Kolkata news Highlights: TMCP ফাউন্ডেশন-ডে'র দিন পরীক্ষার সূচি! কলকাতা বিশ্বব্যালয়কে চিঠি উচ্চশিক্ষা দফতরের

West Bengal News Updates 1 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 1 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
TMCP FOUNDATION DAY

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Kolkata News Updates:TMCP ফাউন্ডেশন-ডে'র দিন পরীক্ষার সূচি! কলকাতা বিশ্বব্যালয়ের কাছে পরীক্ষার দিন বদলের আবেদন জানিয়ে চিঠি উচ্চ শিক্ষা দফতরের।২৮ অগাস্ট টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস। ওই দিন ২টো থেকে থেকে ৫টা পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন বিএ এলএলবি চতুর্থ সেমেস্টার এবং বি.কম চতুর্থ সেমেস্টারের পরীক্ষা নেওয়ার কথা রয়েছে। এই ঘোষণাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি টিএমসিপি রাজ্য সভাপতি তৃণঙ্কুর ভট্টাচার্যের। এবার এই বিষয়ে সরাসরি হস্তক্ষেও করল সরকার।TMCP-এর প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষা নিয়ে বারে বারে আপত্তি জানানো হয়েছিল সংগঠনের তরফে। এবার পরীক্ষার দিন বদল চেয়ে সরকারি হস্তক্ষেপ। কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি উচ্চ শিক্ষা দফতরের। ২৮ অগাস্ট পরীক্ষায় অনড় থেকে সিন্ডিকেট বৈঠক ডাকার সিদ্ধান্ত ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। সরকার নির্দিষ্ট দলের হয়ে চিঠি পাঠাবে এটা অনভিপ্রেত মত ভারপ্রাপ্ত উপাচার্যের।

Advertisment

SIR প্রত্যাহারের দাবিতে এবার জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবে BJP বিরোধী ইন্ডিয়া জোট। জানা গিয়েছে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের নেতারা। সেই বৈঠকেই SIR প্রত্যাহারের দাবিতে এবার জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে সংসদের দুই কক্ষেই SIR প্রত্যাহারের দাবিতে সুর চড়াবেন বিরোধী দলের সাংসদরা। এর আগে এই একই দাবি তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। জন্মদিনের পার্টি থেকে ফেরার পথেই ভয়ঙ্কর দুর্ঘটনা। মৃত্যু হল একই পরিবারের ৫ সদস্যের। এই ঘটনায় এলাকায় শোকেরছায়া নেমে এসেছে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গাড়িতে থাকা পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মধ্যে রয়েছেন দীপক (৩৬), তার স্ত্রী পূজা (৩৪), মেয়ে আশী (৯), আর্য (৪) এবং বোন সুজাতা (৫০)। উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার বেওয়ার থানার অন্তর্গত জিটি রোড হাইওয়ের নাগলা তাল গ্রামের কাছে ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনায় একজন কিশোরী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার জেরে হাইওয়েতে প্রায় এক ঘণ্টা যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পুলিশ ও প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্থানীয় থানার ওসি জানান, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত গতিই দুর্ঘটনার কারণ।

Advertisment

publive-image

শুক্রবার (১ আগস্ট) নির্বাচন কমিশন জানিয়েছে যে উপরাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ২১ জুলাই হঠাৎ করেই পদত্যাগ করেন। তাই, তাঁর পদত্যাগের পর পদটি শূন্য হয়ে যায়। নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, ৭ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া হবে। এর পরে, ৯ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- Dilip Ghosh:হঠাৎ দিলীপ ঘোষকে শুভেচ্ছার বন্যা BJP-র তাবড় নেতা-নেত্রীদের, কারণ কী জানেন?

আরও পড়ুন- Kolkata weather update:আজও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, দোসর ঝোড়ো হাওয়া, প্রবল দুর্যোগ চলবে কতদিন?

এবার ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন ইস্যুতে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। গতকাল শান্তিনিকেতনের বাড়ি থেকে তিনি বলেন, "শুধু বাঙালি নয়, কোনও অঞ্চলের লোক অন্য কোনও জায়গায় হেনস্থার মুখে পড়লে সেটায় আমাদের আপত্তি থাকবে। বাঙালি হোন, পাঞ্জাবি হোন, মাড়োয়াড়ি হোন, তাহলে আপত্তির কারণ থাকবে।"

আরও পড়ুন- LPG price cut:পুজোর মুখেই বাম্পার সুখবর! মাসের শুরুতেই কমে গেল রান্নার গ্যাসের দাম

  • Aug 01, 2025 14:51 IST

    Kolkata News Live Updates: উত্তর প্রদেশে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

