INDIA-US TRADE Tension: ভারত-আমেরিকা বাণিজ্য সংঘাত চরমে, “সমস্যা মেটার আগে আলোচনা নয়”, সাফ জানালেন মার্কিন প্রেসিডেন্ট।
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, পরে আরও ২৫ শতাংশ বাড়িয়ে মোট শুল্কের হার দাঁড় করান ৫০ শতাংশে। রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, ভারতের সঙ্গে আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প স্পষ্ট জানান—সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কোনও ধরনের আলোচনা হবে না। ট্রাম্প ভারত ও ব্রাজিল—দুই দেশের ওপরই সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। সাংবাদিকের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “যতক্ষণ না আমরা এই সমস্যা সমাধান করি, ততক্ষণ কোনও আলোচনা হবে না।”
বাণিজ্য চুক্তি কেন আটকে আছে?
হোয়াইট হাউস চায় ভারত কৃষি ও দুগ্ধজাত খাতে আমেরিকার জন্য বাজার উন্মুক্ত করুক। বিশেষ করে মার্কিন দুগ্ধজাত পণ্য ভারতীয় বাজারে প্রবেশের অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কৃষি ও দুগ্ধখাতে কোনও আপস করা হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার (৭ আগস্ট) বলেছেন, “দেশের জন্য কৃষকদের স্বার্থ সবার আগে, তাদের স্বার্থের সঙ্গে কোনও রকম আপস করা হবে না।”ওয়াশিংটনের অভিযোগ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থ জোগানে রাশিয়া ভারতের কাছে তেল বিক্রি করছে, আর ভারত সেই তেল কিনে রাশিয়াকে সাহায্য করছে। এই কারণেও মার্কিন প্রশাসন ভারতের প্রতি কঠোর অবস্থান নিয়েছে।