/indian-express-bangla/media/media_files/2025/06/14/E8q8y83qutvQmHkOxas7.jpg)
উত্তাল মধ্যপ্রাচ্য, ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি! ইজরায়েল লক্ষ্য করে ১৫০ মিসাইল হানা, ইরানের বিরুদ্ধে হুঙ্কার ছুঁড়লেন ট্রাম্প
Israel-Iran War:মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ পরিস্থিতি। শুক্রবার (ভারতীয় সময়) রাত ১০:৩০ নাগাদ ইরানের পারমাণবিক ঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালায় ইজরায়েলি যুদ্ধবিমান। এই হামলায় এখন পর্যন্ত ৭৮ জন নিহত এবং ৩৫০ জনেরও বেশি আহত হওয়ার খবর মিলেছে।
এই হামলার জবাবে ইরান ১৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইজরায়েলের দিকে। এর মধ্যে ৬টি ক্ষেপণাস্ত্র সরাসরি রাজধানী তেল আবিবে আঘাত হানে, যার ফলে ২ জন নিহত এবং ৯০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। শনিবার সকাল ৭:১৫ পর্যন্ত একটানা চলে এই পাল্টা হামলা। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। সাইরেন বেজে ওঠে শহরজুড়ে। সাধারণ মানুষ দ্রুত আশ্রয় কেন্দ্রে ছুটে যান।
পাহাড়ে ট্রেকিংয়ে মৃত্যু চিকিৎসকের, আপাতদৃষ্টিতে সুস্থদের কেন এই মর্মান্তিক পরিণতি?
নেতানিয়াহুকে সরানো হলো নিরাপদ স্থানে
ইরানের ক্ষেপণাস্ত্র আক্রমণের শঙ্কায় ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গোপন নিরাপদ বাঙ্কারে সরিয়ে নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এর আগে শুক্রবার ভোরে (ভারতীয় সময় সকাল ৫:৩০) ইজরায়েল আরও এক দফা হামলা চালিয়েছিল ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক ঘাঁটিতে। এতে ২০ জনেরও বেশি কমান্ডার প্রাণ হারান।
ইরান-ইজরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ! ১৫০ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল তেল আবিব, পারমাণবিক ঘাঁটিতে পাল্টা আক্রমণ।মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের ঘনঘটা। ইসরায়েলের বিরুদ্ধে ইরান রাতের অন্ধকারে চালাল ‘True Promise 3’ অপারেশন, ছোঁড়া হলো একসাথে ১৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তেল আবিব ও জেরুজালেম বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে। লেবানন ও জর্ডান থেকেও ছোড়া হয়েছে মিসাইল। পাল্টা জবাবে ইসরায়েল শুরু করেছে ভয়ঙ্কর ‘Operation Rising Lion’।
ইরান দাবি করেছে, ইজরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শনিবার সকালে একটি ক্ষেপণাস্ত্র একটি আবাসিক এলাকার কাছে পড়ে আহত হয়েছেন ১০ জন। অন্যদিকে, ইজরায়েলি বাহিনী ইরানের সামরিক ও পারমাণবিক ঘাঁটিতে বিমান হানা চালিয়েছে। ইসফাহান অঞ্চলের একটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়েছে। এতে ইরানের অন্তত ৭৮ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে।
ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, “বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আয়রন ডোম সিস্টেমের মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে। কিছু ক্ষেপণাস্ত্র তেল আবিব ও আশেপাশে পড়েছে।” আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।
ইরান দাবি করেছে, ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শনিবার সকালে একটি ক্ষেপণাস্ত্র একটি আবাসিক এলাকার কাছে পড়ে আহত হয়েছেন ১০ জন। অন্যদিকে, ইসরায়েলি বাহিনী ইরানের সামরিক ও পারমাণবিক ঘাঁটিতে বিমান হানা চালিয়েছে। ইসফাহান অঞ্চলের একটি পারমাণবিক কেন্দ্রেও লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়েছে। এতে ইরানের অন্তত ৭৮ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, “বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আয়রন ডোম সিস্টেমের মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে। কিন্তু সব নয়। কিছু ক্ষেপণাস্ত্র তেল আবিব ও আশেপাশে পড়েছে।” আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনসাধারণের মধ্যে। ভয়াবহ এই সংঘাত আবহে আইডিএফ জনগণকে সতর্ক করেছে।
ইজরায়েল ও ইরানের হামলার মধ্যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন এখনও সময় আছে, চাইলে ইরান দ্বিতীয় সুযোগ পেতে পারে। "ইসরায়েলের লক্ষ্য হলো ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি সম্পূর্ণভাবে নির্মূল করা," বললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।