দাঁতে দাঁত চেপে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে সামিল, সোনম ওয়াংচুককে গ্রেফতারির প্রতিবাদে বড় পদক্ষেপ স্ত্রীর

ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত পরিবেশ বিজ্ঞানী সোনম ওয়াংচুক দীর্ঘদিন ধরে লাদাখ আন্দোলনের অন্যতম মুখ। এই আন্দোলনের মূল দাবি হলো—লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়া এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা।

ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত পরিবেশ বিজ্ঞানী সোনম ওয়াংচুক দীর্ঘদিন ধরে লাদাখ আন্দোলনের অন্যতম মুখ। এই আন্দোলনের মূল দাবি হলো—লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়া এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

দাঁতে দাঁত চিপে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে সামিল, সোনম ওয়াংচুককে গ্রেফতারির প্রতিবাদে বড় পদক্ষেপ স্ত্রীর

কেন্দ্রের বিরুদ্ধে আগেই গর্জে উঠেছিলেন। এবার লাদাখের বিশিষ্ট সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুককে আটকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ  স্ত্রী গীতাঞ্জলি আংমো।   তিনি স্বামীর অবিলম্বে মুক্তির দাবিতে  আবেদন দায়ের করেছেন। আবেদনে দাবি করা হয়েছে, সোনম গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। অথচ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে এবং জাতীয় নিরাপত্তা আইনের (NSA) অধীনে অবৈধভাবে তাকে আটক করে যোধপুরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। 

Advertisment

আরও পড়ুন- রঘুনাথগঞ্জের গদাইপুরে পেটকাটি মা বিসর্জন: নদী তীরে ভক্তদের উপচে পড়া ভিড়

ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত পরিবেশ বিজ্ঞানী সোনম ওয়াংচুক দীর্ঘদিন ধরে লাদাখ আন্দোলনের অন্যতম মুখ। এই আন্দোলনের মূল দাবি হলো—লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়া এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা। ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত হলে লাদাখের জনগণ স্থানীয় সম্পদের উপর অধিক অধিকার, সাংস্কৃতিক সংরক্ষণ এবং একটি স্বায়ত্তশাসিত কাউন্সিলসহ সাংবিধানিক সুরক্ষা পাবে।

Advertisment

আরও পড়ুন-একাদশীর সকালে হাড়হিম দৃশ্য বারুইপুরে, নৃশংস হত্যাকাণ্ডে কাণ্ডে তোলপাড়!

সম্প্রতি এই আন্দোলন শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট ও অনশন থেকে হিংসাত্মক  বিক্ষোভে রূপ নেয়। পুলিশের গুলিতে অন্তত চারজন নিহত হন। এর পরেই প্রশাসন সোনমের বিরুদ্ধে বিদেশি শক্তির পক্ষে কাজ করার অভিযোগ আনে। গত ২৬শে সেপ্টেম্বর তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং বিদেশ থেকে অবৈধ অর্থ গ্রহণের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন-ফের প্রতিমা নিরঞ্জনে মর্মান্তিক দুর্ঘটনা, ২ জনের দেহ উদ্ধার, নিখোঁজ অনেকেই

তবে সোনমের স্ত্রী গীতাঞ্জলি আংমো সংবাদ মাধ্যমকে দেওয়া এক  সাক্ষাৎকারে দাবি করেছেন, সোনম ও তার প্রতিষ্ঠান হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস লাদাখ (HIAL)-এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালানো হচ্ছে, যাতে ষষ্ঠ তফসিলের দাবিকে দুর্বল করা যায়। তিনি আরও জানান, সোনমের পাকিস্তান সফর কেবল পরিবেশগত কর্মসূচির জন্য ছিল, সেখানে কোনও ধরনের রাজনৈতিক যোগসূত্র বা পাকিস্তানি এজেন্টের সঙ্গে তার সম্পর্ক নেই।

আরও পড়ুন-সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনা, বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যুমিছিল

Ladakh supreme court