/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Dilip-Ghosh-4.jpg)
Dilip Ghosh: বিজেপি নেতা দিলীপ ঘোষ।
operation sindoor news: পাকিস্তানের বর্বরোচিত হামলার যোগ্য জবাব দিচ্ছে ভারত। সীমান্তবর্তী এলাকাগুলিতে একের পর এক পাক ড্রোন ধ্বংস করছে সেনা। 'পাকিস্তান আরও এগোলে ভারতও থামবে না, আমরা শেষ পর্যন্ত যাব', Operation sindoor-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকা শীর্ষ নিরাপত্তা আধিকারিক হুঁশিয়ারির সুরে এই কথাই বলেছেন। এবার পাকিস্তানকে 'বিশ্বের শত্রু' বলে অভিহিত করলেন BJP নেতা দিলীপ ঘোষ।
কী বললেন দিলীপ ঘোষ?
"প্রধানমন্ত্রী বলেছিলেন, যোগ্য জবাব দেওয়া হবে। কেউ বাঁচবে না। নৌসেনা, বায়ুসেনা, স্থলসেনা মিলে অ্যাটাক করেছে। পাকিস্তানের জঙ্গি শিবিরগুলো ভাঙা হয়েছে। আগের দিন হাঁটু ভাঙা হয়, গতকাল কোমরও ভাঙা হয়েছে। পাকিস্তানের চক্রান্ত ফাঁস হয়ে গেছে। পৃথিবীতে তার কোনও বন্ধু নেই। একটা শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে পাকিস্তান। এতদিন ওরা যা করেছে তার যোগ্য জবাব এবার হয়ে যাবে। ভারতের মধ্যেও রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে দেশের সব মানুষ মোদীজির সঙ্গে আছেন। এই যুদ্ধের মাধ্যমে সারা ভারত এক হয়েছে। এটা প্রমাণ করেছি আমরা। বিশ্বে ভারত এখন নতুন শক্তি হিসেবে উঠে আসছে। সবাইকে সরকার ও সেনার পাশে দাঁড়াতে হবে।"
উল্লেখ্য, ভারত-পাকিস্তান উত্তেজনা এখন তুমুল পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার সকালে চণ্ডীগড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়, এলাকার বাসিন্দাদের সম্ভাব্য ড্রোন হামলা সম্পর্কে সতর্ক করা হয়। বৃহস্পতিবার রাতে পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলিতে একাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কয়েক ঘণ্টা পরেই এই ঘটনা ঘটেছে।
ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা মাঝ আকাশে সেগুলি আটকে দেয়। বৃহস্পতিবার রাতে কিছু জেলায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর জম্মু ও কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবের একাধিক এলাকায় ব্ল্যাকআউট জারি করা হয়।
ভারতের একাধিক শহরকে টার্গেট করেছে পাকিস্তান। কেন্দ্রীয় সরকারও বড়সড় নিরাপত্তাজনিত পদক্ষেপ গ্রহণ করেছে। পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে থাকা ২৪টি প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধের ঘোষণা করা হয়েছে।
জম্মু, পাঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন এলাকায় পাক হামলা চালানোর পরই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম সবকটি পাক হামলাকে সফলভাবে প্রতিহত করলেও, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।