West Bengal News Highlights: বজবজে ধুন্ধুমার, সুকান্ত মজুমদারকে ঘিরে বেনজির বিক্ষোভ, উঠল চোর স্লোগান, ছোঁড়া হল পাথর-জুতো

West Bengal News Updates 19 June 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া এবং বিনোদন জগতের একেবারে টাটকা খবরের সেরার সেরা আপডেট জেনে নিন।

West Bengal News Updates 19 June 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া এবং বিনোদন জগতের একেবারে টাটকা খবরের সেরার সেরা আপডেট জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Sukanta Majumder Suvendu Adhikari  Mamata Bajerjee Digha jaganath Temple

বজবজে ধুন্ধুমার, সুকান্ত মজুমদারকে ঘিরে বেনজির বিক্ষোভ, উঠল চোর স্লোগান, ছোঁড়া হল পাথর-জুতো

west bengal news highlights:আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে বজবজে নজিরবিহীন বিক্ষোভের মুখে রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাকে ঘিরে ওঠে চোর চোর স্লোগান। এমনকী কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করে জুতো ছোঁড়া হয় বলে অভিযোগ। ১০০ দিনের বকেয়ার দাবিতে আজ বিক্ষোভ বলেই দাবি বিক্ষোভকারীদের। যদিও আজকের এই বিক্ষোভ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আজ গণতন্ত্রকে ধর্ষণ করা হল। পরিকল্পনা করে এই অশান্তি করানো হল। বাংলাদেশিদের দিয়ে অশান্তি সৃষ্টি করানো হচ্ছে বলেও তোপ দাগেন সুকান্ত মজুমদার। ডায়মন্ড হারবারের বজবজ হালদারপাড়া থেকে বেরিয়ে তৃণমূলের হাতে আক্রান্তদের নিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।  

Advertisment

গুরুতর অসুস্থ বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত ১৪ তারিখ থেকে তিনি আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। আরও উন্নত চিকিৎসার জন্য আজ বিকেল ৫.৩০টার এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকদের দল। দিল্লি AIIMS-এ আরও উন্নত চিকিৎসা পরিষেবা পেতেই নিয়ে যাওয়া হচ্ছে প্রাক্তন বিচারপতিকে। 

২০১০ সালের পরে রাজ্য সরকারের দেওয়া সব OBC সার্টিফিকেট বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের সেই নির্দেশের পরেও কলকাতা পুরসভায় নিয়োগ প্রক্রিয়া চলা নিয়ে প্রশ্ন বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চের। বৃহস্পতিবার কলকাতা পুরসভার আগের দেওয়া নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করল হাইকোর্ট। এরই পাশাপাশি ২০১০ সালের আগের ওবিসি জনগোষ্ঠীকে নিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ বলেন, "ডিভিশন বেঞ্চ নির্দেশে স্পষ্ট করে বলেছে ৬৬ টি সম্প্রদায় নিয়ে এবং ৭ শতাংশ সংরক্ষণ নীতি মেনে কাজ করার কথা। আজই পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে। ওবিসি নিয়ে মামলায় ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনেই করতে হবে এই নিয়োগ প্রক্রিয়া।"

Advertisment

বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর ওপর থাকা ব্রিজ ভেঙে পড়ায় চূড়ান্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। মানকানিলি গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৪ থেকে ১৫ টি গ্রাম ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে। ইতিমধ্যেই বাঁকুড়া শহরের সঙ্গে সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই গ্রামগুলির। বৃষ্টি আরও বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

আরও পড়ুন- AC local train:শিয়ালদহ থেকেই AC লোকাল, ট্রেন ছুটবে কোন রুটে? ভাড়া জানলে আহ্লাদে আটখানা হবেনই!

