/indian-express-bangla/media/media_files/2024/12/31/VplGfeDZIrQz0ufTPWch.jpg)
Suvendu Adhikari & Mamata Banerjee: শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়।
Suvendu Adhikari-Mamata Banerjee: আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিধানসভায় ভাষণে মুখ্যমন্ত্রী বেনজিরভাবে আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের। শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিধানসভায় দাঁড়িয়ে বিদেশমন্ত্রক নিয়ে মুখ্যমন্ত্রী যে বিষোদগার করেছেন, সেটা অনৈতিক। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দেশবিরোধী মন্তব্য করেছেন বলে অভিযোগ BJP বিধায়কের।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, "যে ভাষায় উনি বক্তব্য রেখেছেন...প্রত্যেকে বলেছেন। আমরা ওকে বুঝিয়ে দিয়েছি যে বাংলাদেশের মুসলমমান ও রোহিঙ্গাদের বাঁচানোর জন্য এই বাংলা ও বাঙালির খেলা কেউ বিশ্বাস করছে না। একটি অঙ্গরাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে যারাা দেশকে ছোট করেন তারা আর যাই হোক ভারতপ্রেমী হতে পারেন না। বিদেশ মন্ত্রক নিয়ে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর বলার অধিকার নেই, ভারত সরকার ছাড়া। তিনি দেশকে ছোট করেছেন। তিনি চান পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে। এই রাজ্যও যাতে জামাতের হাতে চলে যায় সেটাই উনি চান।"
উল্লেখ্য গতকাল বিধানসভার বিশেষ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে 'চোর চোর' বলে তীব্র ভাষায় আক্রমণ শানাতে শুরু করেন খোদ মুখ্যমন্ত্রী। পাল্টা বিরোধী বেঞ্চ থেকেও শাসকদল তৃণমূলকে উদ্দেশ্য করে উঠতে থাকে 'চোর চোর' স্লোগান। বিধানসভায় অন্দরে ব্যাপক হট্টগোলের জেরে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ, অশোক দিন্দা, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামীকে সাসপেন্ড করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-AC local train: সাতসকালেই স্টেশনে ঢুকল নতুন AC লোকাল, টিকিট কাটতে উপচে পড়া ভিড় কাউন্টারে
এরপর ওয়েলে নেমে শুরু হয় তুমুল বিক্ষোভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ মোদী সরকারকে 'চোর চোর' বলে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন। এবার সেই ইস্যুতেই মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।