Lok Sabha Election 2024: রাত পেরোলেই প্রথম দফার লোকসভার নির্বাচন (Lok Sabha Election 2024)। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে প্রথম দফার নির্বাচনে অংশ নিতে চলেছেন মোট ৩৭ জন প্রার্থী। তার মধ্যে আলিপুরদুয়ারে ১১ জন, কোচবিহারে ১৪ ও জলপাইগুড়িতে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রার্থীদের মধ্যে বিত্তশালী কারা? কাদের সম্পদের পরিমাণ তলানিতে? প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার হালই বা কি? কমিশনে হলফনামা অনুযায়ী সম্পদ ও বার্ষিক আয়ের ক্ষেত্রে প্রথম তিন স্থানেই অন্যদের টেক্কা দিয়েছেন তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থীরা।
প্রথম দফার নির্বাচনের প্রার্থীদের তালিকা বিশ্লেষণ করে প্রথম ৩ বিত্তবানের নাম প্রকাশ করেছে এডিআর (ADR)। এদের মধ্যে একজন সিপিএম প্রার্থী অপর দু'জন তৃণমূল কংগ্রেসের। এই তালিকার প্রথম দুইয়ে আছেন জলপাইগুড়ির দুজন প্রার্থী। তারপরে রয়েছেন কোচবিহারের এক প্রার্থী। আলিপুরদুয়ারের কোনও প্রার্থী বিত্তবান হিসাবে প্রথম তিনের তালিকায় স্থান পাননি।
জলপাইগুড়ির সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন বিত্তবানের তালিকায় প্রথম স্থানে আছেন। তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ ৩ কোটি ২৯ লক্ষ ৮৯ হাজার ৪৬৮ টাকা। তারপরেই আছেন কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া (Jagadish Chandra Barma Basunia)। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২২ লক্ষ ৫৭ হাজার ৬৩৮ টাকা। তৃতীয় স্থানে থাকা জলপাইগড়ির তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের অস্থাবর সম্পত্তি আছে ৯৯ লক্ষ ২৮ হাজার ৪০১ টাকা।
আরও পড়ুন- Premium: ব্যবধান প্রায় আড়াই লক্ষের! ভাড়াটে সৈন্য নিয়ে আলিপুরদুয়ারে পদ্মকাঁটা উপড়াতে পারবে তৃণমূল?
জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার স্থাবর সম্পত্তির পরিমাণ ২,৬৯,০৭,৬৩৮ কোটি, দেবরাজ বর্মনের ৬০ লক্ষ টাকা, নির্মলচন্দ্র রায়ের ১,০৮,২০,০০০ টাকা। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী মোট সম্পদের পরিমাণে এগিয়ে আছেন জলপাইগুড়ির সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন (Debraj Barman)।
এদিকে কম সম্পদ রয়েছে এমন প্রথম তিনের তালিকায় দুজন প্রার্থী আলিপুরদুয়ারের (Alipurduar)। তৃতীয় স্থানে জলপাইগুড়ির নির্দল প্রার্থী শিপ্রা রায় হাকিম। আলিপুরদুয়ারের SUCI প্রার্থী চন্দন ওরাঁওয়ের অস্থাবর সম্পত্তি আছে ১২,১১৭ টাকার। কোনও স্থাবর সম্পত্তি নেই। এই কেন্দ্রের কিষাণ মজদুর সংঘর্ষ পার্টির প্রার্থী রাহুল মারকের অস্থাবর সম্পত্তি রয়েছে ৭৩,৫৩৫ টাকার, শিপ্রা রায় হাকিমের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮৭,৬৫৭ টাকা। রাহুল মারক ও শিপ্রা রায় হাকিমের কোনও স্থাবর সম্পত্তি নেই।
প্রার্থীদের নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী ADR-এর বিশ্লেষিত রিপোর্ট মোতাবেক আয়কর রিটার্নে ঘোষিত ৩ উচ্চ আয়ের প্রার্থীর নামের তালিকায় দু'জন বাম দলের প্রার্থী ও একজন তৃণমূলের প্রার্থী আছেন। আলিপুরদুয়ারের RSP প্রার্থী মিলি ওরাঁওয়ের ২০২২-২৩ আর্থিক বছরে আয় ৬৬,০৭,৮২৭ টাকা। ২০২২-২৩ আর্থিক বছর অনুযায়ী জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের ৩৭,২০,৪১০ টাকা ও জলপাইগুড়ির সিপিএম প্রার্থী দেবরাজ বর্মনের ২৪,৮৭,৭৫০ টাকা। এক্ষেত্রে পরিবারের মোট আয় ধরা হয়ছে।
জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহার (Cooch Behar) ও আলিপুরদুয়ারের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও বিশ্লেষণ করেছে এডিআর। ১৬ জন প্রার্থী অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পাস। ২০ জনের স্নাতক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা। ৩৭ জন প্রার্থী মধ্যে শুধু স্বাক্ষর রয়েছেন একজন প্রার্থী। অষ্টম শ্রেণি উত্তীর্ণ ২ জন, মাধ্যমিক পাশ ৭ জন, উচ্চমাধ্যমিক পাশ ৭ জন, স্নাতক ৫, স্নাতক পেশাদার ৫, স্নাতকোত্তর ৭ জন, ডক্টরেট ৩।