/indian-express-bangla/media/media_files/2025/08/15/independence-day-2025-modi-speech-diwali-tax-cut-aatmanirbhar-bharat-2025-08-15-10-01-17.jpg)
মোদীর আগুনে হুঁশিয়ারি
Modi I'Day Speech: রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না... সরাসরি পাকিস্তানকে প্রধানমন্ত্রী মোদীর হুঁশিয়ারি!
লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে জাতির উদ্দেশ্যে দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ‘অপারেশন সিন্দুরের সাফল্য’, সেই মিশনে অংশ নেওয়া জওয়ানদের বিশেষ অভিনন্দন জানানোর পাশাপাশি পরিষ্কার জানিয়ে দিলেন ভারত কোন রকমের 'নিউক্লিয়ার হুমকি' আর বরদাস্ত করবে না।
আজ দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে স্বাধীনতা দিবসের ভাষণে ফের 'সন্ত্রাসবাদ' ইস্যুতে জোরালো বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সকাল ৭টা ৩০ মিনিটে তেরঙ্গা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের পর মোদী তাঁর ভাষণ শুরু করেন। এদিনের ভাষণে তিনি স্পষ্ট জানালেন – ‘‘ভারত সিদ্ধান্ত নিয়েছে, কোনও ভাবে 'নিউক্লিয়ার হুমকি' আর বরদাস্ত করা হবে না। পাশাপাশি সহ্য করা হবে না যে কোন ব্ল্যাকমেলিংও।’’
লালকেল্লার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘‘আজ অপারেশন সিঁদুরে অংশ নেওয়া বীর জওয়ানদের 'স্যালুট' জনানোর সুযোগ পেয়েছি। আমাদের সাহসী সেনারা শত্রুদের কল্পনারও বাইরে শাস্তি দিয়েছে।’’ দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাদের আত্মত্যাগকে কুর্নিশ জানান মোদী।
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, আধাসামরিক বাহিনী ও বিশেষ কমান্ডো মিলিয়ে ১০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী এবং ৩ হাজার ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। বাজার, মেট্রো স্টেশন, বাস টার্মিনাল ও জনবহুল এলাকায় টহল বাড়ানো হয়েছে।
জাতীয় ঐক্যের বার্তা
মোদী বলেন, " স্বাধীনতা দিবসের এই উৎসব দেশের ঐক্যের অনুভূতিকে ক্রমাগত শক্তিশালী করছে। ভারতবর্ষের প্রতিটি ঘরে তেরঙ্গা উড়ছে—হোক তা মরুভূমি, হিমালয়, সমুদ্রতট বা জনবহুল শহর।’’
শুভেচ্ছা ও শ্রদ্ধাজ্ঞাপন
লালকেল্লায় পৌঁছনোর আগে প্রধানমন্ত্রী এক্স (পূর্বতন টুইটার)-এ দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘‘এই শুভক্ষণ সকলের জীবনে নতুন উদ্দীপনা ও প্রাণশক্তি বয়ে আনুক, যা বিকশিত ভারতের নির্মাণে নতুন গতি দেবে।’’
'১৪০ কোটি সংকল্পের উৎসব'
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, “স্বাধীনতার এই মহান উৎসব ১৪০ কোটি সংকল্পের উৎসব। এটি আমাদের সম্মিলিত সাফল্যের গর্বের মুহূর্ত। প্রতিটি হৃদয় উৎসাহে ভরে ওঠে, আর দেশ ঐক্যের চেতনাকে ক্রমাগত শক্তিশালী করছে।”
'পারমাণবিক হুমকির বিরুদ্ধে কঠোর অবস্থান'
লালকেল্লার প্রাচীর থেকে স্পষ্ট বার্তা দিয়ে মোদী বলেন, “ভারত সিদ্ধান্ত নিয়েছে, আমরা আর পারমাণবিক হুমকি সহ্য করব না। আমরা আর ব্ল্যাকমেলিংও সহ্য করব না।”
অপারেশন সিন্দুরের জওয়ানদের স্যালুট
তিনি আরও বলেন, “আজ লালকেল্লার প্রাকার থেকে অপারেশন সিন্দুরের সাহসী সেনাদের অভিবাদন জানানোর সুযোগ পেয়েছি। আমাদের জওয়ানরা শত্রুদের তাদের কল্পনার বাইরেও শাস্তি দিয়েছে।”
প্রধানমন্ত্রী জানান, এই দীপাবলিতে দেশবাসী পেতে চলেছে এক বিরাট উপহার। জিএসটি সংস্কারের মাধ্যমে কর অনেকাংশে কমানো হবে, যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সস্তা হয়। তাঁর কথায়, “সময়ের সঙ্গে দাবি উঠেছে জিএসটি কমানোর। সাধারণ মানুষের করের বোঝা হালকা হবে।”
'আত্মনির্ভর ভারত – উন্নত ভারতের ভিত্তি'
মোদী বলেন, আত্মনির্ভরতা শুধু অর্থনীতি বা আমদানি-রপ্তানির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দেশের শক্তি ও নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। “আমরা যদি স্বনির্ভর না হতাম, তবে এত দ্রুত অপারেশন সিন্দুর পরিচালনা সম্ভব হত না। মেড ইন ইন্ডিয়ার শক্তি আমাদের সেনাবাহিনীকে নির্ভয়ে কাজ করতে সক্ষম করেছে"। প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর কৃষকরা দেশের খাদ্যভাণ্ডার ভরিয়ে তুলেছিলেন। আজও একটি জাতির আত্মসম্মানের সবচেয়ে বড় মানদণ্ড তার আত্মনির্ভরতা।
লালকেল্লার ভাষণে মোদী জানান –
- দেশে তৈরি যুদ্ধবিমানের কাজ চলছে
- সমুদ্রের তলদেশে খনিজ অনুসন্ধান
- সার উৎপাদনে স্বনির্ভরতা আগের থেকে বহুগুণে বেড়েছে
- UPI সাফল্যবিশ্বকে চমকে দিয়েছে
- নিজস্ব মহাকাশ কেন্দ্রের গড়ে তোলার জন্য কাজ চলছে।
প্রধানমন্ত্রী সাম্প্রতিক ভূমিধস, হড়পা বান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। রাজ্য ও কেন্দ্রীয় সরকার মিলিতভাবে উদ্ধার ও পুনর্বাসনে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।
পাকিস্তানকে কড়া সতর্কবার্তা – ‘রক্ত আর জল একসঙ্গে বইবে না’
মোদী স্পষ্ট ভাষায় বলেন, “ভারত পারমাণবিক হুমকি বা ব্ল্যাকমেলিং সহ্য করবে না, উপযুক্ত জবাব দেওয়া হবে।” সিন্ধু জল চুক্তি প্রসঙ্গে পাকিস্তানকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, “রক্ত আর জল একসঙ্গে বইবে না।”