    জন্মদিনের পার্টি থেকে ফেরার পথেই ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৫জনের এই ঘটনায় এলাকায় শোকেরছায়া নেমে এসেছে সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গাড়িতে থাকা পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মধ্যে রয়েছেন দীপক (৩৬), তার স্ত্রী পূজা (৩৪), মেয়ে আশী (৯), আর্য (৪) এবং বোন সুজাতা (৫০)। উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার বেওয়ার থানার অন্তর্গত জিটি রোড হাইওয়ের নাগলা তাল গ্রামের কাছে ঘটে এই দুর্ঘটনা দুর্ঘটনায় একজন কিশোরী গুরুতর আহত হয়েছেন দুর্ঘটনার জেরে জিটি রোড হাইওয়েতে প্রায় এক ঘণ্টা যান চলাচল স্তব্ধ হয়ে যায়পুলিশ ও প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয় স্থানীয় থানার ওসি জানান, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছেপ্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত গতিই দুর্ঘটনার কারণ

     



  • Aug 01, 2025 14:35 IST

    Kolkata News Live Updates: দলের বিধায়কের উপরেই ক্ষুব্ধ রচনা

    এবার দলেরই বিধায়কের ওপর যারপরনাই ক্ষোভ প্রকাশ হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। হুগলির চুঁচুড়া বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসের জন্য টাকা দিয়েছিলেন সাংসদ রচনা বন্দোপাধ্যায়। সেই টাকায় কাজ শুরু হওয়ার পর চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার স্কুলে যান। কাজের বরাত কে পেয়েছেন তা নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে চুঁচুড়ার বিধায়কের বচসা হয়। সেটা জেনে রচনা বলেন, "আমি তো বাকরুদ্ধ হয়ে পড়েছি। আশ্চর্যজনক ঘটনা। স্কুলে স্মার্ট ক্লাসরুমের প্রয়োজনীয়তা ছিল, আমি সেটা দিয়েছি। আগামীদিনেও স্কুলের জন্য কাজ করব। কার কত দম আছে দেখব। দল ওঁর গতিবিধি জানে। আমি এর শেষ দেখে ছাড়ব।"



  • Aug 01, 2025 14:34 IST

    Kolkata News Live Updates: অনিল আম্বানিকে তলব ইডির

    সম্প্রতি প্রখ্যাত শিল্পপতি অনিল আম্বানির মুম্বইয়ের ৩৫টিরও বেশি ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই তল্লাশি অভিযান চালানোর এক সপ্তাহ পর, কেন্দ্রীয় তদন্ত সংস্থা রিলায়েন্স অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের কোম্পানিগুলির সঙ্গে জড়িত ৩,০০০ কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতির অভিযোগে টাকা পাচারের তদন্তের অংশ হিসেবে শিল্পপতিকে সমন পাঠিয়ে তলব করেছে।ইডি ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাংক কর্তৃক গ্রুপের কোম্পানিগুলিকে দেওয়া প্রায় ৩,০০০ কোটি টাকার ঋণ অবৈধভাবে অন্যত্র স্থানান্তরের অভিযোগের তদন্ত করছে। এই ঋণের সঙ্গে কোনও ক্ষতিপূরণের বিষয় যুক্ত কিনা তাও খতিয়ে দেখছে ইডি। বিশেষ করে, ওই লোন পেতে ইয়েস ব্যাংকের প্রোমোটার সহ ব্যাংক কর্মকর্তাদের ঘুষ দেওয়া হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থা।



  • Aug 01, 2025 13:40 IST

    Kolkata News Live Updates: দিলীপ ঘোষকে শুভেচ্ছার বন্যা

    প্রাক্তন BJP রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে একের পর এক শুভেচ্ছা জানাচ্ছেন BJP-র নেতা-নেত্রীরা। কারণ, আজ ১ আগস্ট বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের জন্মদিন। তাই সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন সাংসদকে শুভেচ্ছা জানানোর ঢল পড়ে গিয়েছে। 

    বিস্তারিত পড়ুন- Dilip Ghosh:হঠাৎ দিলীপ ঘোষকে শুভেচ্ছার বন্যা BJP-র তাবড় নেতা-নেত্রীদের, কারণ কী জানেন?



  • Aug 01, 2025 12:59 IST

    Kolkata News Live Updates: শনিবারই শুরু রাজ্যের বাম্পার প্রজেক্ট!

    আগামীকাল ২ অগাস্ট অর্থাৎ শনিবার থেকে শুরু রাজ্যের 'আমাদের পাড়া, আমাদের সমাধান' নামে নতুন প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। দিন কয়েক আগেই নবান্নে সাংবাদিক বৈঠক করে নতুন এই প্রকল্পের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পরিষেবা একেবারে বুথ স্তর পর্যন্ত পৌঁছে দেওয়াই নতুন এই কর্মসূচির লক্ষ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নে ভার্চুয়াল মাধ্যমে নতুন এই প্রকল্প নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নতুন এই প্রকল্পে যাতে কোনও ধরনের ঢিলেমি না আসে সে ব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের।

    বিস্তারিত পড়ুন- WB Govt New Scheme:শনিবারই শুরু রাজ্যের বাম্পার প্রজেক্ট! কী কী সুবিধা পেতে পারেন সাধারণ মানুষ?