 অন্যদিকে, এখনও পর্যন্ত নিজের অবস্থানেই অনড় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের অনুরোধেই শেষমেষ গত মে মাসে সংঘর্ষবিরতি মেনে নিয়েছিল ভারত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এ কথা বারবার বলেছেন। তবে ফের একবার গত মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে 'যুদ্ধ পরিস্থিতি' থামানোর কৃতিত্ব দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। কানাডায় G7 সম্মেলন থেকে আগেভাগে বেরিয়ে যেতে হয়েছিল ট্রাম্পকে। মিটিংয়ের ফাঁকে মোদী-ট্রাম্পের আলাদা করে কোনও কথা হয়নি। তবে গতকাল দুই রাষ্ট্র প্রধানের মধ্যে ফোনে আধঘন্টারও বেশি সময় কথা হয়েছে। 

আরও পড়ুন- illegal arms: বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বারবার নাম জড়াচ্ছে রাজ্যের এই জেলার

  • Jun 19, 2025 16:37 IST

    West Bengal News Live:দিল্লির AIIMS-এ নিয়ে যাওয়া হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে

    গুরুতর অসুস্থ বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আলিপুরের বেসরকারি হাসপাতালে দিন কয়েক ভর্তি ছিলেন তিনি। তবে হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হলেও তিনি এখনও সংকটমুক্ত নন। প্যানক্রিয়াটাইটিস ও গ্যাসট্রো ইনটেস্টাইনাল সেপসিসে ভুগছেন প্রাক্তন বিচারপতি। এই পরিস্থিতিতে তাঁকে দিল্লির AIIMS হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 



  • Jun 19, 2025 15:32 IST

    West Bengal News Live:বিমানের জরুরি অবতরণ

    মাঝ আকাশে ফের তুমুল আতঙ্ক! প্রবল ঝাঁকুনি, এবার আরও একটি হায়দরাবাদ থেকে তিরুপতিগামী স্পাইসজেটের বিমানের জরুরি অবতরণ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিমানের সকল যাত্রী। দেশজুড়ে একের পর এক উড়ান দুর্ঘটনার মাঝেই এবার হায়দরাবাদ-তিরুপতিগামী স্পাইসজেটের ফ্লাইট SG 2696-এ দেখা দিল যান্ত্রিক ত্রুটি। ফলে, ওড়ার কিছু সময় পরই বিমানটিকে জরুরি অবতরণ করাতে হয় রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।



  • Jun 19, 2025 15:30 IST

    West Bengal News Live:মেঘালয় হানিমুন মার্ডারে নয়া মোড়

    রাজা রঘুবংশী হত্যা মামলার তদন্তে আরও এক নতুন মোড়। সোনম রঘুবংশীর মোবাইল কল রেকর্ড ঘেঁটে শিলং পুলিশ পেয়েছে বিস্ফোরক তথ্য। জানা গেছে, খুনের ঠিক আগে আগে সোনম এক ব্যক্তি—সঞ্জয় ভার্মা—এর সঙ্গে ২৫ দিনের মধ্যে ১১২ বার যোগাযোগ করেছিলেন। অর্থাৎ গড়ে প্রতিদিন অন্তত ৪ থেকে ৫ বার ফোনে কথা হয়েছে তাঁদের মধ্যে।

    বিস্তারিত পড়ুন- Honeymoon Murder Case: মেঘালয় হানিমুন মার্ডারে 'সঞ্জয় ভার্মার' গ্র্যান্ড এন্ট্রি, ২৫ দিনে ১১২ বার কথা সোনমের সঙ্গে, হাঁ দুঁদে অফিসাররা



  • Jun 19, 2025 15:28 IST

    West Bengal News Live:শিয়ালদহ থেকেই AC লোকাল

    শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য বাম্পার সুখবর। এবার শিয়ালদহ শাখায় এসি লোকাল ট্রেন। এসি লোকাল ট্রেন শহরতলীতে আপাতত পরীক্ষামূলকভাবে চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কম ভাড়া এই এসি লোকাল ট্রেন পরিষেবা যাত্রীদের কাছে ক্রমেই বিপুল জনপ্রিয়তা পাবে বলে আশা করছে রেলকর্তারা।

    বিস্তারিত পড়ুন- AC local train:শিয়ালদহ থেকেই AC লোকাল, ট্রেন ছুটবে কোন রুটে? ভাড়া জানলে আহ্লাদে আটখানা হবেনই!



