West Bengal News Highlights: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা 'অতিরঞ্জিত'! দিল্লিতে দাবি বিজিবি-র ডিজির

West Bengal News Highlights Today 20 Feb, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Highlights: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনাকে ‘অতিরঞ্জিত’ বলে দাবি করলেন বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনী ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি)-এর ডিজি মহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি। বৃহস্পতিবার দিল্লিতে বিএসএফ এবং বিজিবির শীর্ষকর্তাদের মধ্যে ৫৫তম দ্বিবার্ষিক বৈঠক হয়। সেই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বিজিবি প্রধান দাবি করেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা অতিরঞ্জিত। বহু সংখ্যালঘু ভয় পেয়ে আমাদের সাহায্য চেয়েছিলেন। বিজিবি তাঁদের সাহায্যের বিষয়ে আশ্বস্ত করে।”

Advertisment

ট্যাংরা-কাণ্ডে দে পরিবারের দুই বধূ এবং কিশোরীর মৃত্যু কী ভাবে হল, তার ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে। দুই মহিলারই মৃত্যু হাত এবং গলা থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে, এমনটাই ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ। কিশোরীর মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। তার হাত এবং পা নীল হয়ে গিয়েছিল। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট, তিন জনকেই খুন করা হয়েছে।

বাংলাদেশে তৈরি হতে চলেছে নতুন একটি রাজনৈতিক দল। এমনই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম 'প্রথম আলো'য়। ওপার বাংলার নয়া এই রাজনৈতিক দল তৈরির পিছনে মূল মাথা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসই, এমনই ধারণা অনেকের। যদিও এব্যাপারে স্পষ্ট কোনও তথ্য মেলেনি। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকায় এই নতুন দলের ঘোষণা হতে পারে। ওপার বাংলার নতুন এই রাজনৈতিক দলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা থাকতে পারেন। বাংলাদেশের নতুন সেই রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম চূড়ান্ত হয়েছে বলে দাবি করা হয়েছে 'প্রথম আলো'য় প্রকাশিত প্রতিবেদনে।

হাওড়ায় গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ আধিকারিক। বুধবার মাঝরাতে হুগলির চন্ডীতলা থানার আইসি গুলিবিদ্ধ হন হাওড়ায়। গতরাতে আইসি জয়ন্ত পালের সঙ্গে গাড়িতে এক মহিলাও ছিলেন বলে দাবি। কীভাবে গুলি চলল তা এখনও স্পষ্ট হয়নি। শিবপুরের ঘোষপাড়া পেট্রোল পাম্পের কাছে গুলিবিদ্ধ হন তিনি। গুলিবিদ্ধ জয়ন্ত পাল নামে ওই পুলিশ আধিকারিক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। নিজের গাড়িতেই গুলিবিদ্ধ হন আইসি জয়ন্ত পাল। নিজের সার্ভিস রিভলবার থেকেই সম্ভবত গুলিবিদ্ধ হয়েছেন ওই ব্যক্তি। আইসি জয়ন্ত পালের বাঁ হাতে গুলি লেগেছে।

Advertisment

 

  • Feb 20, 2025 17:56 IST

    West Bengal News Live: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা 'অতিরঞ্জিত'! দিল্লিতে দাবি বিজিবি-র ডিজির

    বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনাকে ‘অতিরঞ্জিত’ বলে দাবি করলেন বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনী ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি)-এর ডিজি মহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি। বৃহস্পতিবার দিল্লিতে বিএসএফ এবং বিজিবির শীর্ষকর্তাদের মধ্যে ৫৫তম দ্বিবার্ষিক বৈঠক হয়। সেই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বিজিবি প্রধান দাবি করেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা অতিরঞ্জিত। বহু সংখ্যালঘু ভয় পেয়ে আমাদের সাহায্য চেয়েছিলেন। বিজিবি তাঁদের সাহায্যের বিষয়ে আশ্বস্ত করে।”

     



  • Feb 20, 2025 17:07 IST

    West Bengal News Live: ট্যাংরা কাণ্ডে দুই বধূ এবং কিশোরীকে খুনই করা হয়েছে, উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে

    ট্যাংরা-কাণ্ডে দে পরিবারের দুই বধূ এবং কিশোরীর মৃত্যু কীভাবে হল, তার ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে। দুই মহিলারই মৃত্যু হাত এবং গলা থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে, এমনটাই ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ। কিশোরীর মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। তার হাত এবং পা নীল হয়ে গিয়েছিল। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট, তিন জনকেই খুন করা হয়েছে।

     



  • Feb 20, 2025 15:18 IST

    West Bengal News Live:মমতার পাশে শংকরাচার্য

    মহাকুম্ভ'কে 'মৃত্যুকুম্ভ' বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই মমতার বিরুদ্ধে তেলে-বেগুনে জ্বলে ওঠেন BJP নেতারা। যোগী আদিত্যনাথ থেকে শুরু করে, শিবরাজ সিং চৌহানদের পাশাপাশি শুভেন্দু অধিকারীরাও মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনায় সরব হন। তবে এত কিছুর মধ্যেও শংকরাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন। সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "৩০০ কিলোমিটার লম্বা যানজট। অব্যবস্থা নয় তো এটা কী! পুণ্যের আশায় পুণ্যার্থীরা যেখানে ডুব দিচ্ছেন সেটা অপরিষ্কার জল। বিজ্ঞানীরা বলেছেন, ওই জল স্নানের যোগ্যই নয়। ১২ বছর অন্তর মহাকুম্ভ হয়। আগে থেকে কেন ব্যবস্থা নেওয়া হয়নি।"



