/indian-express-bangla/media/media_files/2025/08/21/pm-modi-inaugurate-green-orange-and-yellow-lines-of-kolkata-metro-train-on-august-22-2025-08-21-10-41-06.jpg)
হাওড়া থেকে শিয়ালদা মাত্র ১১ মিনিটে...!
Modi Kolkata Metro inauguration: দুর্গাপূজার আগে বাংলাকে বড় উপহার প্রধানমন্ত্রী মোদীর। এখন হাওড়া থেকে শিয়ালদা সময় লাগবে মাত্র ১১ মিনিট। আগামীকাল, ২২শে আগস্ট কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মোদী। এই দিনেই তিনি তিনটি নতুন মেট্রো লাইনের উদ্বোধন করবেন।
কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে কলকাতা বিমানবন্দর থেকে সড়কপথে যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছাবেন। সেখান থেকেই প্রধানমন্ত্রী গ্রিন লাইনে ২.৪৫ কিলোমিটার দীর্ঘ এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো রুট, ইয়েলো লাইনে ৬.৭৭ কিলোমিটার দীর্ঘ নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা এবং অরেঞ্জ লাইনে ৪.৪ কিলোমিটার দীর্ঘ হেমন্ত মুখোপাধ্যায়-বেলেঘাটা মেট্রো রুটের শুভ সূচনা করবেন।
আরও পড়ুন- তুমুল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, বাংলায় জারি বিরাট সতর্কতা! দুপুরের পরই কোন কোন জেলায় বড় দুর্যোগ?
রেল মন্ত্রকের দাবি, এই তিনটি নতুন মেট্রো লাইনের উদ্বোধনের ফলে কলকাতার মেট্রো রুটে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে। প্রতিদিন প্রায় ৯.১৫ লক্ষ মানুষ উপকৃত হবেন এবং তিনটি লাইনে মিলিয়ে চালু হবে ৩৬৬টি নতুন পরিষেবা।
সবচেয়ে বড় স্বস্তির বিষয় হল গ্রিন লাইন (এসপ্ল্যানেড-শিয়ালদহ) উদ্বোধনের হলে হাওড়া থেকে শিয়ালদা যেতে সময় লাগবে মাত্র ১১ মিনিট। যেটা এখন সড়ক পথে যেতে সময় লাগে ৪০-৪৫ মিনিট। অন্যদিকে, ইয়েলো লাইনের সম্প্রসারণের ফলে বিমানবন্দরে যাতায়াত আরও সহজ হবে। এসপ্ল্যানেড থেকে বিমানবন্দর পর্যন্ত এই পথ অতিক্রম করতে লাগবে মাত্র ৩০ মিনিট। অপরদিকে অরেঞ্জ লাইনের সম্প্রসারণও কলকাতার পরিবহনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে।
হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৪ কিলোমিটার দীর্ঘ নতুন এই রুট চালু হলে সায়েন্স সিটি, একাধিক হাসপাতাল, স্কুল ও বাণিজ্যিক কেন্দ্রের সঙ্গে সরাসরি সংযোগ হবে। এতে যাত্রীসংখ্যা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত যাত্রা সময় কমে দাঁড়াবে মাত্র ৩২ মিনিটে।
বিশেষজ্ঞদের মতে, এই তিনটি নতুন মেট্রো পরিষেবা চালু হলে শুধু কলকাতাই নয়, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার যাত্রীদের যাতায়াতেও বিরাট সুবিধা হবে। আগে যে পথ অতিক্রম করতে ঘন্টার পর ঘন্টা লেগে যেত, এখন সেই একই রুটে যেতে সময় লাগবে মাত্র কয়েক মিনিটেই। নতুন পরিষেবা চালু হলে প্রতিদিন প্রায় ৯ লক্ষ যাত্রী উপকৃত হবেন বলে অনুমান রেলের।
বঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এক সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী প্রথমে কলকাতা বিমানবন্দর থেকে যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছবেন। সেখান থেকেই তিনি মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন। পরে যশোর রোড থেকে জয়হিন্দ এয়ারপোর্ট মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রোয় ভ্রমণ করবেন। এরপর তিনি সড়কপথে দমদম সেন্ট্রাল জেল মাঠে যাবেন, যেখানে প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাঁর।
আরও পড়ুন-ফের রাজ্যের নামি সরকারি মেডিকেল কলেজে ধর্ষণ, তোলপাড় ফেলা অভিযোগে উত্তাল বাংলা
অন্যদিকে, ২২ অগস্ট প্রধানমন্ত্রীর বিহার সফরেরও কর্মসূচি রয়েছে। তিনি গয়া জেলায় প্রায় ১৩ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটি তাঁর গুরুত্বপূর্ণ রাজনৈতিক সফর।