  • Jun 19, 2025 13:41 IST

    West Bengal News Live:বিতর্কে BJP প্রার্থী

    নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন চলছে। দেবগ্রামের অন্নপূর্ণা প্রাথমিক বিদ্যালয়ের ১৭৩ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী আশীষ ঘোষ। ভোট দিয়ে বেরোনোর পর তিনি মধ্যমা দেখান, এই বিষয়টিকে কেন্দ্র করেই ছড়িয়েছে বিতর্ক।



  • Jun 19, 2025 13:40 IST

    West Bengal News Live:প্রাক্তন উপাচার্যকে জিজ্ঞাসাবাদ সিআইডির

    বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা উধাও হয়ে যাওয়া কাণ্ডের তদন্তে প্রাক্তন উপাচার্য ডঃ নিমাই চন্দ্র সাহাকে তলব করেছিল CID। সেই তলব মোতাবেক আইনজীবীকে সঙ্গে নিয়ে বর্ধমানের সিআইডি দফতরে পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন উপাচার্য। সিআইডি অফিসারদের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়েই তিনি বেরিয়ে গিয়েছেন। 

    বিস্তারিত পড়ুন- CID:রাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের কোটি-কোটি টাকা গায়েব, প্রাক্তন উপাচার্যকে জিজ্ঞাসাবাদ সিআইডির



  • Jun 19, 2025 13:10 IST

    West Bengal News Live:স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

    সোনারপুরের মিশনপল্লিতে অবস্থিত একটি বেসরকারি ইংরেজি মাধ্যম নারায়ণা স্কুলের বিরুদ্ধে ফি বৃদ্ধির অভিযোগে সরব হলেন অভিভাবকরা। বৃহস্পতিবার সকাল থেকে স্কুলের সামনে জমায়েত হয়ে বিক্ষোভে ফেটে পড়েন বহু অভিভাবক। তাঁদের অভিযোগ, বছর শুরুর পর অ্যাডিশনাল কিছু খরচ চাপিয়ে দেওয়া হয়েছে, যার জন্য অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।
     অভিভাবকদের একাংশ জানান, ভর্তি নেওয়ার সময় স্কুল ড্রেসের টাকা নেওয়া হয়েছিল। কিন্তু ক্লাস শুরু হওয়ার পরে আবার নতুন ইউনিফর্মের নাম করে টাকা দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, ডিজিটাল ক্লাস ও অন্যান্য সুবিধার নামে মাঝপথেই একাধিকবার নতুন ফি আরোপ করা হয়েছে। 



  • Jun 19, 2025 12:39 IST

    West Bengal News Live:দিঘায় রথ টানতে পাটের রশি কোথা থেকে পাঠানো হচ্ছে জানেন?

    মন্দির তৈরির পর এবারই প্রথম দিঘায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। দিঘার এই ঐতিহাসিক রথযাত্রায় শামিল হবেন লাখো লাখো ভক্ত। রথে চড়ে জগন্নাথ যাবেন মাসির বাড়ি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দর্শনার্থীদের সুবিধার্থে ১ কিলোমিটার লম্বা রথের রশি রাখা হবে দিঘায়। জানা গিয়েছে দীঘায় রথের রশি নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা থেকেই। 

    বিস্তারিত পড়ুন- Rath Yatra 2025:দিঘায় রথ টানতে দীর্ঘাকার পাটের রশি কোথা থেকে পাঠানো হচ্ছে জানেন?



  • Jun 19, 2025 12:19 IST

    West Bengal News Live: SSC-এর নয়া শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গত ৩ দিনে কত আবেদন?

    গত ১৮ জুন দুপুর পর্যন্ত প্রায় ১৬ হাজার আবেদন জমা পড়েছে। স্কুল সার্ভিস কমিশনের নবম-দশমের জন্য ২৩ হাজারেরও বেশি শিক্ষকের শূন্য পদ তৈরি করা হয়েছে। এরই পাশাপাশি ৪ হাজার ৩৫২টি শূন্যপদ রয়েছে ভৌত বিজ্ঞানের শিক্ষকের জন্য। অঙ্কের শিক্ষকের জন্য রয়েছে ৩৯০১টি শূন্যপদ। এই সব শুন্য পদে নিয়োগের জন্যই পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। সেই পরীক্ষারই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, শুরু হয়েছে আবেদন।

    বিস্তারিত পড়ুন- SSC-এর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু, গত ৩ দিনে কত আবেদন জমা পড়েছে জানেন?



