Advertisment

ICSE দশমে দেশের সেরা বর্ধমানের সম্বিত, মজার ছলে পড়াশোনাতেই সাফল্য

নিজেই রুটিন তৈরি করে প্রতিদিন নিয়মমাফিক ৮ ঘণ্টা লেখাপড়া করেছে।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Sambit Of Burdwan

সম্বিত মুখোপাধ্যায় ও তার স্কুল

পড়াশুনাকে মজা হিসাবে নিয়েই সর্বভারতীয় আইসিএসই (ISCE) বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল সম্বিত মুখোপাধ্যায়। সম্বিতের এই সাফল্যে গর্বিত বাংলা। এই কৃতী ছাত্রের বাড়ি বর্ধমান শহরের পার্কাস রোড এলাকায়। যদিও এখন তাঁরা রয়েছে কলকাতার লেকটাউনের বাড়িতে। বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত ৯০০ নম্বরের পরীক্ষায় ৮৯২ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে। মেধাবী ছাত্র সম্বিত দক্ষ সফটওয়ার ইঞ্জিনিয়ার হতে চায়।

Advertisment

রেজাল্ট বের হবার পর সম্বিতের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে সে জানিয়েছে, 'পড়াশুনাটাকে আমি বরাবর মজা হিসেবেই নিয়েছি। কখনও চাপ হিসেবে নয়। তাই নিজের পড়াশুনার জন্য নিজেই একটা রুটিন তৈরি করে ফেলেছিলাম। সেই রুটিন মেনে নিয়মিত ৭-৮ ঘণ্টা পড়তাম। পরীক্ষার সময় এগিয়ে আসলে আরও একটু বেশি সময় পড়তাম।'

'সেলফ স্টাডি' তাঁর কাছে ছিল বেশি গুরুত্বপূর্ণ। নিজের তৈরি করা রুটিনমাফিক পড়াশুনা করেই মোট ৯০০ নম্বরের পরীক্ষায় ইংরেজিতে ৯৯, বাংলায় ৯৫, ইতিহাস ও সিবিক্সে ১০০, ভূগোলে ৯৯, অংকে ১০০, ফিজিক্সে ৯৯, কেমিস্ট্রিতে ১০০, বায়োলজিতে ১০০ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১০০ নম্বর পেয়েছে বলে সম্বিত জানিয়েছে। তাঁর পাখির চোখ আইআইটিতে ভর্তির সুযোগ পাওয়া। ভবিষ্যতে সে একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়। এই ফল তাঁকে সামনের বড় পরীক্ষাগুলোয় আরও বেশি ভালো ফল করার প্রেরণা জোগাবে বলেই সম্বিত জানিয়েছে।

আরও পড়ুন- গোটাটাই ছিল জাল নথি! তা দেখিয়েই স্কুলে চাকরি, শেষমেশ হাতে হাতকড়া শিক্ষিকার

পড়াশুনা অনলাইন না অফলাইন বেশি পছন্দের? এই প্রশ্নের উত্তরে সম্বিতের স্পষ্ট জবাব, 'কেউ যদি সত্যিকারের পড়াশুনা করতে চায়, তাতে অনলাইন বা অফ লাইন কোনও ফারাক হতে পারে না। তবে টিচারের সামনে বসে পড়াশুনা করার একটা আলাদা তৎপর্য রয়েছে।' গিটার বাজানো, ছবি আঁকা আর দাবা খেলা তাঁর শখের বিষয়। আউটডোর গেমের প্রতি ঝোঁক না-থাকলেও ক্রিকেট খেলা দেখতে সম্বিত ভালোবাসে বলেই জানিয়েছে। সম্বিতের কথায়, ক্লাস থ্রি থেকেই সে প্রথম হয়ে আসছে। দেশের সেরা হওয়ার জন্য বাবা-মা, স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং প্রাইভেট শিক্ষকের প্রতিও সম্বিত কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।

আইসিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হওয়া সম্বিত মুখোপাধ্যায়ের বাবা-মাও রীতিমতো উচ্চশিক্ষিত। সম্বিতের বাবা মনোজ মুখোপাধ্যায় একজন রসায়ন বিজ্ঞানী। মা সুতপা মুখোপাধ্যায় দেবীপুর স্টেশন গার্লস হাইস্কুলের শিক্ষিকা।

ICSE result student
Advertisment