/indian-express-bangla/media/media_files/2025/01/24/3qSVdQ2l3Gkco6TVVRnJ.jpg)
News in West bengal : গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Kolkata News Updates:পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি শেষ কলকাতা হাইকোর্টে। এই মামলাটিতে জামিন হলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল মুক্তির একটা সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। কেন্দ্রীয় সংস্থার সেই গ্রেফতারির পর থেকে এখনও পর্যন্ত জেলে রয়েছেন তিনি। তবে শারীরিক অসুস্থতার কারণে বিভিন্ন সময় তাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে।
সোমবার কলকাতা বিমানবন্দরে ঢোকার সময় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয় আটকায় পুলিশ। বাধ্য হয়েই গাড়ি থেকে নেমে অনেকটা দূরে হেঁটে ভিতরে যেতে হয় তাঁকে। প্রোটোকলের অছিলায় পুলিশ তাঁর গাড়ি আটকেছে বলে অভিযোগ। তবে সুকান্ত মজুমদারের দাবি, রাজ্যের মন্ত্রী সুজিত বসুর গাড়ি ওই এলাকা দিয়েই ভিতরে ঢুকেছে, অথচ তাঁর কনভয়কে আটকানো হয়েছে। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, "পশ্চিমবঙ্গ পুলিশের কি কোনও নতুন প্রটোকল হয়েছে, যেটা কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু রাজ্যের তৃণমূল মন্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? যে অফিসার এটা করেছেন তাঁকে বলছি দিল্লিতে নিয়ে গিয়ে কান ধরে ওঠবোস করাব।"
আরও পড়ুন- WB Teacher:এবার স্কুল শিক্ষকের বাড়িতেই টাকার পাহাড়! ঠাকুরঘর, শোওয়ার ঘরে বস্তা-বস্তা টাকা
আরও পড়ুন- Suvendu Adhikari:'BJP-কে আনুন, যাদবপুরে যত পার্থেনিয়াম আছে সাফ করে দেব', হুঁশিয়ারি শুভেন্দুর
ইডি দফতরে হাজিরা দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোমবার (১৫ সেপ্টেম্বর, ২০২৫) দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেন অভিনেত্রী। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) মামলায় বেআইনি বেটিং অ্যাপ মামলায় আর্থিক লেনদেন মামলায় তাঁকে তলব করেছে। ইডি সূত্রে খবর, এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইডি-র দাবি, ৩৬ বছর বয়সী মিমি চক্রবর্তীর বয়ান নথিভুক্ত করা হচ্ছে। ইতিমধ্যেই এই মামলায় প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ানকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে।
"ওয়াকফ আইনের সব ধারা স্থগিত রাখার যুক্তি নেই।", ওয়াকফ আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে করা মামলার পরিপ্রেক্ষিতে এমনই জানিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, গোটা ওয়াকফ আইনের উপর এই মুহূর্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। বিচারপতিদের বক্তব্য হল, যে যে বিষয়গুলি নিয়ে আপত্তি জানানো হয়েছে আইনের সেই ধারাগুলি সুরক্ষিত করা প্রয়োজন। আপাতত এই মামলার দীর্ঘ সওয়াল-জবাব এখনও চলবে। আদালত এদিন গোটা প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ না দেওয়ায় আপাতত আইনি কার্যক্রম এই ব্যাপারে চলবে। সুতরাং ১০০, ২০০ বা ৩০০ বছরের পুরনো ওয়াকফ সম্পত্তিগুলোরও রেজিস্ট্রেশন করাতে হবে।
আরও পড়ুন-Kolkata Metro: পাতালপথের যাত্রা এবার আরও মসৃণ, যাত্রীদের স্বার্থেই অনবদ্য ভাবনা কলকাতা মেট্রোর!
- Sep 15, 2025 20:27 IST
Kolkata News Live Updates: শাহ দরবারে শুভেন্দু
সোমবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর x হ্যান্ডলে তিনি লিখেছেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সম্মনীয় শ্রী অমিত শাহ জীর সাথে আজ ওনার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করলাম। বিভিন্ন বিষয় নিয়ে আজ ওনার সাথে আলোচনা হয়েছে। ব্যস্ততা সত্বেও প্রায় ৪৫ মিনিট মতো উনি আমাকে সময় দিয়েছেন এর জন্য আমি কৃতজ্ঞ। সম্মানীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে আমি আসন্ন দুর্গাপুজোয় পশ্চিমবঙ্গে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি।"
- Sep 15, 2025 13:33 IST
Kolkata News Live Updates:ষড়যন্ত্রের গন্ধ সুশীলা কার্কির
নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেই বড় ঘোষণা করলেন সুশীলা কার্কি। ৭৩ বছরের প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, তিনি ও তাঁর দল ক্ষমতার স্বাদ নিতে আসেননি। তাঁদের মূল লক্ষ্য আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করা এবং দেশের দায়িত্ব নতুন সংসদের হাতে তুলে দেওয়া। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “আমরা ছয় মাসের বেশি থাকব না। নতুন সংসদের কাছে দায়িত্ব হস্তান্তর করব। আপনাদের সমর্থন ছাড়া আমরা সফল হতে পারব না।”
বিস্তারিত পড়ুন- দায়িত্ব নিয়েই বিরাট ঘোষণা, নেপাল হিংসায় গভীর ষড়যন্ত্রের গন্ধ সুশীলা কার্কির
- Sep 15, 2025 13:32 IST
Kolkata News Live Updates:বিকট শব্দে সাংঘাতিক বিস্ফোরণ!
