US Tariff on India 2025: বিশ্ববাণিজ্যে ট্রাম্পের ‘টারিফ বোমা’, ভারতের উপর ২৫% শুল্ক সহ ৬৯ দেশের উপর শুল্ক বৃদ্ধির ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের।
বিশ্বব্যাপী বাণিজ্যচিত্রে এক বড় রদবদল আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার একটি নতুন কার্যনির্বাহী আদেশে তিনি ভারত সহ ৭০টি বাণিজ্যিক অংশীদারি দেশের উপর আমদানি শুল্ক বৃদ্ধি করলেন। নতুন নিয়ম অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যে এই নতুন শুল্ক কার্যকর হবে। নয়া এই নির্দেশে শুল্ক হার ১০ শতাংশ থেকে বেড়ে ৪১ শতাংশ পর্যন্ত হয়েছে বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে।
ভারতের উপর ২৫% শুল্ক, পাকিস্তানের উপর কমে ১৯%
এই নতুন আদেশ অনুযায়ী, ভারত থেকে আমদানি হওয়া পণ্যে ২৫% শুল্ক বসানো হয়েছে। একইসঙ্গে তাইওয়ান (২০%), দক্ষিণ কোরিয়া (১৫%), জাপান (১৫%), ইসরায়েল (১৫%), ও শ্রীলঙ্কা (২০%)-র মতো দেশও তালিকায় রয়েছে। অন্যদিকে পাকিস্তানের উপর শুল্ক কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে, যা আগে ছিল ২৯%।
সিরিয়া ও কানাডার উপর সবচেয়ে বেশি শুল্ক
এই আদেশে সিরিয়ার উপর সর্বোচ্চ ৪১% শুল্ক বসানো হয়েছে। কানাডা থেকে ফেন্টেনাইল পণ্যে শুল্ক ২৫% থেকে বাড়িয়ে ৩৫% করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের মতে, কানাডা মাদক পাচার রোধে ব্যর্থ হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের সঙ্গেও শর্তসাপেক্ষ শুল্ক
হোয়াইট হাউস জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনার ভিত্তিতে বিভিন্ন স্তরের শুল্ক আরোপ করা হয়েছে। যেসব দেশের নাম তালিকায় নেই, সেসব দেশের পণ্যের উপর ১০% শুল্ক আরোপ করা হবে।
দক্ষিণ কোরিয়া ও ভারতের আলাদা অবস্থান
দক্ষিণ কোরিয়া ইতিমধ্যেই ১৫ শতাংশ শুল্ক মেনে নিয়েছে এবং ট্রাম্প প্রশাসনের নির্ধারিত প্রকল্পে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ভারতের সঙ্গে কৃষিপণ্যে প্রবেশাধিকার নিয়ে আলোচনা ব্যর্থ হয়েছে। এর ফলে ভারতের উপর ২৫% শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্প প্রশাসন দাবি করেছে, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণেও শাস্তির মুখে পড়ছে। পাশাপাশিমেক্সিকোর উপর কিছু শর্তে ৩০ শতাংশ শুল্ক থেকে ৯০ দিনের ছাড় দেওয়া হয়েছে, যাতে তারা একটি চুক্তিতে পৌঁছাতে পারে।
ব্রাজিলের উপর ৫০% শুল্ক আরোপ করা হয়েছে, তবে কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছাড়ের আওতায় রয়েছে। Truth Social পোস্টে ট্রাম্প জানিয়েছেন, “আমরা বাণিজ্যে ন্যায্যতা ফেরাতে এই শুল্ক আরোপ করছি। যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতায় ব্যর্থ হয়েছে, তাদের উপরই এই পদক্ষেপ।’’