/indian-express-bangla/media/media_files/2025/05/16/3GC0uZKLLPv8FcZkspUn.jpg)
Donald Trump: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Israel-Iran Conflict: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা করার পর, পাল্টা কড়া প্রতিক্রিয়া ইরানের বিদেশমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচির। তিনি বলেছেন, "ইজরায়েলের সঙ্গে কোনও যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনও চুক্তিই হয়নি। যদি ইজরায়েল এখনই তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে ইরান পরবর্তীতে তাদের প্রতিক্রিয়া অব্যাহত রাখার কোনও ইচ্ছা পোষণ করবে না।"
যদিও ইজরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেনি। সোমবার রাতে ইরান কাতারে অবস্থিত আমেরিকার আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকটি উপসাগরীয় দেশে আকাশসীমা বন্ধ হয়ে গেছে।
এদিকে ইজরায়েলের হয়ে যুদ্ধে নামায় আমেরিকাকে কড়া জবাব দিচ্ছে ইরানও। কাতারের দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান কাতারে থাকা মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একজন কূটনীতিক সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সোমবার দুপুর থেকে মধ্যপ্রাচ্যে আমেরিকার বৃহত্তম আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান। নিরাপত্তার জন্য কাতার সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং ব্রিটিশ ও মার্কিন নাগরিকদের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কার চলাচলের পরিস্থিতি এখন মূলত স্থিতিশীল রয়েছে। যদিও হুমকির মাত্রা এখন বেশ জেরালো। জর্ডনের রাজধানীতে একটি ড্রোন দুর্ঘটনায় বস্তুগত ক্ষতি হয়েছে। ইজরায়েলি সেনাবাহিনী তেহরানের বাসিন্দাদের অস্ত্র মজুতের বিষয়টি এড়িয়ে চলার জন্য সতর্ক করেছে। ফ্রান্স তেহরানের এভিন কারাগারে ইজরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। ইতালি ইজরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের পদক্ষেপের বিরোধিতা করেছে। ইতিমধ্যে, ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান একজন ইউরোপীয় নাগরিককে গ্রেফতার করেছে।
আরও পড়ুন- Kaliganj bomb blast: তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা, বেঘোরে প্রাণ খোয়াল একরত্তি মেয়ে, গ্রেফতার ১