপা ছাড়াই রওনা



  • Feb 22, 2025 10:38 IST

    West Bengal News Live: ভূতুড়ে ভোটার লিস্ট!

    মহারাষ্ট্র ও দিল্লির ভোটে অস্বাভাবিক হারে ভোটার সংখ্যা বৃদ্ধি নিয়ে বেশ কিছু 'তথ্য' সহ বিস্তর অভিযোগ এনেছে বিরোধীরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করেছেন প্রকৃতদের বাদ দিয়ে বহিরাগতদের নাম ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। এই আবহেই বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকার স্ক্রুটিনি করতে গিয়ে বেরিয়ে এসেছে ভুতুড়ে কাণ্ড। মালদহ, মুর্শিদাবাদ, শিলিগুড়ির লোকজনের নাম উঠে এসেছে ভোটার তালিকায়। 

    বিস্তারিত পড়ুন- Baruipur News: মাত্র এক বছরেই ভোটার বেড়েছে ৩-৪ হাজার, ভূতুড়ে কাণ্ডে তোলপাড় বারুইপুরের চম্পাহাটিতে



  • Feb 22, 2025 10:16 IST

    West Bengal News Live: গ্রামের সরকারি স্কুলে দুরন্ত উদ্যোগ

    সরকারি স্কুলে এ এক অভিনব কর্মযজ্ঞ! স্কুল কর্তৃপক্ষের এমন তৎপরতায় দারুণ খুশি কচিকাঁচারা। এমন উদ্যোগে খুশি অভিভাবকরাও। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হুগলির একটি সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের জন্য এমন ব্যতিক্রমী তৎপরতা নিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। প্রজেক্টর আনা হয়েছিল স্কুলে। সেই প্রজেক্টরের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব বোঝানো হল কচিকাঁচাদের। 

    বিস্তারিত পড়ুন- Hooghly News: গ্রামের সরকারি স্কুলে দুরন্ত উদ্যোগ, কর্তৃপক্ষের এমন তৎপরতায় উচ্ছ্বসিত পড়ুয়ারা



  • Feb 22, 2025 08:53 IST

    West Bengal News Live: প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা জেলায়-জেলায়

    টানা দু'দিন পরপর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায়-দফায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস হাওয়া অফিসের। শুধু দক্ষিণবঙ্গেই নয়, দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today:টানা দু'দিন তুমুল দুর্যোগ বাংলায়, প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা জেলায়-জেলায়



Bangladesh West Bengal Bengali News Bangla News Bengali News Today Tangra Body Recover news in west bengal news of west bengal