  • Jun 19, 2025 12:17 IST

    West Bengal News Live: কালীগঞ্জে সকাল ১১টা পর্যন্ত ৩০.৬৪% ভোটদান

    কালীগঞ্জে চলছে বিধানসভা উপনির্বাচন। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহণ পর্ব। কালীগঞ্জে সকাল ১১টা পর্যন্ত ৩০.৬৪% ভোট পড়েছে। 



  • Jun 19, 2025 10:33 IST

    West Bengal News Live: সকাল ৯ টা পর্যন্ত ১০.৮৩% ভোটদান

    নদিয়ার কালীগঞ্জে চলছে উপনির্বাচন। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে চলচে ভোটগ্রহণ পর্ব। কালীগঞ্জে সকাল ৯টা পর্যন্ত ১০.৮৩% ভোটদান হয়েছে।



  • Jun 19, 2025 10:15 IST

    West Bengal News Live: কেউ জানে না আমি কী করতে যাচ্ছি: ট্রাম্প

    মঙ্গলবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পর ইরান আলোচনায় আগ্রহী। তবে, ট্রাম্প সতর্ক করে বলেছিলেন যে, "এখন অনেক দেরি হয়ে যেতে পারে" এবং আরও উত্তেজনা বৃদ্ধির ক্ষেত্রে ইজরায়েলকে সামরিকভাবে সমর্থন করা হবে কিনা সে বিষয়ে তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেননি।

    বিস্তারিত পড়ুন- Trump Iran negotiation:‘কেউ জানে না আমি কী করতে যাচ্ছি’, ইজরায়েল-ইরান সংঘাতে ট্রাম্পের মন্তব্যে কীসের ইঙ্গিত?



  • Jun 19, 2025 09:28 IST

    West Bengal News Live: প্রার্থীর ভোটদান

    কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন চলছে। সকাল থেকে কালীগঞ্জের বিভিন্ন এলাকায় বৃষ্টি চলছে। তবে বৃষ্টি মাথায় নিয়েই ছাতা হাতে বুথের পথে ভোটারররা। কালীগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ ভোট দিলেন মীরা গার্লস হাইস্কুলের বুথে।

     

    Kaliganj by-election,Alifa ahmed,tmc,কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন
    Kaliganj Bypoll: ভোট দিনেল তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ।

     



  • Jun 19, 2025 09:20 IST

    West Bengal News Live: ভোট বন্ধ ১ ঘণ্টা

    সকাল থেকে কালীগঞ্জের বুথে বুথে ভোটারদের লম্বা লাইন। দেবগ্রাম অন্নপূর্ণা প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ১৬৭ নম্বর বুথে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় প্রায় ১ ঘন্টা ভোট বন্ধ ছিল। RSP-এর প্রাক্তন বিধায়ক ধনঞ্জয় মোদক বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 



  • Jun 19, 2025 09:15 IST

    West Bengal News Live: আজ ভারী বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি

    দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের সঙ্গেই তুমুল দুর্যোগ শুরু হয়েছে জেলায় জেলায়। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরেই এই পরিস্থিতি। আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, আজ তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও।

    আরও পড়ুন- Kolkata Weather Update today:আজ ভারী বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি, সঙ্গে জোরালো দাপট প্রবল ঝোড়ো হাওয়ার



  • Jun 19, 2025 09:13 IST

    West Bengal News Live: হাইকোর্টের নির্দেশে খুশি রূপান্তরকামী মহিলা

    পাসপোর্টের জন্য আবেদনকারী রূপান্তরকারী এক মহিলার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবেচনার নির্দেশ কলকাতা হাইকোর্টের। ২০২৩ সালে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন ওই রূপান্তরকারী মহিলা। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বলেন, "আবেদনকারীর পাসপোর্ট আবেদন বিবেচনার সময় আবেদনকারীর ট্রান্সজেন্ডার পরিচয়পত্র বিবেচনা করা হবে।"

    বিস্তারিত পড়ুন- Calcutta High Court:পাসপোর্টের আবেদনে রূপান্তরকামী পরিচয়পত্র গৃহীত হবে: কলকাতা হাইকোর্ট



Bengali News Today Israel-Iran conflict MGNREGA Kaliganj by-election