/indian-express-bangla/media/media_files/2025/09/10/vice-president-cp-radhakrishnan-salary-allowances-2025-09-10-16-05-17.jpg)
নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ
Vice President: দেশের নতুন উপ-রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সি.পি. রাধাকৃষ্ণণ। এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণণ ইন্ডিয়া জোটের বি. সুদর্শন রেড্ডিকে পরাজিত করে উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হন। উপ-রাষ্ট্রপতি পদে 'নিয়মিত বেতন' না থাকলেও, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তার বেতন প্রতি মাসে ৪ লক্ষ টাকা। এর পাশাপাশি তিনি একটি বিলাসবহুল বাংলো এবং একটি বুলেটপ্রুফ সরকারি গাড়িও পাবেন। নিরাপত্তার জন্য তাকে জেড-প্লাস নিরাপত্তা প্রদান করা হবে। দেশের অভ্যন্তরীণ এবং বিদেশ ভ্রমণসহ দৈনিক ভাতা, সরকারি খরচে চিকিৎসা সুবিধা পাবেন তিনি।
উপরাষ্ট্রপতি পদ ছাড়ার পরও রাধাকৃষ্ণণ পেনশন পাবেন। রাজ্যসভার প্রাক্তন চেয়ারম্যান হিসেবেও যে পেনশন প্রদান করা হয়, তা প্রায় বেতনের অর্ধেক, অর্থাৎ ২ লক্ষ টাকা। এছাড়াও, তিনি সরকারি সুযোগ-সুবিধার আওতায় চিকিৎসা সুবিধা এবং অন্যান্য সুবিধা পাবেন।
উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর রাধাকৃষ্ণণ তার জয়কে জাতীয়তাবাদী আদর্শের জয় হিসেবে উল্লেখ করেছেন। নির্বাচনে তিনি ৪৫২ ভোট পেয়েছেন, যেখানে বিরোধী প্রার্থী বি. সুদর্শন রেড্ডি ৩০০ ভোট পান। জয়ের পর রাধাকৃষ্ণণ বলেন, “এই জয় প্রতিটি ভারতবাসীর জয়। আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। যদি ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ে তুলতে হয়, তবে আমাদের উন্নয়নের দিকে মনোনিবেশ করতে হবে।”
Suvenddu-Mamata: 'পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছেন', মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us