/indian-express-bangla/media/media_files/2025/06/19/navy-2025-06-19-16-26-12.jpg)
Indian Navy officer stuck in Israel: বাবা-মায়ের সঙ্গে নেভি অফিসার অরিত্র সিনহা।
ছেলে ইজরায়েলে নেভিতে প্রশিক্ষণরত। বীরভূমের মল্লারপুরে উৎকণ্ঠায় বাবা-মা। ছেলে বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা। বীরভূমের মল্লারপুরের বাহিনা এলাকার বাসিন্দা অরিত্র সিনহা। ২০২২ সালে ইন্ডিয়ান নেভিতে যোগদান করেন অরিত্র। এরপর ভারত সরকার ইজরায়েলে তাঁকে পাঠায় প্রশিক্ষণের জন্য। সেখানে যাওয়ার পর থেকেই ইরানের সঙ্গে ইজরায়েলের 'যুদ্ধ' শুরু হয়ে গিয়েছে। ফলে আটকে যায় তাঁর দেশে ফেরা।
এদিকে ছেলেকে নিয়ে ঘোর উৎকণ্ঠায় দিন কাটছে বাবা-মায়ের। বীরভূমের মল্লারপুরের বাড়িতে রয়েছেন অরিত্রর বাবা জয়শঙ্কর সিনহা ও মা অনিমা সিনহা। বৃহস্পতিবার অরিত্র সিনহার বাবা জয়শঙ্কর সিনহা বলেন, "শুক্রবার ছেলের ইজরায়েল থেকে দেশে ফেরার কথা ছিল। সেই মতো প্লেনের টিকিটও ছিল। কিন্তু ইজরায়েলের সমস্ত বিমানবন্দর বন্ধ থাকায় শুক্রবার দেশে ফেরা অনিশ্চিত হয়ে গিয়েছে।"
তিনি আরও বলেন, "ওঁর জন্য খুব চিন্তা হচ্ছে। রাতে ঘুম হচ্ছে না। ছেলে ভারতীয় অভিবাসন দফতরে জানিয়েছে। কিন্তু সেখান থেকে কোনও সবুজ সংকেত মেলেনি।" অরিত্র পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, অরিত্র চলতি বছরের ৩ মে ইজরায়েলে যায় ইন্ডিয়ান নেভির ডিপার্টমেন্ট ট্রেনিং করার জন্য। সেখানে দেড় মাস থাকার কথা ছিল তাঁর। তবে ইজরায়েলের বর্তমান পরিস্থিতি খারপ থাকায় আপাতত সে দেশেই আটকে পড়েছেন অরিত্র। শুক্রবার তাঁর দেশে ফেরার কথা থাকলেও আপাতত তা আর হচ্ছে না।
আরও পড়ুন- Accident: ভয়াবহ দুর্ঘটনার কবলে দেড়শোর বেশি বাংলাদেশি, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি
অরিত্র বাবা জয়শঙ্কর সিনহা বলেন, "বুধবার রাতে ছেলের সাথে কথা হয়েছিল। ও জানিয়েছে সে ভালো আছে। কোনও ভয় নেই। সেফটি জায়গায় আছে। ইজরায়েলের তেল আভিভ শহরের একটি হোটেলে আছে। তবে তার চারপাশে মুহুর্মুহু বোমার শব্দ পাওয়া যাচ্ছে। ডিপার্টমেন্ট তাদের দেশের ফেরা জন্য ব্যবস্থা করছে। দেশে ফিরতে না পারায় খুব দুচিন্তায় রয়েছি আমরা।"