ট্রাম্পের দেশে মর্মান্তিক খুন, ভারতীয়'র মৃত্যুতে গর্জে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট, দিলেন ভয়ঙ্কর হুঁশিয়ারি

আমেরিকার মাটিতে মর্মান্তিক খুন এক ভারতীয়। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। মৃতের নাম চন্দ্র নাগামাল্লাইয়া, বয়স ৫০। ডালাসের একটি মোটেলের বাইরে তাকে নির্মমভাবে খুন করা হয়।

আমেরিকার মাটিতে মর্মান্তিক খুন এক ভারতীয়। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। মৃতের নাম চন্দ্র নাগামাল্লাইয়া, বয়স ৫০। ডালাসের একটি মোটেলের বাইরে তাকে নির্মমভাবে খুন করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

ট্রাম্পের দেশে মর্মান্তিক খুন, ভারতীয়'র মৃত্যুতে গর্জে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট, দিলেন ভয়ঙ্কর হুঁশিয়ারি

আমেরিকার মাটিতে মর্মান্তিক খুন এক ভারতীয়। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। মৃতের নাম চন্দ্র নাগামাল্লাইয়া, বয়স ৫০। ডালাসের একটি মোটেলের বাইরে তাকে নির্মমভাবে খুন করা হয়। এই ঘটনায় অভিযুক্ত কিউবা থেকে আসা অবৈধ অভিবাসী ইয়র্ডানিস কোবোস-মার্টিনেজকে (৩৭) ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে এবং বর্তমানে সে ডালাস কাউন্টি জেলে বন্দী। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) জানিয়েছে, অভিযুক্ত অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিল।

Advertisment

দায়িত্ব নিয়েই বিরাট ঘোষণা, নেপাল হিংসায় গভীর ষড়যন্ত্রের গন্ধ সুশীলা কার্কির

ঘটনাটি ঘটে গত ১০ সেপ্টেম্বর সকালে ডালাসের ইস্ট ডাউনটাউন স্যুটস মোটেলের বাইরে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার আগে নাগামাল্লাইয়া ও অভিযুক্তের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। পরে অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে তাকে হত্যা করে। সেই সময় নিহতের স্ত্রী ও সন্তানও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

Advertisment

West Bengal News Live Updates: দিল্লিতে একদা তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তী, কাদের সঙ্গে সাক্ষাৎ জানেন?

নৃশংস এই হত্যাকাণ্ড সামনে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, অবৈধ অভিবাসীদের জন্য আর কোনও ‘রেয়াত’ হবে না। ট্রাম্প বলেন, “চন্দ্র নাগামাল্লাইয়া ছিলেন ডালাসের একজন সম্মানিত ব্যক্তি। তাঁকে একজন অবৈধ কিউবান অভিবাসী নৃশংসভাবে হত্যা করেছে। এর আগে অভিযুক্তকে একাধিক গুরুতর অপরাধে গ্রেপ্তার করা হলেও, বাইডেন প্রশাসনের ব্যর্থতার কারণে তাকে ফেরত পাঠানো হয়নি।” ট্রাম্প আরও হুঁশিয়ারি দেন, 'অবৈধ অভিবাসী অপরাধীদের প্রতি জিরো টলারেন্স নীতি এখন থেকে আরও কড়াভাবে কার্যকর হবে'। 

Durga Puja 2025:অনন্য কীর্তির দুরন্ত নজির! 'বেলপাতার দুর্গা' সাড়া ফেলে দিয়েছে এতল্লাটে

ভারতীয় কূটনৈতিক মহল থেকেও প্রতিক্রিয়া এসেছে। হিউস্টনের ভারতীয় কনস্যুলেট এই হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে। তারা জানিয়েছে, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং সমস্ত রকম সহায়তা প্রদান করা হবে।

Donald Trump