যখন ঘটে, তখনই বোঝা গিয়েছিল, আগামি বেশ কিছুদিনের বিতর্কের রসদ জোগান দিতে চলেছে এই ঘটনা। হলোও তাই। সোমবার জয়পুরে রাজস্থান রয়্যালস বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের আইপিএল ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন এবং জস বাটলার ঘটিত 'মানকড় কাণ্ড' সম্পর্কে এতক্ষণে জেনে গেছে গোটা ক্রিকেট বিশ্ব। এ নিয়ে মিম, পাল্টা মিম, তর্ক, বিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
সেই স্রোতে এবার গা ভাসালো কলকাতা পুলিশের ফেসবুক পেজ, মিম তৈরিতে যাদের ইতিমধ্যেই যথেষ্ট নামডাক হয়েছে। ট্র্যাফিক সিগন্যালে 'স্টপ লাইনে' গাড়ি থামানোর গুরুত্ব বোঝাতে কলকাতা পুলিশ সাহায্য নিল অশ্বিনের 'মানকড়িং'-এর সেই মুহূর্তের, যা আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো দেখা গেল জয়পুরে। এবং পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হলো সেই মিম। ছবির সঙ্গে বার্তা: 'ক্রিজে হোক বা রাস্তায়/ আগে পেরোলে পস্তায়'।
আরও পড়ুন: বারবার চারবার আলো নিভল ইডেনে, আর কত লজ্জা বাকি?
প্রসঙ্গত, যাঁরা কোনো অত্যাশ্চর্য উপায়ে এখনো জানেন না যে সোমবার কী হয়েছিল, তাঁদের জানাই, জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে কিংস ইলেভেন বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ চলাকালীন জস বাটলারকে ‘মানকড়’ করে দেন কিংস ইলেভেনের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন, যিনি বোলিং ক্রিজে পৌঁছে বল করার ঠিক আগের মুহুর্তে লক্ষ্য করেন, ব্যাটিং ক্রিজ ছেড়ে অনেকটা বেরিয়ে গিয়েছেন নন-স্ট্রাইকার বাটলার। বিদ্যুতগতিতে বল করার পরিবর্তে বেল তুলে নিয়ে বাটলারকে রান আউট করে দেন অশ্বিন। ঠিক যেভাবে ভারতীয় বোলার ভিনু মানকড় ১৯৪৭ সালে আউট করেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান বিল ব্রাউনকে।
এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ওঠে সমালোচনা এবং সমর্থনের ঝড়। কোনো ক্রিকেটীয় আইন ভঙ্গ করেননি অশ্বিন, কিন্তু স্পোর্টসম্যান স্পিরিটের অলিখিত নিয়ম নিশ্চিতভাবে ভেঙেছেন বলে মত অনেকের। তবে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে ভুল করেছেন বাটলার, এ নিয়ে কোনো দ্বিমত নেই। সেই ভুলের মাশুল ক্রিকেট ম্যাচে হারজিতের ফারাক করে দেয় হয়তো, কিন্তু রাস্তায় এই ভুল জীবন মরণের তফাত করতে পারে। সেই বার্তাই মিলছে কলকাতা পুলিশের মিমে।