/indian-express-bangla/media/media_files/2025/08/21/india-rejects-yunus-govt-claims-awami-league-office-delhi-kolkata-2025-08-21-12-03-21.jpg)
ইউনূস সরকারের অভিযোগের ভিত্তিতে কড়া জবাব দিল ভারত।
India On yunus: ‘শেখ হাসিনার আওয়ামী লীগের অফিস বন্ধ করে দেওয়া উচিত’, ইউনূস সরকারের অভিযোগের ভিত্তিতে কড়া জবাব দিল ভারত।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস অভিযোগ করেছেন শেখ হাসিনার দল আওয়ামী লীগ দিল্লি ও কলকাতায় তাদের অফিস খুলেছে। তাঁর দাবি, এই অফিসগুলিকে অবিলম্বে বন্ধ করে দেওয়া না হলে ভারত–বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটতে পারে। আওয়ামী লীগের অফিস খোলাকে তিনি বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বলে উল্লেখ করে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন- হাওড়া থেকে শিয়ালদা মাত্র ১১ মিনিটে...! দুর্গাপূজার আগে বাংলাকে বিরাট উপহার প্রধানমন্ত্রী মোদীর
তবে ভারতের বিদেশ মন্ত্রক ইউনূস সরকারের এই অভিযোগ খারিজ করে দিয়েছে। বুধবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারত সরকার ভারতীয় আইনের পরিপন্থী কোনও কার্যকলাপ সম্পর্কে অবগত নয়। তিনি স্পষ্ট বলেন, “ভারতে আওয়ামী লীগের সদস্যদের তরফে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বা আইন লঙ্ঘনের বিষয়ে সরকার কোনও তথ্য পায়নি। ভারত তার ভূখণ্ড থেকে কোনও বিদেশি রাজনৈতিক কার্যকলাপ অনুমোদন করে না।”
এর পাশাপাশি ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগকেও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। মুখপাত্রের বক্তব্য, ভারত আশা করে বাংলাদেশ যত দ্রুত সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে, যাতে সেখানকার জনগণের মতামত প্রতিফলিত হয়।
আরও পড়ুন-আরজি কর কাণ্ডে বোমা ফাটালেন নির্যাতিতার বাবা, তৃণমূলের দাপুটে নেতার বিরুদ্ধেই এবার 'সেটেলমেন্টের' অভিযোগ
উল্লেখ্য, ইউনূস সরকার এর আগে আওয়ামী লীগকে বাংলাদেশে 'নিষিদ্ধ' করার ঘোষণা করেছে এবং ভারতের বিরুদ্ধে সম্পর্ক নষ্ট করার অভিযোগও তুলেছিল। শুধু তাই নয়, জনগণকে উসকানি দেওয়ার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিল—বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তারা কোনও ভূমিকা নিচ্ছে না, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই সমস্যার সমাধান হওয়া উচিত।