ডিএ ধর্না মঞ্চে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর উপর হামলা। শনিবার কলকাতার শহিদ মিনারের পাদদেশে ডিএ আন্দোলনকারীদের ধর্নামঞ্চে গিয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। মঞ্চে বক্তব্য রাখার সময় আচমকাই তাঁর সামনে গিয়ে হাজির হন এক ব্যক্তি। সংখ্যালঘুদের জন্য আপনি কী করেছেন? একথা বলেই নওশাদকে টেনে চড় কষিয়ে দেন ওই যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এবার নওশাদ সিদ্দিকীর উপর হামলা অজ্ঞাপরিচয় এক যুবকের। শনিবার ধর্মতলায় ডিএ ধর্নামঞ্চে গিয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন বিধায়ক। এরপরেই মঞ্চে দাঁড়িয়ে কিছু বক্তব্য রাখতে শুরু করেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঠিক সেই সময়ে এক যুবক মঞ্চে উঠে পড়েন। অজ্ঞাতপরিচয় ওই যুবক নওশাদকে প্রশ্ন করেন যে তিনি সংখ্যালঘুদের জন্য কী করেছেন?
আরও পড়ুন- দিল্লি ধেয়ে নাটকীয় গ্রেফতারি, ধৃত আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি
ওই যুবকের প্রশ্নের উত্তর দিতে শুরুও করেছিলেন নওশাদ। কিন্তু তাঁর উত্তর শেষের আগেই আচমকা নওশাদকে চড় কষিয়ে দেন ওই যুবক। এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা ওই যুবককে ধরে ফেলেন। রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে ডিএ ধর্না মঞ্চে। বিধায়কের সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ওই যুবককে।