/indian-express-bangla/media/media_files/2025/05/09/O1TCxM7BjHge5rBjLLMr.jpg)
operation sindoor news: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
india pakistan tension: ভারত-পাকিস্তান উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। একটি বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, “প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নয়াদিল্লির সাউথ ব্লকে দেশের পশ্চিম সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক করছেন।”
রাজনাথ সিং-এর নেতৃত্বে চলা এই বৈঠকে ছিলেন CDS জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং।
ভারতের Operation Sindoor-এর পর পাকিস্তানের তরফেও পাল্টা জবাব দেওয়া জারি। তবে পাকিস্তানের সব হামলারই মোক্ষম জবাব দিচ্ছে ভারত। ভারতের পশ্চিম দিকের বিভিন্ন সীমান্তে একের পর এক পাক ড্রোন, বিমান গুলি করে নামাচ্ছে ভারতীয় সেনা। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। এব্যাপারে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল X-এ পোস্ট করেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী শ্রী @NarendraModi আমার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সীমান্তবর্তী রাজ্য হিসেবে গুজরাটের প্রস্তুতি এবং সীমান্তে উত্তেজনার বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের গৃহীত অগ্রিম পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়েছেন।
এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি। বিশেষ করে কচ্ছ, বনসকাঁথা, পাটন, জামনগরের মতো সংবেদনশীল জেলাগুলিতে, যেগুলি পাকিস্তানের সীমান্তবর্তী সেখানে নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য রাজ্য সরকারের গৃহীত পর্যাপ্ত পদক্ষেপ সম্পর্কেও বিস্তারিত তথ্য নিয়েছেন প্রধানমন্ত্রী।”
এদিকে, শুক্রবার সকালে চণ্ডীগড়ে বিমান হামলার সতর্কীকরণ সাইরেন বাজানো হয়, যাতে সাধারণ নাগরিকদের "সম্ভাব্য ড্রোন হামলা" সম্পর্কে সতর্ক করা হয়। বৃহস্পতিবার রাতে পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলিতে একাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কয়েক ঘন্টা পরেই এই ঘটনা ঘটে। ভারতের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা মাঝ আকাশে পাক ড্রোন ও ক্ষেপনাস্ত্রগুলিকে ধ্বংস করেছে। বৃহস্পতিবার রাতে কিছু জেলায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর জম্মু ও কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবের একাধিক এলাকায় ব্ল্যাকআউট জারি করা হয়।
অন্যদিকে, কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে একজন নিহত, ৪ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের কামানের গোলাবর্ষণ তীব্রতর হওয়ায় এক মহিলা নিহত এবং আরও চারজন নাগরিক আহত হয়েছেন। সীমান্তের ওপারে গোলাবর্ষণে প্রচুর সংখ্যক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের ছোড়া একটি গোলাবর্ষণে মহিলার গাড়িতে আঘাত লাগায় তিনি নিহত হন। ঘটনাস্থলেই মহিলা নিহত হলেও, গোলাবর্ষণে পরিবারের আরও তিন সদস্য আহত হন। উরির থাজাল গ্রামে একটি গোলাবর্ষণে আরও একজন নাগরিক আহত হন।
আরও পড়ুন- Dilip Ghosh: 'হাঁটু ভাঙার পর কোমরও ভাঙা হয়েছে, বিশ্বের শত্রু পাকিস্তান', গর্জে উঠলেন দিলীপ
ভারত-পাকিস্তান উত্তপ্ত আবহের মাঝেই আমেরিকা শান্তির বার্তা দিয়েছে। দুই দেশকেই উত্তেজনাকর পরিস্থিতি এড়িয়ে চলার পরামর্শ মার্কিন বিদেশমন্ত্রীর। তিনি ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে কথাও বলেছেন। তবে আমেরিকার তরফে পাকিস্তানকে জঙ্গি গোষ্ঠীগুলিকে যে কোনও সমর্থন বন্ধের আহ্বান জানিয়েছেন।