India-Bangladesh Border: কাঁটাতারহীন সীমান্ত নিয়ে এবার মমতাকে নিশানা, পালটা কী সাফাই তৃণমূলের?

India-Bangladesh Border: সীমান্তের নিরাপত্তার জন্য, কাঁটাতার লাগানো খুবই প্রয়োজন। কিন্তু সেই জমি অধিগ্রহণ করতে দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। যার ফলে বিঘ্নিত হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা। এমন অভিযোগে ধুন্ধুমার।

author-image
IE Bangla Web Desk
New Update
India-Bangladesh Border

কাঁটাতারহীন সীমান্ত নিয়ে এবার মমতাকে নিশানা, পালটা কী সাফাই তৃণমূলের?

সীমান্তের নিরাপত্তার জন্য, কাঁটাতার লাগানো খুবই প্রয়োজন। কিন্তু সেই জমি অধিগ্রহণ করতে দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। যার ফলে বিঘ্নিত হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা। কাঁটাতার বিহীন এলাকা পাহারা দিতে হিমশিম খেতে হচ্ছে বিএসএফকে। আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে মালদার ইংরেজবাজারের কেষ্টপুর সীমান্তে, মহিলা বিএসএফ জওয়ানদের নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে কাঁটাতারহীন সীমান্ত এলাকায় দাঁড়িয়ে এই অভিযোগ করেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। পাল্টা বিধায়ককে কটাক্ষ তৃণমূলের। 

Advertisment

শনিবার আন্তর্জাতিক মহিলা দিবস। এই উপলক্ষে ইংরেজবাজারের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কেষ্টপুরের বিএসএফ ক্যাম্পে মহিলা জওয়ানদের  নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিএসএফের ১২ তম ব্যাটালিয়নের, আধিকারিকরা উপস্থিত ছিলেন। সীমান্ত পাহারা দিতে ভারতীয় বিএসএফ মহিলা জওয়ানরা কতটা পারদর্শী সেকথা তুলে ধরেন তিনি।

মসজিদের সঙ্গে 'আত্মার যোগ', হিন্দু হয়েও রোজা পালন পার্থসারথির

এরপর পার্শ্ববর্তী কুমারপুর সীমান্ত পরিদর্শনে গিয়ে বিধায়ক বলেন, আমার এলাকায় ৯০০ মিটার কাঁটাতারহীন এলাকা রয়েছে। এই এলাকায় কাঁটাতার লাগানো এবং একটি ব্রিজ তৈরি করা খুব প্রয়োজন। তাহলে নদীর ওপারে মালদা থানার অন্তর্গত আদমপুর সীমান্তের সাথে ইংরেজবাজারের কুমারপুরের সরাসরি যোগাযোগ থাকবে। সীমান্ত পাহারা দিতে বিএসএফের সুবিধা হবে। কাঁটাতার লাগালে নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত করা যাবে। মাত্র এখান থেকে কয়েক কিলোমিটার দূরত্বে ইংরেজবাজার শহর। আর সেই জমি অধিগ্রহণ করে দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। যার ফলে বিঘ্নিত হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা।

Advertisment

পালটা ইংরেজবাজারের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, বর্তমান বিধায়ক যে দলের তাদেরই কেন্দ্র সরকার রয়েছে। কাঁটাতার দিতে কেন্দ্র সরকারের নিজেদের কোন সদিচ্ছা নেই। 

Bangladesh India