/indian-express-bangla/media/media_files/2025/05/09/J3iMdYqyJsxylGYVlenB.jpg)
jammu news: জম্মুতে ব্ল্যাকআউটের ছবি।
India-Pakistan Conflict: আগ্রাসন জারি রেখেছে পাকিস্তান। শুক্রবার ভোরেও জম্মু শহরকে লক্ষ্য হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। তবে দুরন্ত তৎপরতার সঙ্গে পাকিস্তানের সেই চেষ্টা পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী।
পাকিস্তান শহরকে লক্ষ্য করে প্রথম বড় ধরনের আক্রমণ চালানোর কয়েক ঘন্টা পরেই সীমান্ত পেরিয়ে এই আক্রমণ চালানো হয় শুক্রবার ভোর প্রায় ৩.৫০ মিনিটে। তড়িঘড়ি সতর্কতামূলক পদক্ষেপ করে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আবারও সম্পূর্ণ ব্ল্যাকআউট শুরু হয়।
ভোর ৪.৪৫ পর্যন্ত মাঝে মাঝে বিস্ফোরণের শব্দও শোনা যায়, সবসময় সাইরেন বাজিয়ে এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়। এদিকে, সেনাবাহিনী একটি বিবৃতিতে বলেছে, “পাকিস্তানি সশস্ত্র বাহিনী ৮ এবং ৯ মে ২০২৫ সালের মধ্যরাতে সমগ্র পশ্চিম সীমান্তে ড্রোন এবং অন্যান্য যুদ্ধাস্ত্র ব্যবহার করে একাধিক আক্রমণ চালায়। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনারা অসংখ্য যুদ্ধবিরতি লঙ্ঘন (CFV) করে। ড্রোন হামলা কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে এবং CFV-দের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জাতির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত ঘৃণ্য পরিকল্পনার বল প্রয়োগের মাধ্যমে জবাব দেওয়া হবে।” তবে উত্তেজনা কমাতে অল ইন্ডিয়া মুসলিম বোর্ড ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার আবেদন জানিয়েছে।
আরও পড়ুন- India-Pakistan News:কড়ায় গণ্ডায় পাকিস্তানকে জবাব ভারতের! চরম উত্তেজনার মাঝেই রিভিউ বৈঠকে রাজনাথ
বৃহস্পতিবার সন্ধ্যায়, ভারত ১৯৭১ সালের যুদ্ধের পর জম্মু শহরে পাকিস্তানের প্রথম বড় আক্রমণ ব্যর্থ করে দিয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা থেকে রাত ৮.৩০টার মধ্যে, পাকিস্তানের ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করা হয়েছে এবং ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে। ওই সময়কালেও এলাকায় সম্পূর্ণ ব্ল্যাকআউট করা হয়েছিল।
জম্মু শহরের কোনও সামরিক বা বেসামরিক কেন্দ্র হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এদিকে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমান্ত এবং জম্মু প্রদেশের বিভিন্ন স্থানে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারী কামান নিক্ষেপ করেছে।
সীমান্তের গোলাগুলির সুযোগ নিয়ে, একদল জঙ্গি সাম্বা সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিল। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। BSF-এর তরফে X-এ পোস্ট করে জানানো হয়েছে, “৮ মে ২০২৫ তারিখে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ একটি বড় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়।” তবে, গুলিবর্ষণে কোনও জঙ্গি নিহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। বিএসএফ-এর কর্তারা আরও জানান, যে এলাকায় পুঙ্খানুপুঙ্খ তল্লাশির পর পরিস্থিতি আরও স্পষ্ট হবে।