INDIGO: অবতরণের সময় রানওয়েতে ধাক্কা খেল ইন্ডিগোর বিমান, অল্পের জন্য রক্ষা, প্রাণে বাঁচলেন যাত্রীরা

INDIGO: মুম্বই বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান। অবতরণের সময় বিমানের লেজের শেষ অংশ রানওয়ের সঙ্গে ধাক্কা খাওয়ায় চরম বিপত্তি।

INDIGO: মুম্বই বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান। অবতরণের সময় বিমানের লেজের শেষ অংশ রানওয়ের সঙ্গে ধাক্কা খাওয়ায় চরম বিপত্তি।

author-image
IE Bangla Web Desk
New Update
"indigo flght, indigo tickets, indigo patna to delhi, indigo delhi flight, flight bird hit, patna to delhi indigo flight, delhi flights, Breaking News, latest news today's, latest news, Latest Breaking News, Breaking News, Today's Breaking and Latest news, Latest News Today, Latest Breaking News Headlines

মুম্বই বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান

INDIGO: মুম্বই বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান। অবতরণের সময় বিমানের লেজের শেষ অংশ রানওয়ের সঙ্গে ধাক্কা খাওয়ায় চরম বিপত্তি। তবে শেষ পর্যন্ত কোনও অঘটন ঘটেনি এবং বিমানে থাকা সমস্ত যাত্রী ও ক্রু মেম্বারদের সম্পূর্ণ নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। বিমান সংস্থা জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

Advertisment

আরও পড়ুন- 'মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীকেই নিতেই হবে',মমতাকে 'আগুনে আক্রমণ' প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

তথ্য অনুযায়ী, ব্যাংকক থেকে আসা 6E 1060 ফ্লাইটটি শনিবার ভোর প্রায় ৩টা ৬ মিনিটে মুম্বই বিমানবন্দরের রানওয়ে ২৭-এ অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে। খারাপ আবহাওয়ার কারণে অবতরণের সময় বিমানের লেজ রানওয়ের সঙ্গে  ধাক্কা খায়। এরপর বিমানটি পুনরায় উড়ে এবং নিরাপদে অবতরণ করে।

Advertisment

ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর বিমানটিকে গ্রাউন্ডেড করা হয়েছে। স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনে বিমানের প্রয়োজনীয় পরীক্ষা, মেরামত এবং নিয়ন্ত্রক অনুমোদনের পরই এটি ফের পরিষেবায় নামবে। সংস্থার মুখপাত্র বলেছেন, “আমাদের গ্রাহক, ক্রু এবং বিমানের নিরাপত্তাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। এই ঘটনার কারণে কার্যক্রমের উপর প্রভাব যাতে না পড়ে, তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি।”

অন্যদিকে, ডিজিসিএ (DGCA) ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছে। এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এই বিষয়ে একটি আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে। তবে অভিযোগ উঠেছে, বিমান সংস্থা বা পাইলটরা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে (ATC) ঘটনাটির বিষয়ে সঙ্গে সঙ্গে কিছু জানায়নি।

আরও পড়ুন-বিরাট দুর্ঘটনা এড়াল এয়ার ইন্ডিয়ার বিমান, অবতরণের সময় একদিকে হেলে পড়লেন যাত্রীরা, তুমুল চাঞ্চল্য

Indigo Airlines