  • Feb 20, 2025 13:37 IST

    West Bengal News Live:ভরা ফাল্গুনে ভিজল কলকাতা

    আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই ভরা ফাল্গুনে ভিজল কলকাতা। বৃহস্পতিবার বেলা বাড়তেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে যায় কলকাতা শহরে। শুধু কলকাতাই নয়, বৃহস্পতিবার বেলা বাড়তেই একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাচ্ছে। দুর্যোগের এই পরিস্থিতি থেকে এখনই রেহাই নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা সহ রাজ্যের জেলায়-জেলায় আগামী রবিবার পর্যন্ত এই দুর্যোগ দফায়-দফায় চলবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।



  • Feb 20, 2025 11:55 IST

    West Bengal News Live:মেট্রো বন্ধ

    সিগন্যালিং সংক্রান্ত পরীক্ষার প্রয়োজনে ফের এক দফায় আজ থেকে মেট্রো বন্ধ। আজ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোরেলের পরিষেবা বন্ধ। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা মিলবে না। এর আগেও প্রথম পর্বে এই মেট্রোর পরিষেবা বন্ধ রাখা হয়েছিল চারদিন। এবার দ্বিতীয় পর্বে আজ থেকে পরপর চারদিন ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ। তবে মেট্রো বন্ধ থাকার জেরে এই রুটে পথে থাকছে বাড়তি বাস-অ্যাপ ক্যাব, তেমনই জলপথে ভেসেল পরিষেবার সংখ্যাও বাড়ানো হয়েছে।



  • Feb 20, 2025 10:29 IST

    West Bengal News Live:ঝড়-বৃষ্টির পূর্বাভাস

    চলতি সপ্তাহের একেবারে শেষ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝড়-বৃষ্টির জেরে রবি শস্যের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today:একটানা কয়েকদিন ঝড়-বৃষ্টির দাপট দেখবে বাংলা, প্রবল এই দুর্যোগের শেষ কবে?



  • Feb 20, 2025 10:12 IST

    West Bengal News Live:মমতার সমালোচনায় শমীক

    "মহাকুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তার জন্য গোটা বিশ্ববাসীর কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত। মুখ্যমন্ত্রীর তাঁর মন্তব্যের মধ্য দিয়ে ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও মহাকুম্ভের ঐতিহ্যকে অপমান করেছেন।" এবার মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' মন্তব্যে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনায় সরব বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। এরই পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ব্রাক্ষ্মণ্যবাদ' মন্তব্য নিয়েও কটাক্ষ করেছেন। 



  • Feb 20, 2025 10:07 IST

    West Bengal News Live:শুভেন্দুকে আক্রমণে তৃণমূল

    ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলেও নন্দীগ্রামে হারতে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সেদিন থেকে মাঝে মধ্যেই বলে থাকেন, "কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, তাছাড়া যত দিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকবেন ততদিন তাঁর কানের সামনে বাজবে আমি হেরেছি, হেরেছি, হেরেছি।" সম্প্রতি  তিনি বলতে শুরু করেছেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। এবার ভবানীপুর ইস্যুতে পাল্টা জবাব দিল তৃণমূল কংগ্রেস।
     

    বিস্তারিত পড়ুন- Mamata-Suvendu:'২৬-এর ভোটে ভবানীপুরে মমতার বিরুদ্ধে শুভেন্দু? জল্পনার শুরুতেই অলআউট আক্রমণে তৃণমূল



  • Feb 20, 2025 09:17 IST

    West Bengal News Live: ফের জালে 'দানব মাছ'

    আবারও দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল প্রকাণ্ড দু'টি মাছ। সেই মাছ ধরে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারের মৎস্য আড়তে আনতেই রীতিমতো ভিড় জমে গিয়েছিল। বিরাট আকারের ওই দু'টি মাছ লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। এর আগেও কাকদ্বীপের সমুদ্র থেকে এমন বড় মাপের মাছ জালে তুলেছিলেন মৎস্যজীবীরা। বিদেশের বাজারে এই সব মাছের কদর আরও বেশি বলে জানা গিয়েছে।

    বিস্তারিত পড়ুন-Big Fish: ফের জালে 'দানব মাছ', মুহূর্তেই জীবন গেল বদলে! লক্ষ লক্ষ টাকা মৎস্যজীবীর ঝুলিতে



  • Feb 20, 2025 08:49 IST

    West Bengal News Live: কারখানায় বিক্ষোভ

    সোনারপুরের রামচন্দ্রপুরে গেঞ্জি কারখানায় বিক্ষোভ। বেতন সংক্রান্ত বিষয় নিয়ে বিক্ষোভে শ্রমিকরা। এই বিক্ষোভের জেরে ব্যাহত কারখানার কাজকর্ম। সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানিয়ে দিয়েছেন শ্রমিকরা। ভয় দেখিয়ে ও জোর করে তাঁদের আন্দোলন দমন করার চেষ্টা করা হচ্ছে বলেও তাঁদের অভিযোগ। আন্দোলনকারীদের আরও অভিযোগ, তাঁদের মাইনে বাড়ানো হলেও তাঁদের বেসিক কমিয়ে দেওয়া হয়েছে। বেসিক পে কমে গেলে তাঁদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলে দাবি তাঁদের। এছাড়াও কারখানা করতৃপক্ষের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে শ্রমিকরা বিক্ষোভে সামিল হয়েছেন। 



West Bengal Suvendu Adhikari Bengali News Today Suvendu Adhikary CM Mamata banerjee news in west bengal news of west bengal Mahakumbh 2025