/indian-express-bangla/media/media_files/2025/09/09/nepal-2025-09-09-10-19-28.jpg)
Nepal youth protest: সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে অসান্তির আগুন জ্বলে ওঠে নেপালে।
Nepal youth protest: নেপালে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ এবং ১৯ জনের নিহত হওয়ার পর সরকার সোশ্যাল মিডিয়া সাইটগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর আগে নেপাল সরকার বিভ্রান্তিমূলক তথ্য এবং ঘৃণামূলক বক্তব্য মোকাবিলা করতেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, instagram, ইউটিউব-সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছিল। তবে সরকারের সেই সিদ্ধান্তে দাবানলের মতো অশান্তি ছড়িয়ে পড়ে দেশজুড়ে। রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হন হাজার-হাজার তরুণ-তরুণী। তার মোকাবিলায় গুলি চালাতে বাধ্য হয় সেনা-পুলিশ। সেই ঘটনাতেই মৃত্যুমিছিল দেখে দেশ, বহু মানুষ আহত হয়েছেন।
সংবাদ সংস্থা PTI জানিয়েছে, নেপাল সরকার মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে। পূর্ববর্তী আদেশ প্রত্যাহারের কয়েক ঘন্টা পরেই বিধিনিষেধ পুনর্বহাল করা হয়েছে। কাঠমান্ডু জেলা প্রশাসন অফিস সকাল ৮:৩০ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ আদেশ জারি করেছে।
আরও পড়ুন- Jamalpur News: হঠাৎ হানায় হকচকিয়ে ব্যবসায়ী! দিলেন মোটা টাকা জরিমানাও, বিষয়টি খোলসা হতেই মাথায় হাত!
কাঠমান্ডুর প্রধান জেলা কর্মকর্তার জারি করা নোটিশে বলা হয়েছে, "কারফিউ চলাকালীন মানুষের চলাচল, কোনও ধরণের সমাবেশ, বিক্ষোভ, প্রতিবাদ, সভা এবং অবস্থান কর্মসূচি অনুমোদিত হবে না।" তবে, অ্যাম্বুলেন্স, দমকল, স্বাস্থ্যকর্মী, পর্যটক, মিডিয়া কর্মী এবং বিমান ভ্রমণকারীদের বহনকারী যানবাহন সহ জরুরি পরিষেবাগুলিকে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করার অনুমতি দেওয়া হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নেপাল সরকার সোমবারই দেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। যার ফলে কমপক্ষে ১৯ জন নিহত এবং ৪০০ জনেরও বেশি আহত হয়েছে। কাঠমান্ডুতে বিক্ষোভ শুরু হয়। ২৬ বছরের কম বয়সী তরুণরা - যাদেরকে জেনারেল-জেড বলা হয় - নতুন বানেশ্বরে রাস্তায় নেমে নিষেধাজ্ঞা এবং সরকারি দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। সীমান্ত জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ার সাথে সাথে, ভারতীয় নিরাপত্তা বাহিনী ১,৭৫১ কিলোমিটার দীর্ঘ ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে, কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুসারে।
আরও পড়ুন-West Bengal news live Updates: পুজোর মুখে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, থাকতে পারে বড় চমক?
সরকার জানিয়েছে যে ভুয়া আইডি ব্যবহার করে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ঘৃণামূলক বক্তব্য এবং ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতারণা এবং অন্যান্য অপরাধ করছে।
এই পদক্ষেপের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদে হাজার হাজার যুবক, যাদের অনেকেই তাদের স্কুল এবং কলেজের পোশাক পরে, সোমবার জাতীয় পতাকা এবং "দুর্নীতি বন্ধ করো এবং সামাজিক মাধ্যম নয়", "সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করুন" এবং "দুর্নীতির বিরুদ্ধে যুবসমাজ" লেখা প্ল্যাকার্ড নিয়ে দেশের সংসদ অভিমুখে মিছিল করে। তবে, পুলিশ তাদের বাধা দেয় এবং কাঁটাতারের ব্যারিকেড তৈরি করে।
আরও পড়ুন-Sealdah Division:শিয়ালদহ ডিভিশনের যাত্রীরা এই খবর আগে পড়ুন! আজ বেশ কিছু ট্রেন বাতিল