/indian-express-bangla/media/media_files/2025/06/23/ma-2025-06-23-16-31-27.jpg)
kaliganj bomb blast: কান্নায় ভেঙে পড়েছেন নিহত বালিকার মা ও আত্মীয়রা।
Kaliganj bomb blast: কালীগঞ্জ উপনির্বাচনের গণনা চলাকালীন মোলান্দিতে বোমার আঘাতে এক বালিকার বেঘোরে মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম তামান্না খাতুন। সে চতুর্থ শ্রেণীতে পড়ত। এই ঘটনায় কালীগঞ্জের সিপিএম নেতা দেবাশিস আচার্য তৃণমূলকেই দায়ী করেছেন।
যদিও তৃণমূল কংগ্রেসের উত্তর সাংগঠনিক জেলার চেয়ারম্যান রুকবানু রহমান এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, "তৃণমূল কংগ্রেসের জয় হওয়ায় সিপিএমের লোকজন এই নাবালিকাকে বোমা মেরেছে। এর সঙ্গে আমাদের কেউ জড়িত নয়। আমরা পুলিশকে বলেছি উপযুক্ত ব্যবস্থা নিতে।"
এদিকে, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে কালীগঞ্জ উপনির্বাচনের গণনা চলাকালীন তৃণমূল কংগ্রেসের কর্মি সমর্থকরা বিজয়োল্লাসে মেতে ওঠে। মোলান্দি গ্রামে বিজয়োল্লাসে পটকা ফাটে বলেও জানা গিয়েছে। এই সময় শকেটের আঘাতে ওই বালিকা ছিন্নভিন্ন হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে সে মারা যায়।
এরপর গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। স্থানীয় মানুষ এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে। এই ঘটনায় কালীগঞ্জের সিপিএম নেতা দেবাশীষ আচার্যও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তিনি বলেন, "ভোট গণনা চলাকালীন আমরা বাইরে চলে আসি। এই সময় তৃণমূল জিতছিল। গ্রামে তৃণমূলের বিজয় মিছিল থেকে শকেট ছুঁড়ে মারা হয় এক বালিকাকে। আমরা এই ঘটনায় অভিযুক্তদের চরম শাস্তি চাইছি।"
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/06/23/pl-2025-06-23-16-32-52.jpg)
আরও পড়ুন- WB Assembly:বেনজির কাণ্ড বিধানসভায়, সাসপেন্ড BJP-র চার বিধায়ক, 'জেহাদিদের মতো আচরণ', তোপ শুভেন্দুর
এদিকে ঘটনার পরপরই জোরদার তৎপরতার সঙ্গে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ আধিকারিক জানিয়েছেন এখনও পর্যন্ত এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, "বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এটা হতে পারে দুর্ঘটনাবশত, ওর এসে লেগেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।"