  • Aug 01, 2025 11:37 IST

    Kolkata News Live Updates: বেহাল রাস্তা সংস্কারের দাবি

    মহানগরী কলকাতার একেবারে লাগোয়া এলাকা গড়িয়ার ঢালুয়ায় গত তিন মাস ধরে ভয়াবহ দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই এলাকায় রাস্তাঘাট এতটাই বেহাল অবস্থায় রয়েছে যে, ওই এলাকায় চলাফেরা করাই দায় হয়ে উঠেছে। টানা বৃষ্টিতে রাস্তা ভেঙে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সাধারণ মানুষ তো দূরের কথা, এলাকায় ঢুকতে পারছে না কোনও পরিষেবা প্রদানকারী গাড়িও। বন্ধ হয়ে গিয়েছে ময়লা ফেলার গাড়ি, পানীয় জল সরবরাহের গাড়ি, গ্যাস সিলিন্ডারের ডেলিভারির ভ্যান, এমনকী পুলকারের আসা-যাওয়া।



  • Aug 01, 2025 11:35 IST

    Kolkata News Live Updates: নাবালক ভাই-বোনের মর্মান্তিক পরিণতি

    নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় শিউরে উঠল দেশবাসী। বাড়ি থেকে উদ্ধার দুই নাবালক ভাই-বোনের পোড়া দেহ। খুন করে দেহে আগুন ধরিয়ে দেওয়ার বিস্ফোরক অভিযোগ। পাটনার খুব কাছের এক গ্রামে ঘটে গেল রীতিমতো গা শিউরে ওঠা ঘটনা। ঘরের ভিতর থেকে উদ্ধার হল দুই নাবালক ভাই-বোনের ঝলসানো মৃতদেহ। পরিবার দাবি করেছে, তাদের প্রথমে খুন করে পরে দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যাতে অপরাধের প্রমাণ লোপাট করা যায়।

    বিস্তারিত পড়ুন- Patna horror: খুনের পর দেহ জ্বালিয়ে দেওয়ার 'বিস্ফোরক' অভিযোগ, নাবালক ভাই বোনের মর্মান্তিক পরিণতিতে উত্তাল দেশ



  • Aug 01, 2025 11:33 IST

    Kolkata News Live Updates: কমে গেল রান্নার গ্যাসের দাম

    ফের এক দফায় দাম কমলো রান্নার গ্যাসের। আজ ১ আগস্ট থেকে দেশের তেল উৎপাদনকারী সংস্থাগুলি বাণিজ্যিক গ্যাস অর্থাৎ ১৯ কেজির LPG সিলিন্ডারের দাম কমানোর কথা জানিয়েছে। আজ ১ আগস্ট থেকেই ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম কার্যকর হবে।

    বিস্তারিত পড়ুন- LPG price cut:পুজোর মুখেই বাম্পার সুখবর! মাসের শুরুতেই কমে গেল রান্নার গ্যাসের দাম



  • Aug 01, 2025 11:32 IST

    Kolkata News Live Updates: বিপাকে অনিল আম্বানি

    ১৭,০০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ জালিয়াতির মামলায় বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর অনিল আম্বানিকে তলব করল কেন্দ্রীয় সংস্থা। ইডি তাঁকে ৫ অগস্ট দিল্লিতে সংস্থার সদর দফতরে হাজিরা দিতে বলেছে।

    বিস্তারিত পড়ুন- ED Summons Anil Ambani: আম্বানির বিরুদ্ধে কী এমন পদক্ষেপ নিল ED? তোলপাড় দেশের শিল্প মহল!



  • Aug 01, 2025 11:31 IST

    Kolkata News Live Updates: সরব অমর্ত্য সেন

    এবার ভিন রাজ্যে বাঙালিদের ওপর নির্যাতন নিয়ে সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। গতকাল শান্তিনিকেতনের 'প্রতীচী'তে ফিরেছেন বর্ষীয়ান এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। সেখানেই ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের প্রসঙ্গ ওঠে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এবার বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন অমর্ত্য সেন।

    বিস্তারিত পড়ুন- Amartya Sen:ভিনরাজ্যে বাঙালি নির্যাতন নিয়ে সরব অমর্ত্য সেন, নোবেলজয়ী অর্থনীতিবিদের মন্তব্য জোর চর্চায়!



  • Aug 01, 2025 11:30 IST

    Kolkata News Live Updates: ভারী বৃষ্টির পূর্বাভাস

    একনাগাড়ে দফায় দফায় বৃষ্টি চলছে রাজ্যের প্রায় সব জেলায়। আজও উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ বৃষ্টির দোসর হতে পারে প্রবল ঝোড়ো হাওয়া। এই পর্বে দুর্যোগ চলবে কতদিন পর্যন্ত? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

    বিস্তারিত পড়ুন- Kolkata weather update:আজও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, দোসর ঝোড়ো হাওয়া, প্রবল দুর্যোগ চলবে কতদিন?



Suvendu Adhikari Bengali News Today CM Mamata banerjee