মুর্শিদাবাদের রানিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য। গতকাল, রাতে বোমা বাঁধতে গিয়েই এই বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে। বোমার আঘাতে একজন জখম হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার দুষ্কৃতী রানিনগরের নজরানা এলাকায় রাতের অন্ধকারে বোমা বাঁধার কাজ করছিল। সেই সময়ে আচমকাই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করছে পুলিশ।
বিস্তারিত পড়ুন- Bomb Explosion:বিকট শব্দে সাংঘাতিক বিস্ফোরণ! কেঁপে উঠেছিল এলাকা, পরের ঘটনা জানলে...
- Sep 15, 2025 13:31 IST
Kolkata News Live Updates:'বেলপাতার দুর্গা' সাড়া ফেলে দিয়েছে
সৃজনশীলতার জাদুতে আবারও চমক দেখালেন সোনারপুরের মিশনপল্লীর বাসিন্দা জয়মাল্য মণ্ডল। এই বছর তিনি তৈরি করেছেন এক অভিনব দুর্গা প্রতিমা—যা পুরোপুরি বানানো হয়েছে বেলপাতা দিয়ে। প্রায় সাড়ে পাঁচশো বেলপাতা ব্যবহার করে গড়ে উঠেছে এই অনন্য প্রতিমা, যা ইতিমধ্যেই এলাকায় কৌতূহল ও প্রশংসার ঝড় তুলেছে।
বিস্তারিত পড়ুন- Durga Puja 2025:অনন্য কীর্তির দুরন্ত নজির! 'বেলপাতার দুর্গা' সাড়া ফেলে দিয়েছে এতল্লাটে
- Sep 15, 2025 12:59 IST
Kolkata News Live Updates:ওয়াকফ আইন স্থগিত নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫-এর উপর গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন রায় দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ-এর বেঞ্চ এই রায় ঘোষণা করে। আদালত জানিয়েছে, গোটা আইন স্থগিত করার কোনও ভিত্তি নেই, তবে কয়েকটি বিতর্কিত ধারা আপাতত কার্যকর হবে না। উল্লেখ্য, গত ২২ মে শুনানি শেষে আদালত রায় সংরক্ষণ করেছিল।
বিস্তারিত পড়ুন- জেলাশাসকের ক্ষমতায় রাশ, ওয়াকফ আইন স্থগিত নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
- Sep 15, 2025 11:42 IST
Kolkata News Live Updates:দুঃসাহসিক চুরি
বেলডাঙা সরুলিয়া গেট পাড়ায় পরপর চারটি বাড়িতে দুঃসাহসিক চুরি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত দুটো নাগাদ পরপর চারটি বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। একটি বাড়িতে ঢুকে প্রায় সাড়ে তিন ভরি সোনার গয়না এবং ৫০ হাজার টাকা-সহ অন্যান্য বাড়ি থেকে লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। আতঙ্কে এলাকাবাসী, তদন্তে বেলডাঙা থানার পুলিশ।
- Sep 15, 2025 11:31 IST
Kolkata News Live Updates:সেনাবাহিনীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
কলকাতায় ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর অনুষ্ঠানে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালই তিনি কলকাতায় পা রেখেছেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি ফোর্ট উইলিয়ামের বিশেষ অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-সহ তিন সেনাবাহিনীর শীর্ষকর্তারা। তবে এদিনের অনুষ্ঠানের ফাঁকে রাজ্য BJP নেতাদের সঙ্গে আলাদা করে মোদীর বৈঠকের কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি।
- Sep 15, 2025 10:13 IST
Kolkata News Live Updates:বেঘোরে প্রাণ গেল যুবকের!
মাছ ধরতে গিয়ে বচসার জেরে নাবালকের ইটের আঘাতে মৃত্যু যুবকের। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার গোঠরা গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া এলাকায়। পুলিশ জানায় মৃত যুবকের নাম তুফান মণ্ডল (২৫), তাঁর বাড়ি তেঘরিয়া এলাকায়। নিহত যুবক পেশায় রাজমিস্ত্রি।
বিস্তারিত পড়ুন- Youth Dies: বেঘোরে প্রাণ গেল যুবকের! মাছ ধরতে গিয়ে কী এমন ঘটল?
- Sep 15, 2025 10:12 IST
Kolkata News Live Updates:সাতসকালে কলকাতায় কাঁপিয়ে বৃষ্টি
কলকাতায় সোমবার সকালেই প্রবল বৃষ্টিতে রীতিমতো জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে ফের একবার। পুজোর আগেই বর্ষার বিদায়ঘণ্টা বাজলেও বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না। এবার পুজোর মুখে ফের একবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপটির সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বেশ কিছু জেলায় ফের শুরু বৃষ্টি। সবমিলিয়ে আগামী কয়েকদিন কেমন যাবে গোটা রাজ্যের আবহাওয়া? আজ কোন কোন জেলায় দিনভর বৃষ্টি? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে।
বিস্তারিত পড়ুন- Youth Dies: বেঘোরে প্রাণ গেল যুবকের! মাছ ধরতে গিয়ে কী এমন ঘটল?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us