/indian-express-bangla/media/media_files/2025/10/03/cats-2025-10-03-12-41-34.jpg)
২৬শে অক্টোবর, ২০২৫ থেকে কলকাতা এবং গুয়াংজুর মধ্যে দৈনিক সরাসরি ফ্লাইট পরিষেবা শুরু হবে।
ভারত ও চিনের মধ্যে ফের নতুন করে শুরু হতে চলেছে বন্ধুত্বের সম্পর্ক। আর তাতেই কপালে ভাঁজ পাকিস্তানের। পাঁচ বছর ধরে বন্ধ থাকার পর ফের ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা অবশেষে আবার চালু হতে চলেছে। ইন্ডিগো ঘোষণা করেছে যে ২৬শে অক্টোবর, ২০২৫ থেকে কলকাতা এবং গুয়াংজুর মধ্যে দৈনিক সরাসরি ফ্লাইট পরিষেবা শুরু হবে। এছাড়াও, শীঘ্রই দিল্লি এবং গুয়াংজুর মধ্যে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। এই রুটে Airbus A320neo বিমান ব্যবহার করা হবে বলে জানিয়েছে সংস্থা।
ফ্লাইটের সময়সূচী অনুযায়ী, কলকাতা থেকে ফ্লাইট প্রতিদিন রাত ১০:০০ টায় ছেড়ে যাবে এবং স্থানীয় চিনা সময় অনুযায়ী ভোর ৪:০৫ টায় গুয়াংজুতে পৌঁছাবে। স্কাইস্ক্যানার অনুসারে, এই ফ্লাইটের টিকিটের মূল্য প্রায় ১৫,৭০৮ টাকা। ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বিমান পরিষেবা শুরুর ফলে দু'দেশের মধ্যে পর্যটন, বাণিজ্য এবং কৌশলগত অংশীদারিত্ব আরও বাড়বে ।
সূত্রের খবর, বছরের শেষ নাগাদ এয়ার ইন্ডিয়াও চিনে সরাসরি ফ্লাইট পরিষেবা চালু করতে পারে বলেই খবর। যার ফলে দু দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও জোরদার হবে।
ভারতের বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে, উভয় দেশের অসামরিক বিমান চলাচল কর্মকর্তারা বছরের শুরু থেকেই প্রযুক্তিগত পর্যায়ে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয় নিয়ে আলোচনা চালাচ্ছিলেন। মন্ত্রকের তরফে উল্লেখ করেছে, এই পদক্ষেপটি দু'দেশের সাধারণ জনগণের মধ্যে একদিনে সম্পর্ককে যেমন জোরদার করবে তেমনই কৌশলগত অংশীদারিত্বও বাড়বে ভারত-চিনের মধ্যে।
আরও পড়ুন- রঘুনাথগঞ্জের গদাইপুরে পেটকাটি মা বিসর্জন: নদী তীরে ভক্তদের উপচে পড়া ভিড়
প্রসঙ্গত, গালওয়ান সংঘর্ষ এবং কোভিড-১৯ মহামারীর কারণে পাঁচ বছর আগে ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা স্থগিত করা হয়েছিল। তবে সীমান্তে উত্তেজনা কমানো, কূটনৈতিক আলোচনা, বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং উচ্চ-স্তরের বৈঠকের মাধ্যমে সম্পর্কের বরফ গলানোর পরিবেশ তৈরি হয়েছে। এবার আকাশসীমা পুনরায় খুলে যাওয়ায় দুই দেশের মধ্যে সংযোগ ও সহযোগিতা নতুন দিগন্তে পৌঁছাবে।
We’re delighted to announce the resumption of our flights to China, with direct flights to Guangzhou from Kolkata starting 26th October, 2025 further strengthening our commitment to making air travel more accessible for our customers. We are thankful to the Ministry of Civil…
— IndiGo (@IndiGo6E) October 2, 2025