Visva-Bharati University: ভাষা দিবস পালিত হবে না বাংলাদেশ ভবনে! বিজ্ঞপ্তি জারি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের

Visva-Bharati University: বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর, সে দেশে টালমাটাল পরিস্থিতির কথা মাথায় রেখে বাংলাদেশ ভবনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অনেকেই। যদিও, এর প্রভাব বাংলাদেশ ভবনের উপর আদৌ পড়বে না, বলে বাংলাদেশ ভবন আধিকারিক সূত্রে খবর।

author-image
Ashis Kumar Mondal
New Update
Visva Bharati University issue show cause notice to some professors

Visva-Bharati University: বাংলাদেশ ভবনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অনেকেই

Visva-Bharati University: বাংলাদেশ ভবনে পালিত হবে না ভাষা দিবস। তবে বিশ্বভারতীতে যথারীতি পালিত হবে আন্তর্জাতিক ভাষা দিবস। বিশ্বভারতী সূত্রে খবর, বাংলাদেশ ভবনের সংস্কার চলছে। তাই এবছর বাংলাদেশ ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত থাকছে। 

Advertisment

এদিকে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর, সে দেশে টালমাটাল পরিস্থিতির কথা মাথায় রেখে বাংলাদেশ ভবনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অনেকেই। যদিও, এর প্রভাব বাংলাদেশ ভবনের উপর আদৌ পড়বে না, বলে বাংলাদেশ ভবন আধিকারিক সূত্রে খবর। 

এ ব্যাপারে বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক (ভারপ্রাপ্ত) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান, অন্যান্য বছরের মতো এবছরও যথাযথ মর্যাদার সঙ্গে ২১ ফেব্রুয়ারি ইউনেস্কো-ঘোষিত 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' পালন করবে বিশ্বভারতী। ওইদিন সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক অতিথি নিবাসের সামনে থেকে ( 'পূরবী' গেট) একটি সাংগীতিক পরিক্রমা পৌঁছোবে ইন্দিরা গান্ধী কেন্দ্রে। সেখানে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। 

আরও পড়ুন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা 'অতিরঞ্জিত'! দিল্লিতে দাবি বিজিবি-র ডিজির 

Advertisment

উল্লেখ্য, গত ২০১৭ সালে শান্তিনিকেতনে পূর্বপল্লীর পিছনের মাঠে ১ লক্ষ ৪০ হাজার বর্গ ফুট জায়গাজুড়ে তৈরি হয়েছিল আন্তর্জাতিক বাংলাদেশ ভবন ৷ বাংলাদেশ সরকারের ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল এই ভবন৷ দুই বাংলার সংহতির প্রতীক এই ভবনের নকশা নিজে হাতে তৈরি করেছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ 

পরের বছর অর্থাৎ ২০১৮ সালের ২৫ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভবনের উদ্বোধন করেছিলেন৷ সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Bangladesh Sheikh Hasina Visva-Bharati University Mother Language Bangladesh Violence Bhasha Diwas Bangladesh Unrest